• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ফুকুওকার নামিয়ে শহরে সুপারমার্কেটের উদ্বোধন

    ২০১১ সালের পরমাণু দুর্যোগে বিধ্বস্ত ফুকুশিমা জেলার নামিয়ে শহরে একটি সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে দুর্ঘটনার পর থেকে শহরে কাজ শুরু করা প্রথম সুপারমার্কেট। দু’বছর আগে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হয়েছিল।

    জাপানের প্রধান একটি সুপারমার্কেট চেইন ইওন আজ নামিয়ে শহরে নতুন এই শাখা চালু করলে প্রচুর ক্রেতার সমাবেশ সেখানে হয়।

    শহরের জনসংখ্যা এখন হচ্ছে এক হাজারের বেশি। এই সংখ্যা দুর্যোগের আগের জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ।

    দুর্যোগের ফলে অন্যত্র সরে যেতে বাধ্য হওয়া উৎপাদকদের তৈরি জাপানি মদ সাকে সহ কাছের একটি বন্দরে ধরা সামুদ্রিক খাদ্য সামগ্রী দোকানে মজুত রাখা হয়েছে।

    সুপারমার্কেটের ব্যবস্থাপক শুনসুকে নিহঙ্গি বলেছেন তিনি আশা করছেন শহরে ফিরে আসা লোকজনকে তিনি সাহায্য করতে পারবেন এবং তাঁদের প্রয়োজন মত পণ্য সেখানে তিনি রাখবেন।

    রূপকথার ফাইনালে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

    ক্রিকেটের ইতিহাসে এমন রোমাঞ্চকর ম্যাচ হয়েছে কি না, তা বোদ্ধারাই বলতে পারবেন। তবে লর্ডস যে নিঃসন্দেহে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকল, তা বলার অপেক্ষা রাখে না। সেই ঐতিহাসিক ম্যাচে শেষ হাসি হাসল ইংল্যান্ড। সেই সুবাদে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ঘরে তুলতে সক্ষম হলো ক্রিকেটের উদ্ভাবক এই জাতি।

    লর্ডসে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪১ রান করে। জবাবে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে সমান রান।

    তাই নিয়ম অনুযায়ী ম্যাচটি করে গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দুই দল সমান ১৫ রান করে সংগ্রহ করে। তাই সুপার ওভারের খেলাও টাই হয়। তবে বাউন্ডারি বেশি থাকায় ইংল্যান্ড জিতে নেয় শিরোপা। মূল ইনিংস ও সুপার ওভার মিলে ইংল্যান্ড ২৬ ও নিউজিল্যান্ড ১৭টি বাউন্ডারি হাঁকায়। সেই ২৬-১৭ ব্যবধানেই জয় নিশ্চিত হলো ইংলিশদের।

    তাই চতুর্থবারের মতো ফাইনালে ওঠে শিরোপা জিততে সক্ষম হলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালে ফাইনালে ওঠলেও এবারই প্রথম শিরোপার মুখ দেখল তারা। আর গত আসরে রানার্সআপ নিউজিল্যান্ডকে এবারও ফিরতে হলো একই ফল নিয়ে।

    লর্ডসে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪১ রান করেছে। হেনরি নিকোলস সর্বোচ্চ ৫৫, টম লাথাম ৪৭ ও কেন উইলিয়ামসন ৩০ রান করে। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট তিনটি করে উইকেট নেন।

    জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। সেখান থেকে জোস বাটলার ও বেন স্টোকসের ১১০ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এই দুজন পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখতে সক্ষম হন। তবে এরপর ৫৯ করে বাটলার ফিরে গেলেও শেষ পর্বযন্ত থাকেন স্টোকস। ৮৪ রানের দারুণ ইনিংস খেলৈ হয়েছেন ম্যাচসেরাও। ৩৬ রান করেছেন জনি বেয়ারস্ট। তিনটি করে উইকেট নেন জিমি নিশাম ও লুকি ফার্গুসন।

    বেন স্টোকস টিকে থাকায় শেষ বল পর্যন্ত খেলায় টিকে থাকে ইংল্যান্ড। তবে ইনিংস শেষে ‍দুই দলের স্কোর সমান হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে শুরুতে ব্যাট হাতে নেমে এক ওভারে ১৫ রান করেন দুই ইংলিশ ব্যাটসম্যান জোস বাটলার ও বেন স্টোকস। ৬ বল থেকে তারা করেন যথাক্রমে ৩, ১, ৪, ১, ২ ও ৪।

    জয়ের জন্য ১৬ রানের লক্ষ্যে খেলতে নামে দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও জিমি নিশাম। আর বল করেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। প্রথম তিন বল থেকে ১১ রান করা নিউজিল্যান্ড তিন বলে আর সেভাবে আগাতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত সমান ১৫ রানে থেমেছে কিউইরাও। আর তাই আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনালে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো দল হিসেবে ইংল্যান্ড জিতে নেয় শিরোপা।

    জাপানের অনেক এলাকায় ক্বচিৎ সূর্যালোকের দেখা মিলছে

    জাপানের প্রশান্ত মহাসাগরের দিকের এলাকাগুলোতে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে প্রধানত মেঘাচ্ছন্ন কিংবা বর্ষণমুখর দিনের দেখা লোকজন পাচ্ছেন। টোকিওর মধ্যাঞ্চলে পরপর ১৭ দিন ধরে তিন ঘণ্টার কম সূর্যের আলো ছিল। সময়ের ব্যাপ্তির দিক থেকে এটা হচ্ছে ১৯৮৮ সালের রেকর্ডের সমান।

    আবহাওয়া এজেন্সি বলছে শনিবার পর্যন্ত তিনদিনের বেশি সময় ধরে সাইতামা সিটিতে মোট দুই ঘণ্টা সূর্যালোকের দেখা মেলে, যা হচ্ছে গড় বছরের মাত্র প্রায় পাঁচ শতাংশ। টোকিওর মধ্যাঞ্চলে সূর্যালোক ছিল ২.৯ ঘণ্টা, স্বাভাবিক বছরের তুলনায় যা হচ্ছে ৭ শতাংশ এবং মায়েবাশিতে সূর্যালোকের দেখা মিলেছে ৩.৫ ঘণ্টা, যা হচ্ছে গড় বছরের ৯ শতাংশ।

    এজেন্সি বলছে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূল এলাকায় মেঘাচ্ছন্ন ও বৃষ্টি-ভেজা দিন আরও এক সপ্তাহ বজায় থাকবে। ফসল রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান এজেন্সি কৃষকদের প্রতি জানাচ্ছে।

    গ্রহাণুতে অবতরণ শুরু করেছে হায়াবুসা-২

    জাপানের মহাকাশ এজেন্সি জানিয়েছে যে হায়াবুসা-২ মহাকাশযান এক গ্রহাণুতে অবতরণ শুরু করেছে। গ্রহাণুর পৃষ্ঠদেশের তলা থেকে পাথরের নমুনা সংগ্রহ করার মত এক যুগান্তকারী মিশনে নিয়োজিত মহাকাশযানটি।

    জাপান সময় সকাল ১০টা ৪৬ নাগাদ, বিশ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিউগু গ্রহাণুতে অবতরণ শুরু করে।

    ২০১৪ সালে হায়াবুসা-২ উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৩০ কোটি কিলোমিটার ভ্রমণ করার পর সেটি গ্রহাণুর উপর গিয়ে পৌঁছায়।

    ফেব্রুয়ারি মাসে প্রথম সেটি গ্রহাণুতে অবতরণ করেছিল। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সির ধারণা যে গ্রহাণুর পৃষ্ঠদেশ থেকে সেটি পাথরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।

    এপ্রিল মাসে হায়াবুসা-২, রিউগুর পৃষ্ঠদেশে ধাতুর একটি বস্তু ছুঁড়ে এক গর্তের সৃষ্টি করে।

    মহাকাশ এজেন্সি বলছে, হায়াবুসা-২ গর্তের চারিপাশে ছিটকে পড়া পাথরগুলো সংগ্রহের চেষ্টা করবে। গ্রহাণুর ভিতরে অনুসন্ধান চালানোর এই ধরনের প্রচেষ্টা বিশ্বে প্রথম।

    পৃষ্ঠদেশের মত গ্রহাণুর তলদেশের পদার্থ তেজস্ক্রিয় বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয় নি।

    বিজ্ঞানীরা মনে করছেন যে ঐ পদার্থগুলো থেকে জীবের উৎপত্তি এবং সৌর ব্যবস্থা গঠনের বিষয়ে অনেক কিছু জানা যাবে।

    পরলোকে জাপানের সঙ্গীত জগতের বিখ্যাত ব্যক্তিত্ব জনি কিতাগাওয়া

    জাপানের নেতৃস্থানীয় ট্যালেন্ট এজেন্সি জনি এন্ড এসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনি কিতাগাওয়া ৮৭ বছর বয়সে প্রাণত্যাগ করেছেন। গতকাল টোকিওর একটি হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

    ১৯৩১ সালে লস এঞ্জেলসে কিতাগাওয়ার জন্ম এবং বাল্যকাল তিনি জাপান ও যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন।

    ১৯৬২ সালে তিনি জনি এন্ড এসোসিয়েটস প্রতিষ্ঠা করেন। এই এজেন্সি হচ্ছে স্ম্যাপ, তোকিও, কিংকি কিডস, ভি৬ এবং আরাশি’র মত পুরুষ গায়কদের জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠীর পরিচালনা কোম্পানি।

    সঙ্গীত প্রযোজক এবং থিয়েটার পরিচালক হিসেবেও কিতাগাওয়া পরিচিত ছিলেন। সবচেয়ে বেশি নাম্বার ওয়ান সিঙ্গেলস গান এবং একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি কনসার্টের আয়োজন করার জন্য তিনি হলেন গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী।

    রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ

     

    বৃষ্টিতে আজ মঙ্গলবার আর মাঠে গড়াচ্ছে না ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। খেলা হবে আগামীকাল বুধবার রিজার্ভ ডেতে। এদিন যথারীতি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়ই শুরু হবে ম্যাচটি। আজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই বুধবার খেলা শুরু হবে।

    আজ মঙ্গলবার ম্যানচেস্টারে টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর হানা দেয় বৃষ্টি। সেই থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টি থামা ও খেলা শুরুর বিষয়ে অপেক্ষা করা হয়। তবে কোনো সুসংবাদ না থাকায় তখন আজকের দিনের মতো খেলা স্থগিত করা হয়।

    রিজার্ভ ডেতে যদি খেলা একইভাবে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় উপরে থাকা দল যাবে ফাইনালে। তখন এই ম্যাচ থেকে ভারত সরাসরি ফাইনাল খেলবে।

    জাপানি কারি চেইন রেঁস্তোরা ভারতে দোকান খুলতে যাচ্ছে

    জাপানের সর্ববৃহৎ জাপানি ধাঁচের কারি চেইন রেঁস্তোরা অন্য একটি কোম্পানির সাথে যৌথভাবে ভারতে রেঁস্তোরা উদ্বোধন করতে যাচ্ছে।

    কারি হাউজ কোকো ইচিবানইয়া’র পরিষেবা কোম্পানি জানাচ্ছে, তারা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে নতুন দিল্লীতে প্রথম রেঁস্তোরাটির উদ্বোধন করার জন্য মিৎসুই এন্ড কোম্পানি’র সাথে একটি অংশীদারিত্ব গঠন করবে। তাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০টি রেঁস্তোরা খোলা।

    জাপানে যে স্বাদের কারি পরিবেশন করা হয় নতুন দিল্লীর দোকানের কারি’রও সেই একই স্বাদ থাকবে। নিয়মিত একটি পদের মূল্য ধার্য্য করা হবে প্রায় ৭ ডলার।

    জাপানি অংশীদাররা জানাচ্ছে, ভারতে বাণিজ্য করার ক্ষেত্রে তাদের উচ্চ প্রত্যাশা রয়েছে যেখানে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বাড়ছে এবং তাদের খাবারের স্বাদও বিস্তৃত হচ্ছে।

    কারি হাউজ কোকো ইচিবানইয়া চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ ১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইতোমধ্যেই তাদের রেঁস্তোরা চালু করেছে।

    বিশ্বরেকর্ড গড়ে ফিরলেন রোহিত

    আইসিসি বিশ্বকাপ ২০১৯

    আগের দুই ম্যাচে সেঞ্চুরি তুলে ছুঁয়ে ফেলেছিলেন, আজ ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির টানা তিন ওয়ানডের রেকর্ডটি। তবে রোহিত শর্মার কীর্তিটি যে আরো বড়!

    এবারের আসরে এই নিয়ে পাঁচটি তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেললেন ভারতীয় ওপেনার। বিশ্বকাপের এক আসরে যে এটিই বিশ্বরেকর্ড!

    এর আগে ২০১৫ সালে চারটি শতক নিয়ে এতদিন শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

    আরেক ওপেনার লোকেশ রাহুলও এগিয়ে যাচ্ছেন তিন অঙ্কের দিকে, অপরাজিত আছেন ৮২ রানে। দু’জনের ১৮৯ রানের জুটি বিচ্ছিন্ন হয়েছে রোহিতের (১০৩) বিদায়ে। তবে ভারত ঠিকই এগিয়ে যাচ্ছে জয়ের দিকে।

    ৩২ ওভার শেষে ঐ এক উইকেট হারানো বিরাট কোহলির দলের সংগ্রহ ১৯৬। জিততে হলে ১৮ ওভারে ভারতের প্রয়োজন মাত্র ৭০!

    ভারতের দুর্দান্ত শুরু

    লক্ষ্য তাড়ায় ব্যট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন ভারতের দুই ওপেনার রোহিত ও রাহুল। ম্যাচের অষ্টম ওভারেই দলীয় পঞ্চাশ রান পূর্ণ করে এই দুই ব্যাটসম্যান। রোহিত ৪৩ রানে ও রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ১৩ ওভারে বিনা উইকেটে ৭৭ রান।

    ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

    শুরুতে ধারাবাহিক উইকেট হারানোর পর ম্যাথুসের সেঞ্চুরি ও থিরিমান্নের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রান তুলেছে শ্রীলঙ্কা। শীর্ষে যাওয়ার আশা টিকিয়ে রাখতে ২৬৫ রান করতে হবে ভারতকে।

    সংক্ষিপ্ত স্কোর:

    শ্রীলঙ্কা: ২৬৪/৭ (৫০ ওভার)(করুনারত্নে ১০, কুশল ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথুস ১১৩, থিরিমান্নে ৫৩, ধনাঞ্জয়া ২৯*, পেরেরা ২, উদানা ১*; ভুবেনেশ্বর ৭৩/১, বুমরাহ ৩৭/৩, পান্ডিয়া ৫০/১, জাদেজা ৪০/১, কুলদিপ ৫৮/১)

    সেঞ্চুরি পূর্ণ করলেন ম্যাথুস

    দলের দু:সময়ে ত্রাতা হিসেবে আবির্ভাব হলো ম্যাথুসের। ১১৪ বলে এবারের আসরের প্রথম শতক তুলে নিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ম্যাথুস ১০৫ রানে ও ধনাঞ্জয়া ২০ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেটে ২৪০ রান।

    জুটি ভাঙলেন কুলদিপ

    ম্যাথুস-থিরিমান্নের ১২৪ রানের জুটি ভেঙে দিলেন কুলদিপ। ব্যক্তিগত ৫৩ রানে জাদেজার ক্যাচে পরিনত করে থিরিমান্নেকে ফেরান তিনি। ম্যাথুস ৭০ রানে ও ধনাঞ্জয়া ৩ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮২ রান।

    ম্যাথুস-থিরিমান্নের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

    ফার্নান্দোর বিদায়ে চাপে পড়েছিলো লঙ্কানরা। সেই চাপ ধীরে ধীরে কেটে গেছে ম্যাথুস-থিরিমান্নের শতরানের জুটিতে। ম্যাথুস ৫৭ রানে ও থিরিমান্নে ৪৭ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান।

    ফিরে গেলেন ফার্নান্দোও

    একের পর এক উইকেট পতণের পর পান্ডিয়ার স্লোয়ারে ফিরে গেলেন ফার্নান্দোও। আউট হওয়ার আগে তিনি ২০ রান করেন। ম্যাথুস ২ রানে ও থিরিমান্নে ০ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান।

    প্রথম ওভারেই মেন্ডিসকে ফেরালেন জাদেজা

    বিশ্বকাপে এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই মেন্ডিসকে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে আউট করেন জাদেজা। মাত্র ৩ রান করেই ফেরেন তিনি। ফার্নান্দো ২০ রানে ও ম্যাথুস ১ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৫৪ রান।

    বুমরাহের দ্বিতীয় শিকার কুশল

    করুনারত্নের পর এবার আরেক ওপেনার কুশলকেও ধোনির হিাতে তুলে দিলেন বুমরাহ। ফেরার আগে তিনি ১৪ বলে ১৮ রান করেন। ফার্নান্দো ১৮ রানে ও মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন।

    দরীয় সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৪৯ রান।

    করুনারত্নেকে ফেরালেন বুমরাহ

    ইনিংসের চতুর্থ ওভারেই ১০ রান করা করুনারত্নেকে ধোনির গ্লাভসে পুরে বিদায় করেন বুমরাহ। কুশল ৭ রানে ও ফার্নান্দো ০ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৭ রান।

    টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

    টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ভরতীয় অধিনায় বিরাট কোহলিও টসে জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। লঙ্কান দলে পরিকবর্ত আছেন একটি। থিসারা পেরেরা দলে ফিরেছেন। অন্যদিকে ভারতীয় দলে চাহাল ও শামির পরিবর্তে খেলছেন কুলদিপ ও জাদেজা।

    শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিঙ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা, থিসারা পেরেরা।

    ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, মহেন্দ্র ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হান্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ।

    শীর্ষে যাওয়ার লড়াইয়ের ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

    বিশ্বকাপের ৪৪তম ম্যাচে শীর্ষে যাওয়ার লড়াইয়ে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। লিডসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচ জিতলে ভারত চলে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। অবশ্য তাদের প্রার্থনা করতে হবে দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার হারের। অন্যদিকে লঙ্কানরা ইতিমধ্যেই শেষচারের আশা হারিয়ে ফেলেছে।

    পরিসংখ্যান:

    ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মহারণে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

    ওয়ানডেতে:

    ম্যাচ: ১৫৮

    ভারত জয়ী: ৯০

    শ্রীলঙ্কা জয়ী: ৫৬

    টাই: ১

    পরিত্যক্ত: ১১

    বিশ্বকাপে:

    ম্যাচ: ৮

    শ্রীলঙ্কা জয়ী: ৪

    ভারত জয়ী: ৩

    পরিত্যক্ত: ১

    জাপানের প্রাচীন সমাধি টিলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের অনুমোদন দিয়েছে ইউনেস্কো

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর একটি কমিটি পশ্চিম জাপানের ওসাকা জেলার কয়েকটি প্রাচীন সমাধি টিলাকে বিশ্ব সাংস্কৃতিক স্থান হিসেবে নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

    আযেরবাইজানের রাজধানী বাকুতে আজ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

    ইউনেস্কোতে জাপানের রাষ্ট্রদূত তাকিও ইয়ামাদা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করা দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন।

    সাকাই, হাবিকিনো ও ফুজিদেরা শহর জুড়ে বিস্তৃত ৪৯টি টিলা নিয়ে গড়ে উঠা গুচ্ছবদ্ধ সেই মোযু-ফুরুইচি সমাধিস্তুপ চতুর্থ শতকের শেষ দিকে এবং পঞ্চম শতকে তৈরি করা হয়।

    এগুলোর মধ্যে চাবি ঢোকানোর ছিদ্র আকারের একটি সমাধিকে সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সি সম্রাট নিন্তোকুর জাঁকজমকপূর্ণ সমাধি হিসেবে গণ্য করে।

    আনুষ্ঠানিকভাবে দাইসেন কোফুন নামের সেই বিশেষ সমাধি হচ্ছে জাপানে চাবি ঢোকানোর ছিদ্র আকারের সবচেয়ে বড় সমাধি।

    বিশেষজ্ঞরা বলছেন সেইসব সমাধিস্তুপ অতীত যুগের উচ্চ মানের প্রকৌশল প্রযুক্তির প্রতিনিধিত্ব করায় জাপানে প্রচলিত ঐতিহাসিক আচরণ সম্পর্কে বুঝতে পারার গুরুত্বপূর্ণ ধারণা এগুলো দিয়ে থাকে।

    জাপানে এখন চারটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান ছাড়া আরও ১৯টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে।

    বাণিজ্যিকভাবে ধরা তিমির মাংস এখন জাপানের বাজারে

    উত্তর জাপানের বন্দর শহর কুশিরো’তে বাণিজ্যিক শিকার শুরুর পর ধরা পড়া প্রথম তিমির মাংস বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

    ৩১ বছর পর গত সোমবার জাপান বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে। কুশিরো থেকে শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া অনেকগুলো ছোট জাহাজের একটি বহর দু’টি মিনক তিমি নিয়ে বন্দরে ফিরে এসেছে।
    কুশিরোর বিভিন্ন দোকানে আজ তিমির মাংস বিক্রি শুরু হয়। এছাড়া, পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বাজারেও এটি পাওয়া যাচ্ছে।
    ইয়াবে মামোরু নামক একজন মাছ বিক্রেতা বলেন, তিমির মাংসের দাম এখন আগের তুলনায় বেশি হলেও কুশিরো’র অধিবাসীদের তিমি মাছ খাওয়ার সুদীর্ঘ ইতিহাস থাকায় অচিরেই তা আরও যৌক্তিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি মনে করেন।

    জাপানের কিয়ুশু অঞ্চলে ভারী বর্ষণে ঘটা ভূমিধ্বসে ২ ব্যক্তি নিহত

    দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে কাদা-ধ্বস এবং বন্যার পর দু’জন নিহত এবং অন্ততপক্ষে, পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

    গত শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো জুলাই মাসে স্বাভাবিকভাবে প্রত্যাশিত পরিমাণ থেকে দ্বিগুণ।

    আজ এক পর্যায়ে প্রায় ৮ লক্ষ লোকের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার ব্যক্তির ক্ষেত্রে এই আদেশ তুলে নেয় কাগোশিমা শহর কর্তৃপক্ষ। এছাড়া, কানোইয়া শহরও সন্ধ্যা ৭টায় প্রায় ১ লক্ষ অধিবাসীর জন্য এই আদেশ প্রত্যাহার করে নেয়।

    কর্তৃপক্ষ বলছে, একটি কাদা-ধ্বসে নিজ বাড়ি ধ্বংস হওয়ায় কাগোশিমা শহরে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী, ঐ নারী বাড়িতে একা বাস করতেন।

    উল্লেখ্য, গত সোমবার অনুরূপ এক দুর্ঘটনায় আরও এক নারী নিহত হন। কর্তৃপক্ষের মতে, ঐ জেলায় এ পর্যন্ত ত্রিশের অধিক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে

    বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন

    ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে “বিপন্ন বিশ্ব ঐতিহ্য” হিসাবে ঘোষণা করেছে। এতে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

    রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলি চালু হওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা নিয়ে ইউনেস্কো অসন্তুষ্ট। এ অবস্থায় সম্প্রতি নতুন এ ঘোষণাটি এলো।

    সুন্দরবনকে সম্ভাব্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্য সংশোধনমূলক পদক্ষেপের তালিকা প্রস্তুত করতে বাংলাদেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে সরকারকে অনুরোধও করেছিলো ইউনেস্কো।

    ১৯৯৯ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র। সংস্থাটি শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছে।

    যদিও সরকার সবসময় দাবি করেছিল যে, রামপাল সুন্দরবনকে বিপদাপন্ন করবে না। কিন্তু এ বক্তব্যে ইউনেস্কো কখনও বিশ্বাস করেনি।

    এ ইস্যুতে আলোচনার জন্য ২০১৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১ তম বৈঠকে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তবে ইউনেস্কো বলছে, ঐ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন রক্ষায় কাজ করছে না বাংলাদেশ।

    জাপানের অনেকগুলো অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা, অব্যাহত প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বস, নিম্নাঞ্চলগুলোতে বন্যা সৃষ্টির পাশাপাশি সারাদেশে আকস্মিক দমকা বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

    আবহাওয়া সংস্থা, দীর্ঘায়ীত হওয়া মৌসুমি বৃষ্টির সম্মুখভাগ দিয়ে উষ্ণ ও আদ্র বাতাস প্রবেশ করে পূর্ব ও পশ্চিম জাপানের বায়ুমণ্ডলীয় পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে বলে জানায়।

    মৌসুমি বায়ু রেখা আরও সক্রিয় হয়ে চলায় আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কিউশুসহ পশ্চিম জাপানের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা, বায়ু রেখাটি চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ পর্যন্ত প্রধানত পশ্চিম জাপানে অব্যাহত বৃষ্টি বয়ে নিয়ে আসবে বলে উল্লেখ করেন।