• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বাণিজ্যিকভাবে ধরা তিমির মাংস এখন জাপানের বাজারে

    উত্তর জাপানের বন্দর শহর কুশিরো’তে বাণিজ্যিক শিকার শুরুর পর ধরা পড়া প্রথম তিমির মাংস বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

    ৩১ বছর পর গত সোমবার জাপান বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে। কুশিরো থেকে শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া অনেকগুলো ছোট জাহাজের একটি বহর দু’টি মিনক তিমি নিয়ে বন্দরে ফিরে এসেছে।
    কুশিরোর বিভিন্ন দোকানে আজ তিমির মাংস বিক্রি শুরু হয়। এছাড়া, পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বাজারেও এটি পাওয়া যাচ্ছে।
    ইয়াবে মামোরু নামক একজন মাছ বিক্রেতা বলেন, তিমির মাংসের দাম এখন আগের তুলনায় বেশি হলেও কুশিরো’র অধিবাসীদের তিমি মাছ খাওয়ার সুদীর্ঘ ইতিহাস থাকায় অচিরেই তা আরও যৌক্তিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি মনে করেন।

    জাপানের কিয়ুশু অঞ্চলে ভারী বর্ষণে ঘটা ভূমিধ্বসে ২ ব্যক্তি নিহত

    দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে কাদা-ধ্বস এবং বন্যার পর দু’জন নিহত এবং অন্ততপক্ষে, পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

    গত শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো জুলাই মাসে স্বাভাবিকভাবে প্রত্যাশিত পরিমাণ থেকে দ্বিগুণ।

    আজ এক পর্যায়ে প্রায় ৮ লক্ষ লোকের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার ব্যক্তির ক্ষেত্রে এই আদেশ তুলে নেয় কাগোশিমা শহর কর্তৃপক্ষ। এছাড়া, কানোইয়া শহরও সন্ধ্যা ৭টায় প্রায় ১ লক্ষ অধিবাসীর জন্য এই আদেশ প্রত্যাহার করে নেয়।

    কর্তৃপক্ষ বলছে, একটি কাদা-ধ্বসে নিজ বাড়ি ধ্বংস হওয়ায় কাগোশিমা শহরে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী, ঐ নারী বাড়িতে একা বাস করতেন।

    উল্লেখ্য, গত সোমবার অনুরূপ এক দুর্ঘটনায় আরও এক নারী নিহত হন। কর্তৃপক্ষের মতে, ঐ জেলায় এ পর্যন্ত ত্রিশের অধিক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে