মাউন্ট ফুজি‘তে মৌসুমের প্রথম তুষারপাত
মৌসুমের প্রথমবারের মতো মাউন্ট ফুজি’র মাথায় পড়েছে তুষারের সাদা টুপি।
আবহাওয়া কর্মকর্তারা বলেছেন জাপানের প্রতীক এই পাহাড়টিতে গত বছরের চেয়ে ৫ দিন আগে তুষারপাত হয়েছে কিন্তু গড় সময়ের চেয়ে ১১ দিন বিলম্বে তুষারপাত হলো।
জাপানের সর্বোচ্চ শৃঙ্গের চারপাশ রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিলো, কিন্তু বিকেলের দিকে মেঘ কেটে হয়ে গেলে ৮ম স্টেশনের উপরে তুষার ঢাকা অংশটি দৃশ্যমান হয়।
কর্মকর্তারা বলেন রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে প্রথমবারের মতো মাউন্ট ফুজি’র উপর তুষার দেখা যায়। তারা বলেন সকাল ৭টায় পাহাড় শৃঙ্গের তাপমাত্রা ছিলো -২.৫ ডিগ্রি সেলসিয়াস।
পাহাড়ের পাদদেশে কাওয়াগুচি হ্রদ দেখতে আসা পর্যটকরা তুষার ঢাকা শৃঙ্গের ছবি তুলে নেয়ার সুযোগ হাতছাড়া করেননি।
সাইতামা প্রিফেকচার থেকে আসা এক ব্যক্তি বলেন তিনি মাউন্ট ফুজির উপর তুষার দেখতে পেয়ে খুবই পুলকিত বোধ করছেন।