• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কুনিওর দাফন সম্পন্ন

    Posted by admin on October 13
    Posted in Uncategorized 

    কুনিওর দাফন সম্পন্ন

    অবশেষে রংপুরের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন জাপানি নাগরিক কুনিও হোশি ওরফে গোলাম কিবরিয়া। সোমবার দিবাগত রাতে রংপুরের মন্সীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু জানান, কুনিও হোশিকে দাফন করার জন্য সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন।গত ৩ অক্টোবর নগরের উপকণ্ঠে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকেও তাঁর লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। আবার বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে। তাই রংপুরের স্থানীয় প্রশাসনকে জাপান দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি রংপুরের বিভাগীয় কমিশনারকে পাঠানো হয়। কুনিও হোশি মুসলমান হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে জাপান ও বাংলাদেশ সরকার। তাই তাঁকে মুসলিম রীতিতে দাফন করতে জাপান দূতাবাস আগ্রহ প্রকাশ করেছে। মুসলমান হওয়ার সপক্ষে অঙ্গীকারনামায় কুনিওর নাম গোলাম মোহাম্মদ কিবরিয়া।

    মাউন্ট ফুজিতে মৌসুমের প্রথম তুষারপাত

    মৌসুমের প্রথমবারের মতো মাউন্ট ফুজি’র মাথায় পড়েছে তুষারের সাদা টুপি।

    আবহাওয়া কর্মকর্তারা বলেছেন জাপানের প্রতীক এই পাহাড়টিতে গত বছরের চেয়ে ৫ দিন আগে তুষারপাত হয়েছে কিন্তু গড় সময়ের চেয়ে ১১ দিন বিলম্বে তুষারপাত হলো।

    জাপানের সর্বোচ্চ শৃঙ্গের চারপাশ রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিলো, কিন্তু বিকেলের দিকে মেঘ কেটে হয়ে গেলে ৮ম স্টেশনের উপরে তুষার ঢাকা অংশটি দৃশ্যমান হয়।

    কর্মকর্তারা বলেন রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে প্রথমবারের মতো মাউন্ট ফুজি’র উপর তুষার দেখা যায়। তারা বলেন সকাল ৭টায় পাহাড় শৃঙ্গের তাপমাত্রা ছিলো -২.৫ ডিগ্রি সেলসিয়াস।

    পাহাড়ের পাদদেশে কাওয়াগুচি হ্রদ দেখতে আসা পর্যটকরা তুষার ঢাকা শৃঙ্গের ছবি তুলে নেয়ার সুযোগ হাতছাড়া করেননি।

    সাইতামা প্রিফেকচার থেকে আসা এক ব্যক্তি বলেন তিনি মাউন্ট ফুজির উপর তুষার দেখতে পেয়ে খুবই পুলকিত বোধ করছেন।