• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পরিচালনা লোকসান সম্পর্কে জানিয়েছে সফট ব্যাংক গ্রুপ

    জাপানের আই টি ব্যবসা প্রতিষ্ঠান সফট ব্যাংক গ্রুপ ২০১৯ অর্থ বছরের প্রথমার্ধে ১৪ কোটি মার্কিন ডলারের বেশি পরিচালনা লোকসানের ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে কোম্পানির এরকম লোকসান।

    গ্রুপের নিট মুনাফা এক বছর আগের চাইতে অর্ধেক, প্রায় ৩৮০ কোটি ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কাজের জায়গা ভাগাভাগি করে নেয়ার সেবা প্রদানকারী কোম্পানি উই ওয়ার্কের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে আসার পর প্রধানত গ্রুপের পরিচালিত একটি ফান্ডের হওয়া ব্যাপক লোকসান এই খারাপ ফলাফলের কারণ।

    গ্রুপটি এছাড়া ৯ হাজার কোটি ডলার মূল্যের একটি তহবিল গঠন করে বিনিয়োগ কোম্পানিতেও এর উপস্থিতি বৃদ্ধি করে চলেছিল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে গ্রুপ ১হাজার কোটি ডলারের মত নিট মুনাফা অর্জন করেছিল।

    খোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি

    অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে।

    আজ বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হবে।

    গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘকাল ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুতে মেয়র সাঈদ খোকন মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ মরহুমের শোকসন্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

    অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন খোকা।

    আণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া এক নারীর অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ের প্রশংসায় জাতিসংঘ

    পরমাণু অস্ত্রের ভয়াবহতা নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা হিসাবে ১৯৪৫ সালে হিরোশিমার আণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া এক নারীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত এক ঐতিহাসিক কাহিনী পাঠের সুপারিশ করছে জাতিসংঘ।

    জাপানি বংশোদ্ভূত মার্কিন লেখক ক্যাথলিন বার্কিনশ লেখা লাস্ট চেরি ব্লসম বইটি ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। একজন জাপানি নারীর অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে বইটি লেখা হয়। আণবিক বোমা হামলার সময় ঐ নারীর বয়স ছিল ১২ বছর।

    শিক্ষক এবং শিক্ষার্থীদের এক সম্পদ হিসাবে বইটিকে জাতিসংঘ তাদের ওয়েবসাইটে অর্ন্তভুক্ত করেছে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বইমেলায় জাতিসংঘ বার্কিনশকে আমন্ত্রণ জানায়।

    বইটি লেখার কারণ হিসাবে লেখক তাঁর কন্যার সাথে এক কথোপকথনকে উল্লেখ করেন।

    বার্কিনশ বলেন যে তাঁর কন্যা একবার তাঁকে বলেছিল যে সে আণবিক বোমা হামলা বিষয়ে জানতে চায় কেননা তার সহপাঠী আণবিক বোমার মাশরুম ক্লাউডকে আকর্ষণীয় হিসাবে বর্ণনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর কন্যার জন্ম এবং বড় হওয়া।

    লেখক বেঁচে থাকা ঐ নারীর গল্প বইটিতে অর্ন্তভুক্ত করেছেন। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য হিসাবে এক অপরাধ বোধ তাঁকে আঁকড়ে ধরেছিল। পরিবারের ছবি থেকে তিনি তাঁর নিজের ছবিটি কেটে বাদ দিয়ে দিয়েছিলেন।

    বইমেলায় যোগদানকারী নিউ ইয়র্কের হাই স্কুলের একজন শিক্ষক বলেন যে আণবিক বোমা হামলার ক্ষয়ক্ষতি লোকজন ভুলতে শুরু করেছে এমন এক সময়ে তিনি তাঁর শিক্ষার্থীদের বলতে চান যে এই মর্মান্তিক ঘটনার যেন কখনো পুনরাবৃত্তি না হয়।

    বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ যে এখনো পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি সে বিষয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।

    খোকার মরদেহ আসবে বৃহস্পতিবার, জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন

    অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে। পরে তাকে ঢাকার জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। খোকার পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

    তিনি বলেন, দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। এখন তার মৃতদেহ ঢাকায় নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

    নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা জানান, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হবে। এ নিয়ে কোন সমস্যা হবে না।

    দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার একটি হাসপাতালে মারা যান খোকা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

    ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

    এরপর তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খোকা ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন।

    কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে থাকছিলেন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্ট এলাকার একটি ভাড়া বাসায়। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।

    জাপানের স্কুলের শিশুরা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন হয়ে যাচ্ছে

    জাপানের গবেষকরা জানিয়েছেন যে প্রায় ১০ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থীরা সম্ভবত মারাত্মক ক্ষীণদৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন যাকে উচ্চ মাইয়োপিয়া বলা হয়।

    কেইও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টোকিও’র প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুলের ১,৪১৬ শিক্ষার্থীর মধ্যে জরিপ চালান।

    গবেষকরা দেখেন যে ৭৬.৫ শতাংশ প্রাথমিক এবং ৯৪.৯ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থী ক্ষীণদৃষ্টিশক্তিসম্পন্ন।

    জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৯.৯ শতাংশ উচ্চ মাইয়োপিয়ায় ভুগছেন এবং ১৭ সেন্টিমিটারের বেশি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন না।

    উচ্চ মাইয়োপিয়ায় রেটিনার সংযোগ নষ্ট হবার উচ্চ ঝুঁকি রয়েছে এবং রোগটি দৃষ্টিহীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

    গবেষকরা বলছেন বহির্কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্নদের সংখ্যা বাড়ছে।

    বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সম্ভবত ২০৫০ সালের মধ্যে ৪৮০ কোটি লোক ক্ষীণদৃষ্টির সমস্যায় এবং ৯৪ কোটি লোক উচ্চ মাইয়োপিয়ায় ভুগবেন।

    এ ফলাফলে ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন উদ্বেগ প্রকাশ করেছে।

    গবেষণা দলের প্রধান অধ্যাপক কাযুও ৎসুবোতা বলেন এটি রাষ্ট্রের দৃষ্টি দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়।

    শিযুওকাতে দাইদোওগেই বিশ্বকাপ আরম্ভ

    জাপানের মধ্যাঞ্চলীয় শিযুওকা জেলায়, সড়কে কলা কৌশল প্রদর্শনের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলমান থাকায় পুরো শহরটি শিল্পীদের মঞ্চে পরিণত হয়েছে।

    গতকাল, শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩৯টি মঞ্চে বার্ষিক দাইদোওগেই বিশ্বকাপ প্রতিযোগিতা আরম্ভ হয়। উল্লেখ্য, জাপানী দাইদোওগেই শব্দের অর্থ হচ্ছে সড়কে বিভিন্ন কলা কৌশল প্রদর্শন।

    ২৮তম চারদিনের এই প্রতিযোগিতায়, জাপান এবং সারাবিশ্ব থেকে ৮০র বেশী ব্যক্তি ও দল অংশগ্রহণ করছে।

    গতকাল একটি পার্কে ফিনল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তিনজনের একটি দল, আড়াআড়িভাবে থাকা রশিগুলোকে নিজেদের শরীরের অংশের মত করে দক্ষতার সঙ্গে শূন্যে নৃত্য প্রদর্শন করেন।

    কানাডা এবং ফ্রান্সের চারজনের একটি দল, নিজেদের শরীর মুচড়িয়ে রশি টপকে যাওয়া দৃশ্যটি দর্শকদের ব্যাপক করতালি পায়।

    শিল্পীদের বিশ্ব পর্যায়ের কলা কৌশল প্রদর্শিত হওয়া উৎসবটি আগামী সোমবার পর্যন্ত চলবে।

    রাগবির বিশ্বকাপ ফাইনাল আজ

    বাংলাদেশে রাগবির জনপ্রিয়তা নেই। যদিও খেলাটির চর্চা শুরু হয়েছে সাম্প্রতিক বছরগুলোয়। এর মধ্যেই আজ শনিবার রাগবির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানের টোকিওতে। এতে অংশ নেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

    ১৯৮৭ সালে এ টুর্নামেন্ট প্রচলনের পর আজকের আগ পর্যন্ত আটটি ফাইনাল হয়েছে। এতে নিউজিল্যান্ড কাপটি জিতেছে তিনবার। দুবার করে জিতেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। উত্তর গোলার্ধে একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যারা আজ দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বাংলাদেশ সময় বেলা তিনটায় খেলা শুরু করবে।

    এই প্রথমবারের মতো এশিয়া রাগবি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পায়। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশন এ উপলক্ষ্যে আজ সকালে এক র‌্যালির আয়োজন করবে।

    বেসরকারি খাতের ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু বিলম্বিত করেছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়

    জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আগামী এপ্রিল মাস থেকে বেসরকারি খাতের ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু স্থগিত করেছে।

    শিক্ষা মন্ত্রী কোইচি হাগিউদা শুক্রবার সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্ত এজন্য নেয়া হয় যে, এই পরিকল্পিত ব্যবস্থার অধীনে পরীক্ষার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি এবং বসবাসের স্থানের দিক দিয়ে তাদেরকে যথাযথ সুযোগ হয়তো প্রদান করা সম্ভব হত না।

    হাগিউদা পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট বাণিজ্য প্রতিষ্ঠানের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

    তিনি বলেন, মন্ত্রণালয় এই ব্যবস্থার সমস্যাগুলো পরীক্ষা করে দেখার জন্য এক বছর সময় নেবে এবং ২০২৪ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু করবে।

    অনেক বিশ্ববিদ্যালয় এই বলে উদ্বেগ প্রকাশ করে, বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি পরীক্ষাগুলো কতটা কঠিন তার পর্যায়ে বিভিন্নতা থাকবে, তাই আবেদনপত্র বাছাইয়ের সময়ে এইসব ফলাফল ব্যবহার করাটা কঠিন হয়ে পড়বে।

    হাইস্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকগণও এই পরীক্ষার ফি এবং পরীক্ষার হলে যাওয়ার ব্যয় নিয়েও আপত্তি জানান।

    নতুন বছরের শুভেচ্ছা কার্ড বিক্রি শুরু

    জাপান জুড়ে পোস্ট অফিসে আজ থেকে ২০২০ সালের জন্য নববর্ষের শুভেচ্ছা কার্ড বিক্রি শুরু হয়েছে।

    শুক্রবার টোকিও’র কেন্দ্রীয় পোস্ট অফিসে এ উপলক্ষ্যে ফিতা কাটার অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জাপানের জাতীয় রাগবি দলের সাবেক ক্যাপটেন তোশিআকি হিরোসে।

    সকাল ৯টায় বিক্রি আরম্ভ হওয়ার আগে বহু লোক সেখানে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন।
    একটি শুভেচ্ছা কার্ডের দাম ৬৩ ইয়েন বা প্রায় ৬০ মার্কিন সেন্ট। লটারির জন্য প্রত্যেক কার্ডে নম্বর লেখা আছে। প্রথম পুরস্কার হোল নগদ ৩ লক্ষ ইয়েন বা প্রায় ২ হাজার ৮শো ডলার অথবা ইলেকট্রনিক মানি’তে প্রায় ৩ লক্ষ ১০ হাজার ইয়েন বা প্রায় ২ হাজার ৯শো ডলার।