Posted by admin on October 27
Posted in Uncategorized
জাপানে ফের পারমাণবিক চুল্লি চালু, বিক্ষোভ
জাপানে সাড়ে চার বছর আগে সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প চালুর একমাসের মধ্যে ফের আরো একটি চুল্লি চালুর অনুমতি দিয়েছে সরকার। ইমি প্রদেশের ইকাতা পারমাণবিক চুল্লির ৩ নাম্বার প্ল্যান্ট চালুর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি উত্পাদন ফের শুরু করেছে দেশটি।
সোমবার প্রদেশটির স্থানীয় সরকার তোকিহিরো নাকামুরা এ ঘোষণা দেয়ার পর স্থানীয় পারমাণবিক-চুল্লি বিরোধী কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রাদশিক সরকারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।
পারমাণবিক চুল্লি চালুর ঘোষণা দিয়ে এ স্থানীয় সরকার বলেন, জাতীয় সরকারের অনুমতিক্রমে দেশের উন্নয়নের স্বার্থে আমরা এ প্রকল্পে বিদ্যুত্ উত্পাদনের জন্য শিকুকো বিদ্যুত্ কোম্পানিকে সুপারিশ করেছি। এর মধ্যে দিয়ে সাড়ে ৪ বছর ধরে বন্ধ থাকা এই প্লান্টে ফের কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছি।