Posted by admin on October 25
Posted in Uncategorized
ফেসবুকে সার্চে আসবে পুরোনো পাবলিক পোস্ট

ফেসবুক তার ব্যবহারকারীদের দুই ট্রিলিয়ন পোস্টের একটি ইনডেক্স তৈরি করেছে। এর অর্থ হচ্ছে এখন সার্চ দিলেই সংশ্লিষ্ট পুরোনো ‘পাবলিক’ পোস্টগুলো সামনে চলে আসবে।
ফেসবুক তার ব্যবহারকারীদের তাদের সাইটে আরো বেশি সময় কাটাতে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফেসবুক সার্চ এর প্রধান টম স্টকি একটি ব্লগ পোস্টে বলেন, বিশ্বের বিভিন্ন ঘটনায় বন্ধু ও পরিবারের মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটা দেখতে ব্যবহারকারীরা ফেসবুকে লগ ইন করছে। ফেসবুকে প্রতিদিন দেড় বিলিয়ন বার সার্চ অপশনটি ব্যবহার করা হয় বলে জানিয়েছেন। এই সুবিধা যোগ করার অর্থ হচ্ছে মানুষ এখন কোনো নির্দিষ্ট বিষয়ে সার্চ করে নিজের কাছের মানুষ ও গণমাধ্যমের পোস্ট দেখার পাশাপাশি অচেনা মানুষদের পোস্টও দেখতে পাবে। ফেসবুক সার্চের প্রধান অবশ্য জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের পুরোনো পোস্ট কারা দেখতে পারবে সে সুবিধা রেখেছে। বর্তমানে সার্চের এই বিশেষ সুবিধা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। ফেসবুকের এই সুবিধা টুইটারের সঙ্গে তাদের সরাসরি প্রতিযোগিতায় নিয়ে আসছে। টুইটারের প্রায় একই রকম একটি সুবিধা আছে যার নাম ‘মোমেন্টস’। তুলনামূলক ভাবে অনেক বেশি ব্যবহারকারী থাকায় খুব দ্রুতই টুইটারকে পেছনে ফেলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।