• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে কোভিড-১৯ টীকার মানবদেহে পরীক্ষা শুরু হল

    জাপানের একটি জৈব ওষুধপ্রস্তুতকারক স্টার্টআপ কোম্পানি জানিয়েছে যে করোনাভাইরাস প্রতিষেধক টীকা প্রস্তুতের লক্ষ্যে তারা দেশে প্রথমবারের মত মানবদেহে পরীক্ষা চালানো শুরু করেছে।

    ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতিষ্ঠিত কোম্পানি আনগেস, মঙ্গলবার এই ঘোষণা দেয়।

    ওসাকা সিটি ইউনিভার্সিটি হাসপাতালে ৩০ জন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের শরীরে এই ডিএনএ টীকা পরীক্ষা করে দেখা হবে।

    ভাইরাসের বর্হিভাগে পাওয়া যাওয়া স্পাইক প্রোটিনের ডিএনএ রয়েছে এই প্রতিষেধক টীকায়। ইঞ্জেকশনের মাধ্যমে এই টীকা মানবদেহে প্রবেশ করানোর পর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ রোধে সাহায্যকারী এন্টিবডি তৈরি করতে সক্ষম হবে বলে কোম্পানির ধারণা।

    পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে জীবাণু প্রতিরোধক এন্টিবডি দেখা দেয় কিনা তা নির্ধারণের জন্য দুই সপ্তাহ ব্যবধানে দুটি ইঞ্জেকশন তাদেরকে দেয়া হবে।

    পনেরো জনের শরীরে ওষুধের মাত্রা বেশি রাখা হবে এবং বাকীদের ক্ষেত্রে এই মাত্রা কম পরিমাণে রাখা হবে যাতে করে ফলাফলের পার্থক্য তুলনা করে দেখা যায়।

    মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টীকা উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু হয়ে গেছে।

    এই বছরের শেষ নাগাদ মানবদেহে ওষুধ পরীক্ষা করে দেখার পরবর্তী পর্যায়ে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে কোম্পানি এগোচ্ছে।

    জরুরি অবস্থা শেষ হওয়ার পর টোকিওতে করোনাভাইরাসের সর্বোচ্চ হিসাব

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন জাপানের রাজধানীতে বুধবার করোনাভাইরাসের ৬৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    এটা হচ্ছে মে মাসের ২৫ তারিখে জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক হিসাব।

    নতুন সংক্রমণের সংখ্যা টানা ছয়দিন ধরে ৫০ ছাড়িয়ে যায় এবং গত রবিবার ৬০টিতে পৌঁছায়।

    টোকিওতে এখন পর্যন্ত মোট ৬,২৯২টি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।