হিমায়িত ডিম্বানু থেকে সন্তানের জন্ম দিলেন চল্লিশোর্ধ্ব মহিলা
চল্লিশোর্ধ্ব এক জাপানি মহিলা তার হিমায়িত ডিম্বানু ব্যবহার করে সন্তানের জন্ম দিয়েছেন, বিশেষজ্ঞরা নারীদের স্বাস্থ্যের জন্যে খুব একটা উপযুক্ত নয় বলে এ ব্যবস্থাকে সুপারিশ করেন না।
ধারণা করা হচ্ছে জাপানে এই প্রথম জাপানে সুস্বাস্থ্যের অধিকারীনী এক মহিলা সংরক্ষিত ডিম্বানু ব্যবহার করে গর্ভধারণ করলেন। জাপানে ইতিপূর্বে এ রকম কিছু গর্ভধারণের ঘটনা রয়েছে যেখানে ক্যান্সার আক্রান্ত রোগী হিমায়িত ডিম্বানু ব্যবহার করে সন্তান জন্ম দিয়েছেন, পরবর্তীতে তেজস্ক্রিয় চিকিৎসার ঝুঁকি থাকার কারণে তাদেরকে সন্তান ধারণের অনুমতি দেয়া হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাসে জাপান সোসাইটি অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনেকোলজি’র একটি বিশেষজ্ঞ প্যানেল জানায় তরুণী এবং সুস্থ নারীদেরকে ডিম্বানু হিমায়িত করে সংরক্ষণ না করার পরামর্শ দেয়া হচ্ছে, কেননা এতে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সাথে গর্ভধারণের হারও হ্রাস পেতে পারে।