• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কণ্ঠ হারাল মিনি মাউস

    তিন দশক ধরে পর্দার ‘মিনি মাউস’ ছিলেন তিনি। মানে মিকির সঙ্গী মিনির কণ্ঠটি ছিল তারই। পঁচাত্তর বয়সে মারা গেলেন সেই রুসি টেলর। ডিজনির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সংস্থার চেয়ারম্যান বব ইগার একটি বিবৃতিতে বলেছেন, ‘রুসি টেলরের মৃত্যুতে মিনি মাউস তার কণ্ঠ হারাল।’ ক্যালিফর্নিয়ার গেøনডেলে থাকতেন রুসি। গত শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। তবে মৃত্যুর কারণ জানাননি ডিজনি কর্তৃপক্ষ। বব তার বিবৃতিতে আরও বলেছেন, ‘তিরিশ বছরেরও বেশি সময় ধরে মিনি আর রুসি একসঙ্গে কাজ করেছেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে বিনোদন জুগিয়েছেন। আমরা বিশ্বাস করি, রুসির কাজ ভবিষ্যতেও মানুষকে বিনোদন জোগাবে। পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবেন তিনি।’

    ১৯৪৪ সালের ৪ মে ম্যাসাচুসেটসে জন্মেছিলেন রুসি। ১৯৮৬ সালে ডিজনির একটি অডিশনে প্রায় ২০০ জনের মধ্যে তাকে বেছে নেওয়া হয় মিনির হয়ে কথা বলার জন্য। তার পর থেকে এত দিন মিকি-মিনির ভক্তেরা তার গলাই শুনে এসেছেন। একবার এক সাক্ষাৎকারে রুসি নিজেই জানিয়েছিলেন ওয়াল্ট ডিজনির সঙ্গে তার প্রথম পরিচয়ের কথা। তার মিনি মাউস হয়ে ওঠার গল্প।

    ডিজনিল্যান্ডে গিয়ে খোদ ওয়াল্ট ডিজনির সঙ্গে দেখা হয়েছিল রুসির। তখন তিনি বালিকা। ওয়াল্ট ডিজনিকে তখন রুসি জানিয়েছিলেন বড় হয়ে তারই সৃষ্টি কোনও কার্টুন চরিত্রের হয়ে কাজ করতে আগ্রহী তিনি। আশির দশকের মাঝামাঝি সময়ে মিনির চরিত্রের জন্য অডিশনের সুযোগ আসে। বাকিটা ইতিহাস। শুধু মিনি-ই নয়। পেবলস ফ্লিনস্টোন, স্ট্রবেরি শর্টকেক-এর মতো কার্টুন চরিত্রের হয়েও কণ্ঠ দিয়েছেন রুসি। কাজ করেছেন ডাক টেলস সিরিজে। রুসি বলেছিলেন, ‘আমি কখনও বিখ্যাত হতে চাইনি। যে চরিত্রের হয়ে কাজ করছি, জানতাম সেটি বিখ্যাত। আমি সেটাকেই মেনে নিয়েছি।’

    আশির দশকের মাঝামাঝি সময়েই বাস্তব মিকি মাউসের সঙ্গে দেখা হয় মিনির। ওয়েন অলউইন ১৯৭৭ সাল থেকে মিকি মাউসের জন্য কণ্ঠ দিয়ে এসেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনিই ছিলেন ‘মিকি মাউস’। রুসির সঙ্গে ওয়েনের সাক্ষাতের পরেই জমে উঠেছিল প্রেম। ১৯৯১ সালে রুসি আর ওয়েনের চার হাত এক হয়। তবে বিয়েটা খুব গোপনেই সেরেছিলেন ‘মিকি’ আর ‘মিনি’। রুসি জানিয়েছেন, মিকি আর মিনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ, গোটা বিশ্ব সেটা জানুক, তা চাননি তারা। তবে এক কথায় সুখি দম্পতির উদাহরণ ছিলেন তারা। রুসির কথায়, ‘আমরা একসঙ্গে সবচেয়ে ভাল মুহ‚র্তগুলো কাটিয়েছি। একসঙ্গে হেসেছি। প্রচুর গান শুনেছি। সারাক্ষণ আমাদের বাড়িতে কিছু না কিছু বাজত।’ সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

    হাকাতা ও বুসানের মধ্যে চলবে নতুন উচ্চ গতিসম্পন্ন ফেরি

    সোমবার জেআর কিউশু গ্রুপ ঘোষণা দেয় যে ‘কুইন বিটল’ নামের ফেরিটি আগামী বছরের ১৫ই জুলাই থেকে পরিসেবা কার্যক্রম শুরু করবে।

    নৌযানটির মোট ধারণক্ষমতা পাঁচশো ২ জন যাত্রী, যা বর্তমানে ব্যবহৃত বিটল ফেরির তুলনায় ২.৬ গুণ বেশি। ফেরিটিতে একটি বিজনেস ক্লাস অঞ্চল, শুল্কমুক্ত দোকান এবং ক্যান্টিন রয়েছে।

    এছাড়াও, হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য ঢালু পথ ও লিফট, শিশুদের জন্য একটি কক্ষ এবং ব্রেস্ট ফিডিংয়ে জন্য নির্দিষ্ট স্থানসহ অন্যান্য সুযোগসুবিধা রয়েছে।

    ঐতিহাসিক এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে এখন টানাপড়েন চলছে। জেআর কিউশু গ্রুপের প্রেসিডেন্ট তোশিহিকো আওইয়াগি সাংবাদিকদের বলেন, নতুন এই ফেরি দুই দেশের মধ্যে তৃণমূল পর্যায়ে আদান-প্রদান বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি প্রত্যাশা করছেন।