• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • Untitled Post

    Posted by admin on July 21
    Posted in Uncategorized 

    সোমবার টোকিও’তে করোনাভাইরাসের নতুন ১শ ৬৮টি সংক্রমণ ঘটেছে

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা সোমবার করোনাভাইরাসের নতুন ১শ ৬৮টি সংক্রমণের খবর জানিয়েছেন।

    এর মাধ্যমে টানা দু’দিন ধরে রাজধানীতে এই সংখ্যা ২শ’র নিচে থাকল।

    টোকিও’তে এখন মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫শ ৭৯’তে।

    অক্সফোর্ডের টিকার ফল প্রকাশ, কার্যকর ও রোগ প্রতিরোধে সক্ষম

    বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।প্রথম ধাপের ফলে ভ্যাকসিনটি কার্যকর ও এটি রোগ প্রতিরোধ বাড়াতে সক্ষম হয়েছে। সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।বিবিসির খবরে বলা হয়, এক হাজার ৭৭ জনের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন ক্যান্ডিডেট প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়েছে। যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।তবে এই ভ্যাকসিন যে নিরাপদ তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যা যাচাই করতে আরো পর্যবেক্ষণ চলছে। দ্বিতীয় ধাপের ফলে এটি আরো বেশি কার্যকর ও নিরাপদ হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।যুক্তরাজ্য ইতোমধ্যে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড।