• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ৩ দিনের সফরে ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আবারো বাংলাদেশের ভোট চায় জাপান। এর বিপরীতে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুতে জাপানের কাছে সরব সমর্থন চায় বাংলাদেশ। এসব বিষয়ে আলোচনা করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আজ সোমবার বাংলাদেশ সফরে আসছেন।
    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
    কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২০২৩-২০২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের ভোটে জাপানের অংশ নেওয়ার ঘোষণা অনেক আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। জাপান চাচ্ছে, গত ২০১৬-২০১৭ মেয়াদের মতো এবারো বাংলাদেশ এই পদে জাপানকে ভোট দিক। সেবার বাংলাদেশ ওই পদে প্রার্থী হলেও পরবর্তী সময়ে জাপানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
    ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, তারো কোনোর সফরে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেবে ঢাকা। জাপানের কাছে আরো বিনিয়োগ এবং বৈশ্বিক ইস্যুতে সমর্থন চাইবে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পক্ষে টোকিও’র সরব সমর্থন চাওয়া হবে।

    জাপানের ফুকুশিমায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত শেষ বন্দরটি আবার চালু

    উত্তর জাপানের ফুকুশিমা জেলার ২০১১ সালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি মৎস্য বন্দরের মধ্যে শেষটি বর্তমানে আবার চালু করা হয়েছে।

    পুনরুদ্ধার কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পরে ৮ বছর ৪ মাসের মধ্যে প্রথম শুক্রবার তোমিকা বন্দর আবার চালু করা হয়।

    ২০১১ সালের ১১ই মার্চের শক্তিশালী ভূমিকম্পের পরে ২০ মিটারেরও বেশি উঁচু এক ৎসুনামিতে বন্দরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এখানে নোঙ্গর করা অধিকাংশ নৌকা ভেসে যায়। কাছের ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে এলাকাটি একটি প্রবেশ নিষেধ স্থান হিসেবেও চিহ্নিত হয়।

    ২ বছর আগে প্রবেশ নিষেধ এলাকার আদেশ তুলে নেয়ার পরে এই বন্দরের পুনরুদ্ধার কাজ শুরু হয়।

    শুক্রবারের এক অনুষ্ঠানে, দুর্ঘটনার পরে পাশের সব বন্দরে চলে যাওয়া ৫টি মাছ ধরার নৌকা তাদের পতাকা উড়িয়ে এই বন্দরে ফিরে আসে। এই পতাকা প্রচুর মাছ ধরা পড়ার প্রতীক।
    দুর্যোগের আগে, এই বন্দরে প্রচুর পরিমাণে স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ ফ্ল্যাটটফিশের পাশাপাশি স্যামন ও জাপানি সুজুকি মাছ ধরা পড়তো।