• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র

    স্নায়ুযুদ্ধ চলাকালে জাপানের ওকিনাওয়া দ্বীপে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র থাকার কথা সবার জানা থাকলেও যুক্তরাষ্ট্র এর আগে কখনই বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গোপন নথিগুলো পেন্টাগন থেকে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ১৯৭২ সালের ১৫ মে জাপানের কাছে হস্তান্তর করার আগে পর্যন্ত ওকিনাওয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওকিনাওয়ায় ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। তবে ওকিনাওয়ায় পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি বেশিদিন গোপন রাখতে পারেনি যুক্তরাষ্ট্র।
    জাপানই একমাত্র দেশ যেখানে পারমাণবিক অস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে এসে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার কারণে প্রায় দুই লাখ ১০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এর পর থেকেই পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নেয় দেশটি।

    জাপানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    জাপানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রবাসীরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ভাষা আন্দোলনের মহান বীর শহীদদের।

    দিনের কার্যক্রম শুরু হয় সকাল ৭টা ৩০ মিনিটে। শুরুতেই রাজধানী টোকিও’র ইকেবুকুরো’তে স্থাপিত শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপানে বাংলাদেশ সরকার নিযুক্ত রাষ্টদূত ফাতেমা রেবাবা। এরপর প্রবাসীরা একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছুটির এই দিনটি প্রচুর সাধারণ প্রবাসীরাও উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    শুধু প্রবাসীরাই নয় সাথে অন্যান্য দেশের নাগরিকদেরকেও ফুল দিয়ে ‘৫২র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

    ইকেবুকুরো’র নিশিগুচি উদ্যানের শহীদ মিনার ছাড়াও টোকিও’র বাংলাদেশ দূতাবাসেও এদিন বিশেষ কর্মসূচী পালন করা হয়।