জাপানের রাডারের নতুন প্রমাণ

জাপানের প্রতিরক্ষামন্ত্রনালয়, গতমাসে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজের গোলা নিয়ন্ত্রণ রাডার জাপানের একটি প্রহরা বিমানকে লক্ষ্যবস্তু করার দাবিকে সমর্থন করা নতুন প্রমাণ প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে।

মন্ত্রণালয়, গোলা নিয়ন্ত্রণ রাডার শনাক্তকরণের সময় একটি বৈশিষ্ট্যপূর্ণ শব্দ শোনা যায় বলে জানায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আত্মরক্ষা নৌবাহিনীর বিমানে ধারণকৃত অব্যাহত উঁচু শব্দ থেকে গোলা নিয়ন্ত্রণ রাডারের রেডিও সংকেত শনাক্তকরণের আভাষ পাওয়া যায় বলে উল্লেখ করেন।

উক্ত ঘটনা নিয়ে মত বিনিময় করতে গত সোমবার দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন।

জাপান, উভয় দেশের রেডিও তরঙ্গের উপাত্ত উপস্থাপনের প্রস্তাব দিলেও দক্ষিণ কোরিয়া রাজি হয়নি। পরে দক্ষিণ কোরিয়ার একজন মুখপাত্র, প্রস্তাবটিকে অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেন।

প্রতিরক্ষামন্ত্রনালয়, নতুন প্রমাণের মাধ্যমে গোপনীয় সামরিক উপাত্ত শনাক্তকরণের বিষয়ে জাপানের অবস্থানের বৈধতা দেবে বলে উল্লেখ করে।

মন্ত্রণালয় দ্রুত হলে আগামী সপ্তাহে, উক্ত প্রমাণ জনসমক্ষে প্রকাশের প্রস্তুতি গ্রহণ করছে।