একটি জাহেলী কথা
Read More
**-------------**------------**
|
Community Events
Jan 1925একটি জাহেলী কথাadmin January 25 একটি জাহেলী কথাRead More **-------------**------------** ![]() ![]() Jan 1925অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাওমি ওসাকাadmin January 25 অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাওমি ওসাকাপ্রথম জাপানি টেনিস খেলোয়াড় হিসেবে নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার একটি। মহিলা সিঙ্গেলসের সেমি ফাইনালে ওসাকা আজ চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিস্কোভাকে তিন সেটে পরাজিত করেন। শনিবার ওসাকা তাঁর পরপর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন। গত বছর তিনি ইউ এস ওপেনে মহিলাদের সিঙ্গেলসে বিজয়ী হন।Read More **-------------**------------** Jan 1923ফুকুশিমা পরমাণু দুর্ঘটনায় এক কিশোরীর উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাadmin January 23 ফুকুশিমা পরমাণু দুর্ঘটনায় এক কিশোরীর উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা২০১১ সালের ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনার কারণে ১১ বছরের এক কিশোরী সম্ভবত অতি উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিল। জাপানের তেজস্ক্রিয়তা বিজ্ঞান বিষয়ক জাতীয় ইন্সটিটিউট বলছে, ঐ পরমাণু দুর্ঘটনার দু'মাস পরের এক বৈঠকে তারা এই সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। তবে ইন্সটিটিউটটি বলছে, প্রাপ্ত উপাত্ত বিশ্বাসযোগ্য না হওয়ায় তারা তখন বিষয়টি প্রকাশ করেনি। দুর্ঘটনার অব্যবহিত পরই মেয়েটির শরীরে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করে দেখা হয়েছিল। জানা গেছে, দুর্ঘটনার দিন মেয়েটি বাইরে খেলা করছিল। একজন কর্মকর্তা তখন ঐ কিশোরীর থাইরয়েড গ্রন্থিতে প্রায় ১০০ মিলিসিয়েভার্টস "একুইভ্যালেন্ট ডোজ" বা সমমাত্রার তেজস্ক্রিয়তা সনাক্ত করেন। উলRead More **-------------**------------** Jan 1921জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে ‘বোন’admin January 21 জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে ‘বোন’জাপান মানেই সুসজ্জিত ভবনে ভরা আলো–ঝলমল নগর আর কর্মব্যস্ত সবার ছুটে চলা। অথচ এই নগরেই গড়ে উঠেছে বিচিত্র পেশা—‘ভাড়াটে বোন’ সরবরাহ। অর্থের বিনিময়ে বোন হিসেবে কাজ করেন তারা। ‘ভাড়াটে বোন’ পেশা গড়ে উঠার যা জানা যায়, তা বেশ ভয়াবহ। অনেকটা আলোর নিচে অন্ধকারের মতো ঘটনা। হিকিকোমোরি নামের একটি সমস্যায় আক্রান্ত হচ্ছে জাপানের তরুণ প্রজন্ম। এতে আক্রান্ত তরুণ-তরুণী সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেন। তারা ঘরবন্দী হয়ে যান। মা-বাবা বা আপনজনদের সঙ্গ এড়িয়ে চলেন। বরং কিছু জানতে চাইলে বিরক্ত হন, কখনো বা সহিংস আচরণ করেন। হিকিকোমোরিতে আক্রান্ত হতে পারেন যে–কেউ। তবে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। বয়সী অল্প কিছু মেয়ের মধ্যেও এমনটা দেখা যায়। হিকিকোমোরিতে আক্রান্ত সন্তান থাকাটা সমাজের চোখে লজ্জাজRead More **-------------**------------** Jan 1921১১৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুadmin January 21 ১১৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুআজ ১শ ১৩ বছর বয়সী একজন জাপানি পুরুষ মৃত্যুবরণ করেছেন। গত বছরের এপ্রিল মাসে গিনিস বিশ্ব রেকর্ড মাসাযো নোনাকা'কে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছিল। জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইদোর অধিবাসী নোনাকা ১৯০৫ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। আজ সকালে নোনাকার পরিবারের সদস্যরা তার শ্বাসপ্রশ্বাস বন্ধের বিষয়টি লক্ষ্য করেন। এরপর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। পরিবারের মতে, দৃশ্যত, গতকাল তিনি সুস্থই ছিলেন। নাতনি ইউকো নিজের পরিবারকে একটি সুখী জীবন কাটাতে সুযোগ দেয়ার জন্য নোনাকা'কে ধন্যবাদ জানান। তিনি বলেন, নোনাকা'র অভাব অনুভব করলেও তার মধ্যে একারণে কোন দু:খবোধ নেই যে জীবনের শেষ মুহূর্তে নিজ বাড়িতে অবস্থান করে মর্যাদার সাথেই তিনি মৃত্যুবরণ করেছেন।Read More **-------------**------------** Jan 1919যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণকারী নারী সাংবাদিক গ্রেপ্তারadmin January 19 যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণকারী নারী সাংবাদিক গ্রেপ্তারযুক্তরাষ্ট্রের একটি আদালত শুক্রবার ইরানি টেলিভিশনের এক নারী সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। একটি মামলায় সাক্ষ্য প্রদানের জন্য তাকে আটক করা হয়েছে। তবে তিনি ওই অপরাধের সঙ্গে জড়িত নন বলে খবরে বলা হয়েছে। এএফপি। ইরানি বংশোদ্ভুত সাংবাদিক মার্জিয়া হাশেমি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ইরানের ইংলিশভাষী চ্যানেল প্রেস টিভির উপস্থাপিকা। এছাড়া হাশেমি একজন ইরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এবং মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে দুদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। ওয়াশিংটনে এক শুনানীতে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডRead More **-------------**------------** Jan 1919জাপানের রাডারের নতুন প্রমাণadmin January 19 জাপানের রাডারের নতুন প্রমাণজাপানের প্রতিরক্ষামন্ত্রনালয়, গতমাসে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজের গোলা নিয়ন্ত্রণ রাডার জাপানের একটি প্রহরা বিমানকে লক্ষ্যবস্তু করার দাবিকে সমর্থন করা নতুন প্রমাণ প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে। মন্ত্রণালয়, গোলা নিয়ন্ত্রণ রাডার শনাক্তকরণের সময় একটি বৈশিষ্ট্যপূর্ণ শব্দ শোনা যায় বলে জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আত্মরক্ষা নৌবাহিনীর বিমানে ধারণকৃত অব্যাহত উঁচু শব্দ থেকে গোলা নিয়ন্ত্রণ রাডারের রেডিও সংকেত শনাক্তকরণের আভাষ পাওয়া যায় বলে উল্লেখ করেন। উক্ত ঘটনা নিয়ে মত বিনিময় করতে গত সোমবার দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন। জাপান, উভয় দেশের রেডিও তরঙ্গের উপাত্ত উপস্থাপনের প্রস্তাব দিলেও দক্ষিণ কোরিয়া রাজি হয়নি। পরে দক্ষিণ কোরিRead More **-------------**------------** Jan 1917জাপান-দ: কোরিয়া বরফ গলাতে সংলাপ প্রয়োজন: কানadmin January 17 জাপান-দ: কোরিয়া বরফ গলাতে সংলাপ প্রয়োজন: কানদক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কান গিয়োন-হোয়া বলেছেন, জাপানের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে সংলাপ প্রয়োজন। তবে জাপানের আলোচনার অনুরোধে তাদের সরকার সম্মত হবে কিনা সেটা তিনি স্পষ্ট করেননি। যুদ্ধকালীন শ্রম এবং জাপানের নৌ-আত্মরক্ষা বাহিনীর টহল বিমানের দিকে দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনীর জাহাজের গোলা-নিয়ন্ত্রণ রাডার তাক করা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটেছে। কান বুধবার সউলে সাংবাদিকদের বলেন, তিনি এসব সমস্যার নিষ্পত্তি করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের ন্যায় সুযোগসমূহের মাধ্যমে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যত-মুখী করে এগিয়ে নিতে চান। যেসব কোরীয় নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিগুলো তাদেরকে কারখানায় শ্রম দিতে বাধ্য করেছে বলRead More **-------------**------------** Jan 1915বয়ো:প্রাপ্তি দিবস উদ্যাপিতadmin January 15 বয়ো:প্রাপ্তি দিবস উদ্যাপিতপশ্চিম জাপানের একদল তরুণ দেশটির সবচেয়ে উঁচু ভবনে সিঁড়ি বেয়ে উঠে বয়ো:প্রাপ্তিতে পদার্পনের আচার অনুষ্ঠান পালন করেছে। সোমবার বয়ো:প্রাপ্তি দিবসে জাতীয় ছুটির দিনে যেসব নাগরিকের বয়স ২০ বছর হয়েছে তাদের সম্মান জানানো হয়। জাপানে বয়ো:প্রাপ্তির আইনগত বয়স হল ২০ বছর। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জাপানজুড়ে দিনটিকে পালন করা হয়। ওসাকা শহরে দিবসটি পালন উপলক্ষে ২০ বছর বয়সী একদল তরুণ "চলুন বয়ো:প্রাপ্তিতে পদার্পন করি" মন্ত্র নিয়ে ৩০০ মিটার উঁচু আবেনো হারুকাস ভবনে আরোহণ করে। ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী কিমোনো বা নতুন স্যুট পড়ে এবং সাদা কাপড়ে তাদের ভবিষ্যতের প্রত্যাশা লিখে নিয়ে এক হাজার ছয়শো' ৩৭ ধাপ সিঁড়ি পাড়ি দেয়। ৬০ তলা ভবনে আরোহণ তাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।Read More **-------------**------------** Jan 1913আজ প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রীadmin January 13 আজ প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রীচতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে শপথগ্রহণের পর আজ রোববার সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা সেনানিবাসে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে তার দফতরের কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যের সঙ্গে মতবিনিময়ের পর চা চক্রে মিলিত হন। এর আগে সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান স্বাধRead More **-------------**------------** Jan 1913চাকুরী সংক্রান্ত ভুল পরিসংখ্যান নিয়ে সংসদে বিতর্কadmin January 13 চাকুরী সংক্রান্ত ভুল পরিসংখ্যান নিয়ে সংসদে বিতর্কজাপানের সংসদের নিম্ন ও উচ্চ পরিষদের শ্রম কমিটি, চাকুরী সম্পর্কে ভুল পরিসংখ্যানের বিষয়ে এ মাসের শেষের দিকে বৈঠকে মিলিত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, বহু বছর ধরে শ্রম মন্ত্রণালয় তার মাসিক শ্রম জরীপ গ্রহণের সময় ভুল পদ্ধতি ব্যবহার করে এসেছে বলে স্বীকার করেছে। এসব জরীপে, বেতন এবং কাজের সময় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের, কমপক্ষে ৫০০ জন কর্মী রয়েছে এমন সবগুলো বৃহৎ কোম্পানিতে জরীপ চালানোর কথা থাকলেও মন্ত্রণালয় টোকিওর এধরণের মাত্র এক তৃতীয়াংশ কোম্পানির উপর জরীপ চালিয়েছে। এই ভুল তথ্যের ফলে, বেকার ভাতা এবং দুর্ঘটনা সম্পর্কিত ক্ষতিপূরণ সঠিক পরিমাণের চেয়ে কম দেওয়া হয়। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক দলের সংসদ বিষয়ক প্রধান হিরোশি মোরিয়ামা বলেন যে, এ ধRead More **-------------**------------** Jan 1911জি20’র সাফল্যের জন্য জাপান ও নেদারল্যান্ড একসাথে কাজ করবেadmin January 11 জি20'র সাফল্যের জন্য জাপান ও নেদারল্যান্ড একসাথে কাজ করবেজাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন যে, জাপান এবং নেদারল্যান্ড জুন মাসে ওসাকা'য় অনুষ্ঠিতব্য জি20'র শীর্ষ বৈঠকের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আবে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে'র সাথে বুধবার রটরডম'এ বৈঠক করেন। বৈঠকে, আবে বলেন, নেদারল্যান্ড হচ্ছে জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং দেশ দু'টি স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসনের মত অভিন্ন সার্বজনীন মূল্যবোধ পোষণ করে। তিনি এও বলেন, জাপান ওসাকার জি20 শীর্ষ বৈঠকে যোগ দেয়ার জন্য নেদারল্যান্ডকে আমন্ত্রণ জানায়। তিনি আরও বলেন, দেশ দু'টি জি20 শীর্ষ বৈঠকের সফলতা নিশ্চিত করার জন্য বৈশ্বিক সমস্যাগুলো সামাল দিতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার ব্যাপারে সম্মত হয়। এইসবRead More **-------------**------------** Jan 1911দাঁড়িয়ে পানি পান মৃত্যুরও কারণ হতে পারেউবায়দুর রহমান খান নদভীআমেরিকার এক শহরে জনৈক পাকিস্তানি ট্যাক্সি চালক একটি কফি শপে ঢুকলেন। নিজে এক বোতল ঠান্ডা পানি নিয়ে এক পাশে গিয়ে বসে, প্রথমে ছোট ছোট তিন ঢোক তিন নিঃশ্বাসে পান করলেন। এরপর বাকী পানিটুকু শেষ করে যখন লোকটি বের হয়ে যাচ্ছেন, তখন আরেক ভদ্রলোক দৌঁড়ে এসে তার হাত ধরলেন। বললেন, এক্সকিউজ মি, আপনি কি আমাকে ৫ মিনিট সময় দিবেন? আমার কিছু কথা বলার ছিল। ড্রাইভার লোকটি বললেন, বসে বলব না চলতে চলতে বলব। পার্কিংয়ে আমার গাড়ি রাখা আছে। তখন ভদ্রলোক বললেন, চলুন আপনার সাথে যেতে যেতেই কথাগুলো বলা যাক। ভদ্রলোক যা বললেন, তা রীতিমতো বিস্ময়কর। তিনি নিজের পরিচয় দিলেন, আমেরিকার প্রখ্যাত এক বিজ্ঞানী তিনি। ট্যাক্সিতে বসে তিনি পাকিস্তানি এই চালককে প্রশ্ন করলেন, আপনি একটু আগে যেভাবে পানি পান করলেন, এটা কি আপনার অভ্যাস নাRead More **-------------**------------** Jan 197মন্ত্রী হচ্ছেন যারাadmin January 7 মন্ত্রী হচ্ছেন যারাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা। এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। পূর্ণ মন্ত্রীদের নামের তালিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিRead More **-------------**------------** Jan 197জাপানে আংশিক সূর্য গ্রহণadmin January 7 জাপানে আংশিক সূর্য গ্রহণজাপান জুড়ে আকাশ পর্যবেক্ষকরা, গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মত আংশিক সূর্য গ্রহণ প্রত্যক্ষ করেছেন। আজ সকালে, সূর্য আংশিকভাবে চন্দ্রে ঢাকা পড়ে। ২০১৬ সালের মার্চ মাসের পর জাপানে এই প্রথমবারের মত আংশিক সূর্য গ্রহণ প্রত্যক্ষ করা হয়। উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরোতে সকাল ১০টা ১৩ মিনিটে, সূর্যের প্রায় ৪০ শতাংশ ঢাকা পড়ে। টোকিওতে, সকাল ১০টা ৬ মিনিটে সূর্যের প্রায় ৩০ শতাংশ ঢাকা পড়ে। সূর্য গ্রহণ প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন জায়গায় লোকজন সমবেত হন। লোকজন, সুরক্ষামূলক চশমা লাগিয়ে সূর্য গ্রহণের দৃশ্য উপভোগ করেন। সাপ্পোরোর এক সমাবেশে অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের জনৈক ছাত্র, ঢাকা পড়া সূর্যকে চন্দ্রের মত দেখায় বলে উল্লেখ করে। ছাত্রটি, প্রথমবারের মত এই দৃশ্য দেখেছে উল্লেখ করে এটির সৌন্দর্য প্রত্যক্ষ কRead More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |