জাপানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাপানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রবাসীরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ভাষা আন্দোলনের মহান বীর শহীদদের।
দিনের কার্যক্রম শুরু হয় সকাল ৭টা ৩০ মিনিটে। শুরুতেই রাজধানী টোকিও’র ইকেবুকুরো’তে স্থাপিত শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপানে বাংলাদেশ সরকার নিযুক্ত রাষ্টদূত ফাতেমা রেবাবা। এরপর প্রবাসীরা একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছুটির এই দিনটি প্রচুর সাধারণ প্রবাসীরাও উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুধু প্রবাসীরাই নয় সাথে অন্যান্য দেশের নাগরিকদেরকেও ফুল দিয়ে ‘৫২র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
ইকেবুকুরো’র নিশিগুচি উদ্যানের শহীদ মিনার ছাড়াও টোকিও’র বাংলাদেশ দূতাবাসেও এদিন বিশেষ কর্মসূচী পালন করা হয়।