• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ

     

    বৃষ্টিতে আজ মঙ্গলবার আর মাঠে গড়াচ্ছে না ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। খেলা হবে আগামীকাল বুধবার রিজার্ভ ডেতে। এদিন যথারীতি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়ই শুরু হবে ম্যাচটি। আজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই বুধবার খেলা শুরু হবে।

    আজ মঙ্গলবার ম্যানচেস্টারে টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর হানা দেয় বৃষ্টি। সেই থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টি থামা ও খেলা শুরুর বিষয়ে অপেক্ষা করা হয়। তবে কোনো সুসংবাদ না থাকায় তখন আজকের দিনের মতো খেলা স্থগিত করা হয়।

    রিজার্ভ ডেতে যদি খেলা একইভাবে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় উপরে থাকা দল যাবে ফাইনালে। তখন এই ম্যাচ থেকে ভারত সরাসরি ফাইনাল খেলবে।

    জাপানি কারি চেইন রেঁস্তোরা ভারতে দোকান খুলতে যাচ্ছে

    জাপানের সর্ববৃহৎ জাপানি ধাঁচের কারি চেইন রেঁস্তোরা অন্য একটি কোম্পানির সাথে যৌথভাবে ভারতে রেঁস্তোরা উদ্বোধন করতে যাচ্ছে।

    কারি হাউজ কোকো ইচিবানইয়া’র পরিষেবা কোম্পানি জানাচ্ছে, তারা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে নতুন দিল্লীতে প্রথম রেঁস্তোরাটির উদ্বোধন করার জন্য মিৎসুই এন্ড কোম্পানি’র সাথে একটি অংশীদারিত্ব গঠন করবে। তাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০টি রেঁস্তোরা খোলা।

    জাপানে যে স্বাদের কারি পরিবেশন করা হয় নতুন দিল্লীর দোকানের কারি’রও সেই একই স্বাদ থাকবে। নিয়মিত একটি পদের মূল্য ধার্য্য করা হবে প্রায় ৭ ডলার।

    জাপানি অংশীদাররা জানাচ্ছে, ভারতে বাণিজ্য করার ক্ষেত্রে তাদের উচ্চ প্রত্যাশা রয়েছে যেখানে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বাড়ছে এবং তাদের খাবারের স্বাদও বিস্তৃত হচ্ছে।

    কারি হাউজ কোকো ইচিবানইয়া চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ ১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইতোমধ্যেই তাদের রেঁস্তোরা চালু করেছে।