ইসলামিক স্টেট এর কছে টয়োটার ট্রাকঃ তদন্ত সহযোগিতা করবে টয়োটা
টয়োটা মোটর কর্পোরেশন বলেছে ইসলামিক স্টেট কীভাবে প্রচুর সংখ্যক টয়োটার স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালস (এসইউভি) সংগ্রহ করলো তা তদন্তে তারা মার্কিন সরকারকে সহায়তা করবে।
“মার্কিন ট্রেজারি বিভাগ মধ্যপ্রাচ্যে অর্থ ও সরবরাহের সূত্র পথ নির্ণয় করতে যে আন্তর্জাতিক তদন্ত করছে -আমরা তাতে পুরোপুরি সহায়তা প্রদান করছি” টয়োটার মুখপাত্র আমান্ডা রাইস বলেন।
বিভিন্ন প্রচারণা মূলক ভিডিও গুলোতে প্রায়ই দেখা যায় সন্ত্রাসী গ্রুপ গুলো টয়োটার হিলাক্স পিকআপ এবং ল্যান্ড ক্রুজার এসইউভি নিয়ে চলাচল করছে। এরফলে আমেরিকা সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের পদক্ষেপ হিসেবে কীভাবে গাড়ি গুলো সংগ্রহ করা হয়েছে তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন বলে এবিসি নিউজ জানিয়েছে।