• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • প্রিয়া সাহাকে গ্রেফতার নয়, নিরাপত্তা দিতে প্রস্তুত সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষতের পরিপ্রেক্ষিতে প্রিয়া সাহা বাংলাদেশে এলে তাকে গ্রেফতারের পরিকল্পনা সরকারের আছে কিনা-সেটা জানতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা বলেছি তাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই।
    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে বুধবার ঢাকায় ফিরেছেন।
    পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলাম আমি। বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি যোগ দেন। তবে প্রিয়া সাহা সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দেননি।
    ড. মোমেন বলেন, প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এলে তাকে গ্রেফতার বা মামলার পরিকল্পনা সরকারের রয়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি, প্রিয়া সাহাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত ১৭ জুলাই বাংলাদেশের নারী প্রিয়া সাহা অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উধাও হয়ে গেছে। তার ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি কেড়ে নিয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
    প্রিয়া সাহা যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। সে সময় ট্রাম্পের কাছে তিনি এ অভিযোগ করেন। তবে তার বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রিয়া সাহা ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠকও করেন।

    আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের বর্ষ গণনা

    আজ হচ্ছে নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রস্তুতি এগিয়ে যেতে থাকা ২০২০ সালের টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগের ঠিক এক বছর।

    আগামী বছর ২৪ শে জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়ে জাপান ১৯৬৪ সালের পর দেশে আয়োজিত প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে সারা বিশ্বের লোকজনকে স্বাগত জানাবে। সতেরো দিন ধরে চলা প্রতিযোগিতায় হাজারও ক্রীড়াবিদরা ৩৩টি ভিন্ন ধরণের খেলাধুলার রেকর্ড সর্বোচ্চ ৩৩৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    জাপানের অলিম্পিক দলের সদস্যদের বাছাই করে নেয়ার প্রক্রিয়া এই গ্রীষ্মে পুরোদমে চলতে থাকবে।

    বর্তমানে দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব সাতার চ্যাম্পিয়নশিপে প্রবীণ সাঁতারু কেন তেরাউচি সহ চারজন জাপানি ক্রীড়াবিদ টোকিও গেমসের জন্য মনোনীত হয়েছেন। তেরাউচির জন্য এটা হবে ষষ্ঠ অলিম্পিক।

    আগামী মাসে সেইলিং ও স্পোর্টস ক্লাইম্বিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। অন্য জাপানি প্রতিযোগীদের চাইতে ভাল ফলাফল যারা করবেন এবং অন্যান্য কিছু শর্ত পূরণ করতে পারবেন, অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা তারা নিশ্চিতভাবে অর্জন করবেন।

    অলিম্পিক দলের পুরুষ ও মহিলা বিভাগে একজন করে সদস্য ঠিক করে নেয়ার ম্যারাথন গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হবে।

    ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক ভিলেজ এবং ৪২টি ভেনুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভেনুগুলো তৈরি হয়ে যাওয়ার পর মসৃণভাবে প্রতিযোগিতার আয়োজন কিংবা দর্শকদের পথ প্রদর্শনকে প্রভাবিত করা কোন সমস্যা দেখা দেয় কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষামূলক প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে।