• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিওতে মঙ্গলবার করোনাভাইরাসের ২শ ৩৭টি নতুন সংক্রমণ

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার করোনাভাইরাসের ২শ ৩৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    উল্লেখ্য, তিন দিনের মধ্যে এবারই প্রথম নতুন সংক্রমণের দৈনিক গণনা ২শ ছাড়িয়ে গেল।

    এর মাধ্যমে জাপানের রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮শ ১৬’তে।

    এদিকে, সোমবার দু’টি মৃত্যু নিশ্চিত হওয়ায় জাপানে করোনাভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। এই হিসাবে চলতি বছরের শুরুতে রাজধানীর ঠিক বাইরে নোঙ্গর করে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ১৩টি মৃত্যুও অন্তর্ভুক্ত আছে।

    এনএইচকে’র সংকলিত উপাত্তে দেখা গেছে গত ফেব্রুয়ারি মাসে ১১টি, মার্চে ৬৬টি, এপ্রিলে ৩শ ৯৩টি, মে’তে ৪শ ৪১টি, জুনে ৭৬ এবং সোমবার পর্যন্ত জুলাই মাসে মোট ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

    সম্প্রতি বড় শহরগুলোতে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুতর উপসর্গ যুক্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে।

    ভাইরাস সংক্রমণের এই পুনরুত্থানের ক্ষেত্রে অনেক রোগীরই বয়স ৩০’এর কোঠায় বা তার চেয়ে কম। তবে, বয়স্ক এবং অপেক্ষাকৃত দুর্বল বা অরক্ষিতরা সংক্রমিত হলে মারাত্মক রোগীর সংখ্যা আরও বাড়তে পারে, জনমনে এমন উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

    কথা বললেও ছড়াতে পারে করোনা: গবেষণা

    কথা বললেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নেব্রাস্কার একটি গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

    ইউনিভার্সিটি অব নেব্রাস্কার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক কথা এবং শ্বাসক্রিয়ার মাধ্যমেও দুই মিটারের বেশি দূর পর্যন্ত ছড়াতে পারে করোনা ভাইরাস। তবে গবেষকরা জানিয়েছেন গবেষণাটির পিয়ার রিভিউ এখনো করা হয়নি। এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলেও জানান গবেষকরা।

    জানা গেছে, ইউনিভার্সিটি অব নেব্রাস্কার গবেষকরা পাঁচ জন করোনা রোগী রয়েছেন এমন একটি কক্ষের বায়ু থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষকরা বলছেন, ওই করোনা রোগীদের থুতু-লালা এবং কাশির মাধ্যমে নির্গত ছোট ছোট জলকণায় করোনা ভাইরাস কয়েক ঘণ্টা বাতাসে ভেসে থাকতে পারে। গবেষক দল ওই করোনা রোগীদের ক্ষুদ্র জলকণা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছেন বলে জানান।

    এ বিষয়ে ইউনিভার্সিটি অব নেব্রাস্কার মেডিক্যাল সেন্টারের অ্যাসোসিয়েট প্রফেসর জসুয়া সান্টারপিয়া বলেন, ক্ষুদ্র জলকণা থেকেও মানুষ করোনা আক্রান্ত হতে পারে। এমন ধারণাকে এই গবেষণা সমর্থন করে।