জাপান-দ: কোরিয়া বরফ গলাতে সংলাপ প্রয়োজন: কান

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কান গিয়োন-হোয়া বলেছেন, জাপানের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে সংলাপ প্রয়োজন। তবে জাপানের আলোচনার অনুরোধে তাদের সরকার সম্মত হবে কিনা সেটা তিনি স্পষ্ট করেননি।

যুদ্ধকালীন শ্রম এবং জাপানের নৌ-আত্মরক্ষা বাহিনীর টহল বিমানের দিকে দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনীর জাহাজের গোলা-নিয়ন্ত্রণ রাডার তাক করা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটেছে।

কান বুধবার সউলে সাংবাদিকদের বলেন, তিনি এসব সমস্যার নিষ্পত্তি করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের ন্যায় সুযোগসমূহের মাধ্যমে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যত-মুখী করে এগিয়ে নিতে চান।

যেসব কোরীয় নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিগুলো তাদেরকে কারখানায় শ্রম দিতে বাধ্য করেছে বলে দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত তাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আদেশ দিয়েছে। পরে এক নিম্ন আদালত সেদেশে বিদ্যমান সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ জব্দ করার আদেশ দেয়। কান বলেন, তার সরকার বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, এবং ভুক্তভোগীদের স্বস্তি প্রদান ও দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় কী করণীয় সেটা বিবেচনা করছে।

জাপান সরকার বলছে, ১৯৬৫ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক স্বাভাবিক করার সময় এ সম্পর্কিত দাবি সম্পূর্ণরূপে ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে।

সরকার সম্পদ ও দাবি নিষ্পত্তির বিষয়ে ১৯৬৫ সালের চুক্তির ভিত্তিতে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।