• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ডানচীর জন্য আবেদন

    Posted by admin on July 25
    Posted in Uncategorized 

    ডানচীর জন্য  আবেদন

    প্রিয় পাঠক
    যে ভাইয়েরা ডানচীর জন্য  আবেদন করতে ইচ্ছুক (টোকিও ২৩-কু),  আগামী মাসের  ১ তারিখ(আগষ্ট) থেকে ফরম দেওয়া শুরু হবে, জমা দেওয়া শেষ তারিখ ৯-ই আগষ্ট।
    টোকিও ২৩-কু মধ্যে যে ভাই/বোনেরা বসবাস করছেন , তারাই আবেদন করতে পারবেন , বিস্তারিত জানতে হলে নিজ নিজ ওয়াড অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
    অথবা
    JKK
    0570-03-0071
    03-6812-1171
    জাযা কুমুল্লাহু খাইরান।
    AssalamuAlaikum wr wb
                        (Tokyo-23)
    The brothers who want to apply for Danchi  (Tokyo-23), will start forming on  1st August, the last date for submission is  9th August.
    The brothers who live in Tokyo-23 ku can contact the person, contact the respective ward office to find out more.
    JKK
    0570-03-0071
    03-6812-1171

    চীন-রাশিয়ার যৌথ বিমান টহল জাপান-দ. কোরিয়ার প্রতিক্রিয়া

    চীনের সঙ্গে প্রথমবারের মতো যৌথ বিমান টহল চালানোর কথা জানিয়েছে রাশিয়া। জাপান সাগর ও পূর্ব চীন সাগরের পূর্ব পরিকল্পিত একটি রুটে এই টহল চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি বোমারু বিমানের টহলে সহায়তা দেয় যুদ্ধ বিমান। যুদ্ধবিমান পাঠিয়ে এর জবাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল দাবি করেছে, মঙ্গলবার সকালে রুশ বিমান অনধিকার প্রবেশ করলে যুদ্ধবিমান দিয়ে অগ্নিতরঙ্গ ও মেশিনগানের গুলি ছুঁড়ে সতর্ক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনায় রাশিয়া ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছে জাপান। বিতর্কিত দোকদো/তাকেশিমা দ্বীপের আকাশে এই অনধিকার প্রবেশের ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার দখলকৃত এই অঞ্চলটির কর্তৃত্ব জাপানও দাবি করে থাকে। দক্ষিণ কোরিয়ার দাবি মঙ্গলবার সকালে চীন ও রাশিয়ার বিমান কোরিয়া আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (কেএডিআইজেড) প্রবেশ করে। এছাড়া আলাদাভাবে রাশিয়ার একটি এ-৫০ যুদ্ধবিমান দ্বীপের কাছে দুইবার সিউলের আকাশসীমা লঙ্ঘন করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। গত কয়েক বছরে বিভিন্নকারণে ওই অঞ্চলে রাশিয়া ও চীনের বোমারু ও পরিদর্শন বিমান প্রবেশ করেছে। তবে এবারই প্রথমবার রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এমন ঘটনা ঘটলো বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরপেক্ষ সমুদ্রসীমায় পূর্ব পরিকল্পিত রুটে দুইটি ক্ষেপণাস্ত্রবাহী টিউ-৯৫এমএস বিমান চীনের হং-৬কে বোমারু বিমানের সঙ্গে যোগ দেয়। এসব বিমানকে সহায়তা দেয় এ-৫০ ও কংজিং-২০০০ যুদ্ধবিমান। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, চীন ও রাশিয়ার যৌথ টহলের সময় দক্ষিণ কোরিয়ার পাইলটেরা বিতর্কিত দোকদো/তাকেশিমা দ্বীপের ওপর বিপদজনক মহড়া চালায়। ওই দ্বীপ থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে টহল চালানো হয়েছে বলে দাবি করা হয় ওই বিবৃতিতে। তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা নাগাদ পাঁচটি বিমান কেএডিআইজেড-এ প্রবেশ করে। তাদের গতিরোধ করতে দক্ষিণ কোরিয়ার এফ-১৫ ও এফ-১৬ বিমান মোতায়েন করা হয়। সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, অনধিকার প্রবেশের সময় দশটি অগ্নিতরঙ্গ ও মেশিনগানের ৮০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। রাশিয়ার একটি এ-৫০ বিমান আকাশসীমা ত্যাগ করে আবারও প্রবেশ করলে আরও দশটি অগ্নিতরঙ্গ ও ২৮০ রাউন্ড মেশিনগানের গুলির মুখে পড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিবিসি।

    বিশ্ব জুড়ে ১০ হাজারের বেশি কর্মী ছাটাই করবে নিসান

    শিল্প সূত্র সমূহ বলছে জাপানের নিসান মোটর আগামী কয়েক বছরে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মীকে ছাটাই করবে। হ্রাসের এই সংখ্যা হচ্ছে মে মাসে প্রচারিত ঘোষণার প্রায় দ্বিগুণ এবং এর অনেকগুলোই হবে বিদেশে কোম্পানির পরিচালিত কর্মকাণ্ডে।

    যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য প্রধান বাজারে বিক্রি মন্থর হয়ে আসার পূর্বাভাসের মুখে মোটরগাড়ি নির্মাতা কর্মী ছাটাই করছে। কোম্পানির ২০১৮ অর্থ বছরের পরিচালনা মুনাফা পূর্ববর্তী বছরের চাইতে প্রায় চল্লিশ শতাংশ হ্রাস পায়।

    বিভিন্ন সূত্র বলছে নিসান এছাড়াও বিদেশের কারখানায় উৎপাদন দক্ষতা উন্নত করে নেয়া পর্যালোচনা করে দেখার পরিকল্পনা করছে। বিক্রি মন্থর হয়ে আসার বাইরে নিসানকে এখনও সাবেক চেয়ারম্যান কার্লোস গনের গ্রেফতারকে কেন্দ্র করে সুনাম-হানির সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেই কেলেঙ্কারির ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা নতুন করে তৈরি করে নেয়া মোটরগাড়ি নির্মাতার জন্য প্রয়োজনীয় হয়ে দেখা দেয়।