• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • প্রযুক্তি ব্যক্তিত্ব গ্যারি কিলডাল

    বায়োসের পূর্বপুরুষ বলা যেতে পারে সিপি/এমকে (কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রোকম্পিউটার)। এই সিপি/এম উদ্ভাবন করেছেন গ্যারি কিলডাল। মাইক্রোপ্রসেসর যে কম্পিউটার হিসেবে পূর্ণক্ষমতাপ্রাপ্ত হতে পারে, তা প্রথম যারা বুঝতে পেরেছিলেন তার একজন কিলডাল।

    এই সম্ভাবনা ব্যবহার করতে তিনি ডিজিটাল রিসার্চ ইনকরপোরেশন নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেন। কিলডাল জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১৯ মে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পড়ালেখা করে তিনি মাইক্রোপ্রসেসর নিয়ে গবেষণা শুরু করেন।

    ওই সময়ে ইন্টেলেও তিনি উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই গবেষণার অংশ হিসেবেই তিনি পরবর্তী সময়ে আইবিএমের জন্য তৈরি করেন সিপি/এম অপারেটিং সিস্টেম। ১৯৯৪ সালের ১১ জুলাই মৃত্যুবরণ করেন কিলডাল।

    জাপানে ফের পারমাণবিক চুল্লি চালু, বিক্ষোভ

    জাপানে সাড়ে চার বছর আগে সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প চালুর একমাসের মধ্যে ফের আরো একটি চুল্লি চালুর অনুমতি দিয়েছে সরকার। ইমি প্রদেশের ইকাতা পারমাণবিক চুল্লির ৩ নাম্বার প্ল্যান্ট চালুর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি উত্পাদন ফের শুরু করেছে দেশটি।
    সোমবার প্রদেশটির স্থানীয় সরকার তোকিহিরো নাকামুরা এ ঘোষণা দেয়ার পর স্থানীয় পারমাণবিক-চুল্লি বিরোধী কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রাদশিক সরকারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।

    পারমাণবিক চুল্লি চালুর ঘোষণা দিয়ে এ স্থানীয় সরকার বলেন, জাতীয় সরকারের অনুমতিক্রমে দেশের উন্নয়নের স্বার্থে আমরা এ প্রকল্পে বিদ্যুত্ উত্পাদনের জন্য শিকুকো বিদ্যুত্ কোম্পানিকে সুপারিশ করেছি। এর মধ্যে দিয়ে সাড়ে ৪ বছর ধরে বন্ধ থাকা এই প্লান্টে ফের কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছি।