• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নিসান মোটরের সাবেক চেয়ারম্যান চতুর্থবারের মত আটক

    টোকিওর কৌঁসুলিরা নিসান মোটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনকে মারাত্মকরকম বিশ্বাস ভঙ্গের সন্দেহে চতুর্থবার আটক করেছেন। জাপানে জামিনে ছাড়া পাওয়া কাউকে কৌঁসুলিদের আটক করা হচ্ছে বিরল ঘটনা। গন সবরকম অভিযোগ অস্বীকার করেন বলে খবরে বলা হয়েছে।

    কৌঁসুলিরা বলছেন গন ওমানে তাঁর একজন পরিচিতের পরিচালিত ডিলারশিপে নিসানের তহবিলের একটি অংশ সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ২০১৫ সাল থেকে শুরু করে গত বছর পর্যন্ত সেই অর্থ পরিশোধ করা হয়। এই লেনদেনের ফলে নিসানের প্রায় ৫০ লক্ষ ডলার লোকসানের কারণ তিনি হয়ে উঠেন বলে সন্দেহ করা হয়।

    ওয়াকিবহাল সূত্রসমূহ বলছে ওমানের ডিলারকে পরিশোধ করা অর্থের কিছু অংশ সেই ডিলারের ভারতীয় নির্বাহীর ব্যাংক একাউন্টের মাধ্যমে লেবাননের বানোয়াট একটি কোম্পানিতে সরিয়ে নেয়া হয়।

    সেই অর্থ গনের প্রমোদ তরী কেনায় খরচ করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং গনের পুত্রের পরিচালিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি বিনিয়োগ কোম্পানিতেও হয়তো পাঠানো হয়ে থাকবে।

    ১০৮দিন আটক থাকার পর গত মাসের ৬ তারিখে গনকে ছেড়ে দেয়া হয়। নিসানের শেয়ার সংক্রান্ত প্রতিবেদনে নিজের নির্বাহী ভাতা কম করে দেখানোর মধ্যে দিয়ে আর্থিক নিয়মাবলী ও বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।

    এছাড়া সৌদি আরবের পরিচিত একজনের মাধ্যমে নিসানের ১ কোটি ডলারের মত তহবিল অপব্যবহার করে মারাত্মক বিশ্বাস ভঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়।

    রিয়ুগু গ্রহাণুতে কৃত্রিম গর্ত সৃষ্টির জন্য হায়াবুসা-২ এর অবতরণ শুরু

    জাপানের মহাকাশ অনুসন্ধান যান হায়াবুসা-২ রিয়ুগু গ্রহাণুতে একটি নতুন অভিযান শুরুর জন্য ক্রমশ নিচে নামছে। এবারের মিশনের লক্ষ্য হল মহাকাশের ঐ গ্রহাণুর ভূ-অভ্যন্তরের অবস্থা সম্পর্কে গবেষণার জন্য এর পৃষ্ঠের উপর একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করা। গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৪ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।

    জাপান মহাকাশ গবেষণা সংস্থা, জাক্সা বলছে, জাপান সময় আজ প্রায় ১টার দিকে ২০ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিয়ুগুর দিকে অবরোহণ শুরু করে।

    পরিকল্পনা অনুযায়ী মহাকাশ অনুসন্ধান যানটি আগামীকাল সকাল ১১টার কিছু পূর্বে গ্রহাণুটি থেকে ৫০০ মিটার উপরে থাকাকালীন একটি “ইমপ্যাক্টর” বা “আঘাতকারী” বস্তু ছাড়বে।

    ৪০ মিনিট পর ইমপ্যাক্টরটি বিস্ফোরিত হয়ে গ্রহাণুটির অভিমুখে একটি ধাতব বস্তু ছুঁড়বে যেটি সেকেন্ডে ২ কিলোমিটার গতিতে রিয়ুগু’র পৃষ্ঠে একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করবে।

    ঐ গর্ত থেকে পাথরের নমুনা সংগ্রহের জন্য পরবর্তী কোন দিনে রিয়ুগুর ভূমিতে দ্বিতীয়বারের মত হায়াবুসা-২ এর অবতরণের পরিকল্পনা করছে জাক্সা।

    উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান যানটি প্রথম রিয়ুগু’তে অবতরণ করে।

    জাক্সা কর্মকর্তারা বলেছেন, সেসময়ও হায়বুসা-২ রিয়ুগু থেকে পাথরের কিছু নমুনা সংগ্রহ করেছিল বলে মনে করা হচ্ছে।

    আজ পবিত্র শবে মে’রাজ

    আজ বুধবার দিন পেরিয়ে রাতের আঁধার নামলেই আবির্ভাব ঘটবে এক অলৌকিক অসামান্য মহাপুণ্যে ঘেরা রজনীর। এ রজনী মহাপবিত্র মহিমান্বিত লাইলাতুল মে’রাজের।

    এ রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম হযরত জিব্রাঈল আলাইহে ওয়াসাল্লামের সাথে পবিত্র কাবা হতে ভূ-মধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর অপার রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা মে’রাজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হযরত মুহাম্মদ (স) ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। আর এ কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী।

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কোরআনখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন।

    মে’রাজ শব্দটি আরবি, অর্থ ঊর্ধ্বারোহণ। এ মেরাজের বড়দাগে অর্থ দাঁড়ায়-সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত-জাহান্নাম পরিদর্শন ও ধনুক কিংবা তার চেয়ে কম দূরত্ব পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য পর্যন্ত ভ্রমণ। পারিভাষিক অর্থে নবুওয়াতের একাদশ সালের ২৭ রজবের বিশেষ রাতের শেষ প্রহরে হযরত মুহাম্মদ (স) আল্লাহর নির্দেশে তার খাস রহমতে বায়তুল্লাহ হতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে ভ্রমণ, অতঃপর সেখান থেকে অলৌকিক সিঁড়ির মাধ্যমে সপ্তম আসমান পেরিয়ে আরশে আল্লাহর সান্নিধ্যে গমন ও পুনরায় বায়তুল মুকাদ্দাস হয়ে বোরাকে আরোহণ করে প্রভাতের আগেই মক্কায় নিজ গৃহে প্রত্যাবর্তনের ঘটনাকে মে’রাজ বলা হয়।

    এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদীর প্রতি ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। ফলে এটা খুবই ফজিলতের রাত। তাই এই রাতে যতদূর সম্ভব জেগে নফল নামাজ, জিকির-আসকার, কোরআন তিলওয়াত ও দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা এবং নফল নিয়তে দিবাভাগে রোজা রাখা ভালো। এগুলো ব্যতীত এই রাতে অন্য কোনো প্রকার শরীয়ত বিরোধী রুসম-রেওয়াজে লিপ্ত হওয়া যাবে না। এ রাতকে ইবাদতের জন্য নির্দিষ্ট করা, আতশবাজি, আলোকসজ্জা ইত্যাদি সবই বিদআতের পর্যায়ভুক্ত বলে মত দেন মুহাক্কিক আলেমরা।

    জাপানে প্রথমবারের মত আফ্রিকার সোয়াইন ফ্লু ভাইরাস সনাক্ত

    জাপানে প্রথমবারের মত মারাত্মক ছোঁয়াচে আফ্রিকার সোয়াইন ফ্লু রোগের ভাইরাস সনাক্ত হয়েছে।

    জাপানের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত চুবু আন্তর্জাতিক বিমানবন্দরে জানুয়ারি মাসে জীবন্ত ভাইরাস সনাক্ত করা হয়।

    চীন থেকে আনা শূকরের মাংসের সসেজের মধ্যে এটি পাওয়া যায়।

    চীন এবং এশিয়ার অন্যান্য দেশে আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ছে। সম্প্রতি জাপানে সনাক্ত হওয়া সোয়াইন ফ্লু থেকে এই রোগটি আলাদা।

    আফ্রিকার সোয়াইন ফ্লুতে মানুষ আক্রান্ত হয় না। তবে শূকরের জন্য এটি প্রায় সবসময়ই প্রাণঘাতী একটি রোগ।

    কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তারা এবারের মত জীবন্ত ভাইরাসটির জাপানে প্রবেশ আটকাতে সক্ষম হয়েছেন। তবে কৃষি মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করবে।

    বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় বাংলাদেশ

    বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় অপরূপ সাজে বাংলাদেশের জাতীয় পতাকা আলোক সজ্জার মাধ্যমে প্রদর্শন করা হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টায় বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে এ সম্মান প্রদর্শন করে আরব আমিরাত।
    বন্ধুপ্রতিম দেশ আরব আমিরাত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে বন্ধুত্ব, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সংহতি ও সম্মানের অনন্য নজির স্থাপন করে বাংলাদেশের লাল সবুজের অপরূপ জাতীয় পতাকার লেজার শো বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়েছে তা খুবই বিরল। এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। এ জন্য আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাস, দুবাই বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রিয় জন্মভূমি বাংলাদেশের সম্মানবৃদ্ধিতে যারা উদ্যোগ নিয়ে এমন একটি সুন্দর কাজ করে অনন্য অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

    আগামীকাল জাপানে নতুন একটি যুগের নাম উন্মোচন করা হবে

    আগামীকাল জাপানে নতুন একটি যুগের নামকরণের সিদ্ধান্ত নেয়া হবে। মন্ত্রীসভায় নেয়া সিদ্ধান্তের পর চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা কাল সকাল সাড়ে এগারটায় নতুন যুগের নাম ঘোষণা করবেন। বর্তমান যুগের নাম হচ্ছে হেইসেই।

    চলতি মাসের ১৪ তারিখে সরকার বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নতুন নামের পাঁচটি বিকল্প সুপারিশের অনুরোধ করেছিল। বিশেষজ্ঞরা এরপর প্রতিটি বিকল্পের অর্থ ও উৎস সহ তাঁদের প্রস্তাবসমূহ পেশ করেন।

    সরকার শুরুতে নাম সহজে লেখা ও পাঠ-যোগ্য কিনা সেরকম বিভিন্ন শর্ত অনুযায়ী তালিকা সংক্ষিপ্ত করে নেবে। এরপর আগামীকাল সকালে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্যানেলের কাছে কয়েকটি সম্ভাব্য প্রার্থীর নাম সরকারের পেশ করার কথা।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি এরপর মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে সংসদের উভয় কক্ষের প্রধান ও উপ-প্রধানদের মতামত শুনবেন।

    দিনের বেলায় ঘোষিত হতে যাওয়া যুগের নাম পরিবর্তন সংক্রান্ত সরকারের একটি অধ্যাদেশে নতুন যুগের নাম চূড়ান্ত করা হবে।

    সকাল সাড়ে এগারটায় সুগার ঘোষণার পর প্রধানমন্ত্রী শিনযো আবে দুপুরের দিকে নাম বাছাই করে নেয়ার ব্যাখ্যা দেবেন।

    মে মাসের ১ তারিখে যুবরাজ আকিহিতো সিংহাসনে আরোহণ করার সময় থেকে নতুন নাম কার্যকর হবে। একদিন আগে ৩০ এপ্রিল সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন।

    অস্ট্রেলিয়ায় দুই জাপানি ছাত্রের মৃত্যু

    অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এক জনপ্রিয় পর্যটন দ্বীপে জাপানী ছাত্র দুই ডুবে মারা গেছে। তাদের বয়স ১৬ বছর। শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    ছেলে দুটির নিখোঁজ হওয়ার কথা জেনে শুক্রবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের অদূরে লেক ম্যাকেনজির কাছে বিশ্ব ঐতিহ্য তালিকাভূক্ত ফ্রাসের পর্যটন দ্বীপে এক জরুরি তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকালে পুলিশ লাশ দুটি সনাক্ত করে।

    পুলিশ পরিদর্শক টনি ক্লাউস শনিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা তাতে সন্দেহ নেই। তাদের ডুবে যাওয়ার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে না। তবে বিস্তারিত তদন্ত প্রতিবেদন করা হলে বিষয়টি সম্পর্কে আরো জানা যাবে।’

    তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ায় জলসীমায় নামার আগে সকলেরই তাদের সাঁতারে কতটুকু দক্ষতা সে সম্পর্কে সচেতন থাকা দরকার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশে পানিতে নামার ক্ষেত্রে যে সব ঝুকি রয়েছে সে সম্পর্কে সাবধান থাকতে হবে।’

    আরও পড়ুনঃ হাতের লেখা খারাপে নম্বর কম, ঢাবি ছাত্রের আত্মহত্যা

    টনি বলেন, ছেলে দুটির পরিবারকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ সহযোগিতার জন্য জাপানের কনসুলেটদের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের দীর্ঘতম বালুদ্বীপ ফ্রাসের,পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই সাগর তীর বন্য কুকুরের জন্য বিখ্যাত।

    স্বয়ংক্রিয় পরিবহন সেবা জোটে হোন্ডার যোগদান

    জাপানের মোটরগাড়ি নির্মাতা হোন্ডা মটর স্বয়ংক্রিয় পরিবহন সেবা ব্যবস্থা তৈরি করে নিতে শিল্প খাতের অন্য দুই বিশাল আকারের প্রতিষ্ঠানের সাথে একটি যৌথ উদ্যোগে অংশ নিতে যাচ্ছে।

    টয়োটা ও সফটব্যাংক গত বছর মনে টেকনোলোজিস প্রতিষ্ঠা করে। মনে আজ জানিয়েছে যে কোম্পানির ৯ শতাংশের বেশি অংশীদারিত্ব হোন্ডা কিনে নেবে। টয়োটার অধীনস্থ কোম্পানি, ট্রাক নির্মাতা হিনো মোটরসও সম-পরিমাণ মালিকানা গ্রহণ করবে।

    আগামী তিন বছরে মনে ১০০টির বেশি স্থানীয় সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হচ্ছে ২০২৩ সালের মধ্যেই টয়োটার উন্নয়নাধীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রিক মোটরযান ব্যবহার করে একটি চলাচল সেবা ব্যবস্থা চালু করা।

    পরীক্ষা প্রক্রিয়ায় হোন্ডার অংশ গ্রহণ কোম্পানির মোটরযানের উপাত্ত ব্যবহারের সুযোগ মনের জন্য করে দেবে।

    যৌথ উদ্যোগ পরিকল্পনার ঘোষণা দেয়ার সময় টয়োটা ও সফটব্যাংক বলেছে, উপাত্ত এবং কৃত্রিম মেধা ব্যবহার করার মধ্যে দিয়ে চলাচল সেবা উন্নত করে নেয়ার লক্ষ্য তারা ধরে নিয়েছে।

    অনলাইনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচার নিষিদ্ধ করবে ফেইসবুক

    যুক্তরাষ্ট্রের বিশাল আকারের সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব নিষিদ্ধ করে একটি ঘোষণা প্রচার করেছে।

    ফেইসবুক গতকাল জানায় যে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিয়ম ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামের বেলাতেও প্রযোজ্য হবে।

    কোম্পানি বলছে তাদের নীতি অনেকদিন থেকেই শ্বেতাঙ্গ আধিপত্য সহ বর্ণ, জাতি ও ধর্ম-ভিত্তিক ঘৃণামূলক আচরণ নিষিদ্ধ করেছে। তবে সামাজিক নেটওয়ার্ক আরও উল্লেখ করে যে মানুষের পরিচয়ের যা একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই “জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিয়ে বিস্তৃত ধারণার আলোকে” তারা চিন্তাভাবনা করায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বেলায় একই যৌক্তিকতা তারা প্রয়োগ করেনি।

    ফেইসবুক বলেছে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ তারা নিয়েছে।

    নিউজিল্যান্ডে ৫০ ব্যক্তির প্রাণহানি ঘটানো মসজিদ হামলার দু’সপ্তাহ পর এই পদক্ষেপ নেয়া হল। নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ আধিপত্য ও অন্যান্য বর্ণবাদী বার্তা সংযুক্ত রাখার জন্য ব্যাপক সমালোচনার মুখে ফেইসবুককে পড়তে হয়।

    ঢাকায় বহুতলা ভবনে আগুনে ১৯ জন নিহত

    বাংলাদেশের পুলিশ জানিয়েছে ঢাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

    বৃহস্পতিবার ২২ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় প্রথমে আগুন লাগে, এবং তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার সাত ঘন্টা পরে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের সহায়তায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থায় তাদের উপরের তলাগুলোতে পানি ছিটানোর সরঞ্জামের অপ্রতুলতা ছিল।

    অগ্নিনির্বাপক কর্মীরা জানায় কিছু তলা এতটাই গরম ছিল যে প্রবেশ করা যাচ্ছিল না, এবং এটি তাদের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নিখোঁজ লোকদের খুঁজে বের করতে ও উদ্ধার তৎপরতা চালাতে বাধা দিচ্ছিল।

    ঢাকায় জাপানি দূতাবাস জানায় ভবনটি এমন এলাকায় অবস্থিত যেখানে অনেক বিদেশি কোম্পানির অফিস অবস্থিত।

    আগুন থেকে পালিয়ে বাঁচা একজন জানায় ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করছিল না।

    জাপানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

    যথাযথ মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

    আজ মঙ্গলবার দিবসের প্রথম ভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

    পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

    এ ছাড়া জাপানের স্থানীয় সংবাদপত্রে দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

    দুপুরে টোকিওর এক স্থানীয় হোটেলে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে।

    অনুষ্ঠানে ভায়োলিনের সুরে জাপান ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। অতিথিদের নিয়ে কেক কেটে রাষ্ট্রদূত সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন।

    রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাপানের সম্রাট আকিহিতো এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাপান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তার বক্তব্যে।

    রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নধারা ও সম্ভাবনা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।

    জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

    তিনি জাপান-বাংলাদেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য ভূমিকা ও নেতৃত্বের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক দিনে দিনে আরো গভীর হবে।

    এ ছাড়া জাপান–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের মহাসচিব ও জাপানের ভূমি, অবকাঠামো, যোগাযোগ ও পর্যটন প্রতিমন্ত্রী ইচিরো সুকুদা জাপান–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি, উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসোর শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান।

    অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশি বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয় এবং বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি ইয়াসুতোশি নিশিমুরা, অলিম্পিক ও প্যারা-অলিম্পিক -২০২০ সংক্রান্ত মন্ত্রী ইয়োশিতাকে সাকুরাদা এবং জাপানের পরিবেশ প্রতিমন্ত্রী মিনোরু কিউচি ।

    এ ছাড়া জাপানের উচ্চপর্যায়ের নেতারা, সংসদ সদস্য, জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জাপানের সম্রাট এবং সম্রাজ্ঞীর প্রথম সম্রাট জিন্মুর সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

    জাপানের সম্রাট আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো সম্রাট জিন্মুর সমাধিসৌধে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন। এটি এপ্রিলের ৩০ তারিখে সম্রাটের সিংহাসন ত্যাগের আনুষ্ঠানিকতার একটি অংশ।

    মঙ্গলবার নারা এলাকার কাশিহারা শহরে ট্রেনে যাত্রা করার পূর্বে সম্রাট এবং সম্রাজ্ঞী গতকাল কিয়োতো ছিলেন। সেইসময় এই যুগল বিখ্যাত প্রথম সম্রাটের সমাধিতে যান।

    আনুষ্ঠানিক পোষাকে এবং রাজকীয় গৃহস্থালি সংস্থার একজন কর্মকর্তার সহযোগিতায় সম্রাট ধীরগতিতে হেঁটে বেদীর কাছে যান। সেখানে তিনি পবিত্র গাছের একটি পাতা অর্পণ করেন এবং শ্রদ্ধায় মাথা নত করেন। সম্রাজ্ঞী তাঁকে অনুসরণ করেন।

    সম্রাট এর আগে ১৯৯০ সালের ডিসেম্বরে সিংহাসনে আরোহণের সময় সম্রাজ্ঞীসহ এই সমাধিসৌধে এসেছিলেন।

    ৫২ কোটি বছর আগের প্রাণীর সন্ধান!

    আপনি ছবিতে যে পোকাটিকে দেখছেন তার বয়স প্রায় ৫২ কোটি বছর! অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য। বিজ্ঞানীরা বলছেন, চীনের এক নদীর পারে তারা হাজার হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন যেগুলো ৫১ কোটি ৮০ লাখ বছর আগেরকার। তারা বলছেন, এই জীবাশ্মগুলো সম্পূর্ণ ভিন্ন। এগুলোর দেহের কোমল কোষ যেমন ত্বক, চোখ বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এত বছর পরও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে।

    জীবাশ্মবিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কারণ এদের অর্ধেকেরও বেশি প্রজাতি এতদিন অনাবিষ্কৃত ছিল। এই জীবাশ্মগুলোর নাম দেওয়া হয়েছে ‘চিঙজিয়াং বাইওটা’। চীনের হুবেই প্রদেশের ডানশুয়ে নদীর তীরে এগুলোকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে এপর্যন্ত ২০ হাজার নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৩৫১টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

    নমুনাগুলোর মধ্যে রয়েছে নানা রকম পোকা, জেলিফিশ, সি অ্যানেমোনে এবং শ্যাওলা। চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, ‘প্রাণীর উদ্ভবের গোড়ার দিক সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে। এই আবিষ্কারটি বিশেষভাবে বিস্ময়কর এই জন্য যে, নরম দেহের প্রাণী সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম কিভাবে হলো তা ভাবার বিষয়। অধ্যাপক ঝ্যাং বলেন, সম্ভবত কোনো ঝড়ের ধাক্কায় এই প্রাণীগুলো দ্রুত নদীতে পলির নীচে চাপা পড়ে যায়। জীবাশ্মবিজ্ঞানী অ্যালিসন ডেলি এই নমুনাগুলো বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, জীবাশ্ম বিজ্ঞানে গত ১০০ বছরের মধ্যে এতবড় আবিষ্কার আর হয়নি।

    জাপানে আড়াই শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড উদ্ধার

    জাপানি গবেষকদের একটি দল দেশে এ যাবতকালের সবচেয়ে পুরনো শিলাখণ্ড খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, প্রায় আড়াই শো কোটি বছরের পুরনো এই শিলাখণ্ডগুলি জাপান দ্বীপপুঞ্জ কীভাবে গঠিত হোল তা জানতে সাহায্য করবে।

    হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ইয়াসুতাকা হায়াসাকা’র নেতৃত্বাধীন দলটি সোমবার তাদের গবেষণার ফলাফল ঘোষণা করেন।

    পশ্চিম জাপানের শিমানে জেলার দুটি এলাকায় ২০১৭ সালে এই শিলাখণ্ডগুলি খুঁজে পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার পরে গবেষকরা এই উপসংহারে পৌঁছান যে প্রায় আড়াই শো কোটি বছর আগে ভূপৃষ্ঠের উপরিভাগের তলায় ম্যাগমা কঠিন আকার ধারন ক’রে এই শিলায় পরিণত হয়।

    এর আগের রেকর্ডটি সৃষ্টি করে ২শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড যা খুঁজে পাওয়া গিয়েছিল মধ্য জাপানের গিফু জেলায় ১৯৭০ সালে।

    গবেষকরা বলছেন, প্রাচীন এই শিলার জন্ম সেই সময় যখন জাপান দ্বীপপুঞ্জ এশীয়া মহাদেশের সাথে যুক্ত ছিল।

    তারা বলেন, জাপান দ্বীপপুঞ্জ কীভাবে তৈরি হোল, তা জানতে সাহায্য করবে এই প্রাচীন শিলা।

    নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার মসজিদটি পুনরায় খোলা হয়েছে

    নিউজিল্যান্ডের শহর ক্রাইস্ট চার্চে, গত সপ্তাহে একজন বন্দুকধারীর হামলায় প্রার্থনারত ৫০ জন মুসলমান নিহত হওয়ার পর মসজিদ দুটি পুনরায় খুলে দেয়া হয়েছে।

    পুলিশ, ১৫ই মার্চ সংঘটিত হামলার ঘটনাস্থলের তদন্ত কাজ শেষ করার পর কর্মীরা ভবনগুলোর মেরামত কাজ শেষ করেন।

    স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে, ৪২ জন নিহত হওয়া আল নুর মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলো পুনরায় রং করা এবং নতুন কার্পেট প্রতিস্থাপনসহ দুঃখজনক ঘটনাটির সবধরনের চিহ্ন সরিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

    মুসল্লিরা, নামায পড়তে মসজিদটিতে আসেন। এক ব্যক্তি, মসজিদটি পুনরায় খুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি, একসাথে নামায পড়ার সময় অনেক মুসল্লি অশ্রু বিসর্জন করেন বলে জানান।

    মসজিদটির বাইরে প্রায় ৩ হাজার লোক সমবেত হয়ে, নিহতদের জন্য শোক এবং তাঁদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করতে শহরের মধ্য দিয়ে হেঁটে যান।