জাপানে নার্সিং হোম গুলোতে বৃদ্ধদের উপর নির্যাতনের ঘটনা রেকর্ড সংখ্যক বেড়েছে

জাপানের বৃদ্ধদের নার্সিং হোম গুলোতে ২০১৪ সালে ৩০০টি নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০১২ সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুন। সরকারের এই তথ্য থেকে ক্রমবর্ধমান প্রবীণ সমাজে আরেকটি মাথা ব্যাথার ইঙ্গিত মিলছে।

স্বজনদের নির্যাতন সহ সবমিলে প্রবীণদের উপর নির্যাতনের ঘটনা দাঁড়িয়েছে ১৬,০৩৯টিতে, আগের বছর যা ছিলো ১৫,৯৫২টি। নির্যাতনের ফলে নিহত হয়েছেন ২৫ জন, আগের বছরের চেয়ে মৃত্যুর ঘটনাও বেড়েছে ৪ জন।

সরকার ৫ লক্ষ প্রবীণদের আবাসনের জন্যে স্থান অনুসন্ধান করছেন যাতে চাকুরি ছেড়ে পরিবারের সেবায় নিয়োজিত হওয়া মানুষের সংখ্যা হ্রাস পায়।

জাপানের স্বাস্থ্য, শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয় নার্সিং কেয়ারে নিয়োজিত অনাভিজ্ঞ তরুণদের আরো সম্প্রসারিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।

এক জরিপে দেখা গেছে নার্সিং হোমে নির্যাতনকারীদের ২২ শতাংশের বয়স ৩০ বছরের নীচে।

পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার ক্ষেত্রে ৪০.৩% নির্যাতনকারীরা হলেন পূত্র, ১৯.৬% স্বামী, এবং ১৭.১% হলেন কন্যা।