জাপানে ড. ইউনূসের সামাজিক ব্যবসার যাত্রা শুরু হচ্ছে

নোবেল শান্তি পূরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি একদল তরুণ জাপানি উদ্যোক্তার প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা কোম্পানি তোমোনি কর্পোরেশনের পরিচালনা পরিষদের একটি সভায় অংশগ্রহণ করেন। তারা জাপানে ইউনূস সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছে। এসব তরুণ উদ্যোক্তা বিশ্বব্যাপী ইউনূস সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর নেটওয়ার্কের অংশ হিসেবে জাপানে ও জাপানের বাইরে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত। ড. ইউনূস সামাজিক ব্যবসা নেটওয়ার্কের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। আগামী ৪ ও ৫ নভেম্বর বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে প্যারেন্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে ইউনূস সামাজিক ব্যবসা জাপানের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তারা ইউনূস সামাজিক ব্যবসা উগান্ডার সঙ্গে যৌথভাবে একটি কৃষি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার জন্য প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করতে আসেন।

উল্লেখ্য কলম্বিয়ায় আলু উত্পাদনে বিশেষায়িত বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি কানাডার ম্যাককেইন ও ইউনূস সামাজিক ব্যবসা কলম্বিয়া অনুরূপ একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে। গতকাল শনিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।