• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতার জামিন

    রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যা মামলার আসামি, বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লবের জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
    এর আগে বিপ্লবকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে আসামির জামিনের আবেদন করা হয়। গত বছরের ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিয়ো হোশি মাহিগঞ্জের পাশে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে   মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বিপ্লব ও কুনিয়োর ভাড়া বাড়ির মালিক জাকারিয়া বালা ও তার শ্যালক এবং কুনিয়োর ব্যবসায়ীক পার্টনার হুমায়ুন কবীর হীরাসহ ৭ জনকে গ্রেফতার করে।

    এ হত্যাকাণ্ডে কাউনিয়া থানার পুলিশ বাদি হয়ে অজ্ঞাত তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

    জাপানের নতুন উপগ্রহ আরো দ্রুত সংকেত পাঠাবে

    জাপান সরকার আরো দ্রুততার সাথে সংকেত পাঠাতে সক্ষম যোগাযোগ উপগ্রহ উন্নয়নের কাজ শুরু করেছে। ইন্টারনেট ব্যবহারের মত ক্ষেত্র গুলোর জন্যে উপগ্রহটি কার্যকর ভুমিকা রাখবে। জাপানি প্রযুক্তি ব্যবহার করে সরকার উপগ্রহের আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করতে চায়, জাপান বর্তমানে এই খাতে পশ্চিমা দেশগুলোর পিছে রয়েছে।

    পরিকল্পনা অনুসারে উপগ্রহটি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট ডেটা পাঠাতে পারবে যা বর্তমানে অভ্যন্তরীণ উপগ্রহ গুলোর তুলনায় প্রায় ১০ গুণ অধিক দ্রুতগতি সম্পন্ন এবং আন্তর্জাতিক উপগ্রহ গুলোর তুলনায় প্রত্যাশিত গতি প্রায় দ্বিগুন।

    এই গতি অর্জন করতে সৌর কোষ প্যানেল এবং স্টোরেজ ব্যাটারিকে উপগ্রহতে স্থাপন করতে হবে। সরকার উপগ্রহের ওজনও কম রাখার কথা বিবেকনা করছে এবং সব ইলেকট্রিক সিস্টেমের নিয়ন্ত্রণে তরল জ্বালানির পরিবর্তন, এর নির্মান এবং এর উত্ক্ষেপণ খরচও কমিয়ে ফেলা হবে।

    জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জে এ এক্স এ) উপগ্রহটি উন্নয়নের কার্যক্রম পরিচালনা করবে এবং জাপানে ঘরোয়া ভাবে তা উত্পাদন করা হবে।

    উপগ্রহের নতুন এই ভার্সনটির পরীক্ষামূলক সংস্করণ ২০২১ সাল নাগাদ উত্ক্ষেপণ করা হবে এবং এইচ৩ রোকেটে করে উপগ্রহটিকে তার কক্ষপথে পাঠানো হবে।