রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতার জামিন
এ হত্যাকাণ্ডে কাউনিয়া থানার পুলিশ বাদি হয়ে অজ্ঞাত তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
|
Feb 1624রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতার জামিনPosted by admin on February 24 রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতার জামিন রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যা মামলার আসামি, বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লবের জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এর আগে বিপ্লবকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে আসামির জামিনের আবেদন করা হয়। গত বছরের ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিয়ো হোশি মাহিগঞ্জের পাশে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বিপ্লব ও কুনিয়োর ভাড়া বাড়ির মালিক জাকারিয়া বালা ও তার শ্যালক এবং কুনিয়োর ব্যবসায়ীক পার্টনার হুমায়ুন কবীর হীরাসহ ৭ জনকে গ্রেফতার করে।
এ হত্যাকাণ্ডে কাউনিয়া থানার পুলিশ বাদি হয়ে অজ্ঞাত তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
|
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |