জাপানের নতুন উপগ্রহ আরো দ্রুত সংকেত পাঠাবে
জাপান সরকার আরো দ্রুততার সাথে সংকেত পাঠাতে সক্ষম যোগাযোগ উপগ্রহ উন্নয়নের কাজ শুরু করেছে। ইন্টারনেট ব্যবহারের মত ক্ষেত্র গুলোর জন্যে উপগ্রহটি কার্যকর ভুমিকা রাখবে। জাপানি প্রযুক্তি ব্যবহার করে সরকার উপগ্রহের আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করতে চায়, জাপান বর্তমানে এই খাতে পশ্চিমা দেশগুলোর পিছে রয়েছে।
পরিকল্পনা অনুসারে উপগ্রহটি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট ডেটা পাঠাতে পারবে যা বর্তমানে অভ্যন্তরীণ উপগ্রহ গুলোর তুলনায় প্রায় ১০ গুণ অধিক দ্রুতগতি সম্পন্ন এবং আন্তর্জাতিক উপগ্রহ গুলোর তুলনায় প্রত্যাশিত গতি প্রায় দ্বিগুন।
এই গতি অর্জন করতে সৌর কোষ প্যানেল এবং স্টোরেজ ব্যাটারিকে উপগ্রহতে স্থাপন করতে হবে। সরকার উপগ্রহের ওজনও কম রাখার কথা বিবেকনা করছে এবং সব ইলেকট্রিক সিস্টেমের নিয়ন্ত্রণে তরল জ্বালানির পরিবর্তন, এর নির্মান এবং এর উত্ক্ষেপণ খরচও কমিয়ে ফেলা হবে।
জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জে এ এক্স এ) উপগ্রহটি উন্নয়নের কার্যক্রম পরিচালনা করবে এবং জাপানে ঘরোয়া ভাবে তা উত্পাদন করা হবে।
উপগ্রহের নতুন এই ভার্সনটির পরীক্ষামূলক সংস্করণ ২০২১ সাল নাগাদ উত্ক্ষেপণ করা হবে এবং এইচ৩ রোকেটে করে উপগ্রহটিকে তার কক্ষপথে পাঠানো হবে।