রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতার জামিন

রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যা মামলার আসামি, বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লবের জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এর আগে বিপ্লবকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে আসামির জামিনের আবেদন করা হয়। গত বছরের ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিয়ো হোশি মাহিগঞ্জের পাশে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে   মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বিপ্লব ও কুনিয়োর ভাড়া বাড়ির মালিক জাকারিয়া বালা ও তার শ্যালক এবং কুনিয়োর ব্যবসায়ীক পার্টনার হুমায়ুন কবীর হীরাসহ ৭ জনকে গ্রেফতার করে।

এ হত্যাকাণ্ডে কাউনিয়া থানার পুলিশ বাদি হয়ে অজ্ঞাত তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।