প্তাহ খানেকের ভেতরেই একীভূত হতে পারে জাপানের দুটি বিরোধী দল: ক্ষমতাসীন দল উদ্বিগ্ন

জাপানের ক্ষমতাসীন জোট দু’টি বিরোধী দলের একীভূত হওয়ার ঘটনার উপর নজর রাখছে।

লিবারাল ডেমোক্র্যটিক পার্টির কোনো কোনো সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন দল দু’টি একীভূত হলে গ্রীষ্মে উচ্চকক্ষের নির্বাচনী প্রচারকে জটিল করে তুলবে।

এলডিপি মহাসচিব সাদাকাজু তানিগাকি বলেছেন যদি শুধুমাত্র নির্বাচনে বিজয় অর্জনের জন্যেই দল গুলো একীভূত হয় তাহলে তা জনসাধারণের সমালোচনার মুখে পড়বে কেননা এই ঐক্য শুধুমাত্র নিজেদের সুবিধার জন্যেই সৃষ্টি।

এলডিপি’র ছোট জোট শরিক কমেইতো প্রধান নাত্সুও ইয়ামাগুচি বলেছেন ইনোভেশন পার্টির কোনো কোনো সদস্য ডেমোক্র্যাটিক পার্টিরই ছিলেন। তিনি বলেন, সে কারণে এটিকে ডেমোক্র্যাটিক পার্টির সম্প্রসারণ বলাটাই শ্রেয়।

এদিকে কমিউনিস্ট পার্টি জাপানের ৩২টি আসনে বিরোধী দল গুলোর একক প্রার্থীকে সমর্থন করার বিষয়ে একমত হয়েছে।