• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হিমায়িত ডিম্বানু থেকে সন্তানের জন্ম দিলেন চল্লিশোর্ধ্ব মহিলা

    চল্লিশোর্ধ্ব এক জাপানি মহিলা তার হিমায়িত ডিম্বানু ব্যবহার করে সন্তানের জন্ম দিয়েছেন, বিশেষজ্ঞরা নারীদের স্বাস্থ্যের জন্যে খুব একটা উপযুক্ত নয় বলে এ ব্যবস্থাকে সুপারিশ করেন না।

    ধারণা করা হচ্ছে জাপানে এই প্রথম জাপানে সুস্বাস্থ্যের অধিকারীনী এক মহিলা সংরক্ষিত ডিম্বানু ব্যবহার করে গর্ভধারণ করলেন। জাপানে ইতিপূর্বে এ রকম কিছু গর্ভধারণের ঘটনা রয়েছে যেখানে ক্যান্সার আক্রান্ত রোগী হিমায়িত ডিম্বানু ব্যবহার করে সন্তান জন্ম দিয়েছেন, পরবর্তীতে তেজস্ক্রিয় চিকিৎসার ঝুঁকি থাকার কারণে তাদেরকে সন্তান ধারণের অনুমতি দেয়া হয়।

    গত বছরের ফেব্রুয়ারি মাসে জাপান সোসাইটি অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনেকোলজি’র একটি বিশেষজ্ঞ প্যানেল জানায় তরুণী এবং সুস্থ নারীদেরকে ডিম্বানু হিমায়িত করে সংরক্ষণ না করার পরামর্শ দেয়া হচ্ছে, কেননা এতে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সাথে গর্ভধারণের হারও হ্রাস পেতে পারে।

    উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনায় দ. কোরিয়া ও জাপানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

    দক্ষিণ কোরিয়া ও জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে বুধবার বলেছে, উত্তর কোরিয়া তার পরিকল্পনা অনুযায়ী রকেট উৎক্ষেপণের দিকে অগ্রসর হলে তার জন্যে তাকে চরম মূল্য দিতে হবে। মাত্র কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া চতুর্থ পরমাণু পরীক্ষা চালিয়েছে।
    এই পরিকল্পনা বাতিল করার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়ে সিউল সরকার জানিয়েছে, এটা জাতিসংঘ প্রস্তাবের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সরাসরি চ্যালেঞ্জের’ সামিল। খবর বার্তা সংস্থা এএফপি-র।  উত্তর কোরিয়া আগামী সপ্তাহে যত তাড়াতাড়ি সম্ভব রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে।
    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ঘটনাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে পিয়ংইয়ং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে স্পষ্টভাবে লঙ্ঘন করতে যাচ্ছে।
    উত্তর কোরিয়া ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে এই উৎক্ষেপণের ঘোষণা দেয়ার একদিন পর দেশটিকে এভাবে সতর্ক করা হল। দেশটি এই কর্মসূচির মধ্যমে কক্ষপথে একটি পর্যবেক্ষণকারী স্যাটেলাইট স্থাপন করতে যাচ্ছে।