• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ‘২০৩০ সালে ফেসবুক ব্যবহারকারী হবে ৫০০ কোটি’

    ২০৩০ সালের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের  ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি হবে বলে দাবি করলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ফেসবুকের ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে  তিনি  একথা বলেন।
    জাকারবার্গ বলেন, বর্তমানে ১৫০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। আমরা প্রত্যেককে এই সুবিধার আওতায় আনতে চাই।
    জাকারবার্গ মনে করেন, আগামী ১৪ বছরে পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি থাকবে। তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, ২০৩০ সালনাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে।
    তাদের মতে, জাকারবার্গের পরিকল্পনার ঘাটতি আছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারী যে হারে বাড়ছে, তা যদি চলতে থাকে; তবে আগামী ১৪ বছরে বড়জোর ৩০০ কোটি মানুষকে ফেসবুকের আওতায় আনা সম্ভব হবে।
    অপরদিকে, একসময় ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার থেমে যাবে। এ বিষয়টি ফেসবুক বুঝতে পেরেছে বলেই বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দিতে ‘ফ্রি বেসিকস’-এর মতো প্রকল্প বাস্তবায়ন করছে। ‘ফ্রি বেসিকস’ উদ্যোগটি নিয়ে ফেসবুক যতই প্রচার চালাক না কেন, এটি সমালোচনার মুখে পড়েছে।

    বান কি মুনের ফোন, জাতিসংঘ প্যানেলে শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।  রবিবার রাত ৮টায় জাতিসংঘ মহাসচিব এই ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
    তিনি বলেন, ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বান কি-মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এই প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন বান কি-মুন। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানান।
    ইহসানুল করিম বলেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন হবে। এই সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি দল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বান কি-মুন। আগামী ডিসেম্বরে ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
    প্রেস সচিব ইহসানুল বলেন, ফোনালাপে এই সম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
    প্রধানমন্ত্রী বান কি-মুনকে বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল। সকল রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে। সকলে নির্বাচনের কাজে ব্যস্ত। এর আগে সকল দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।