বয়ো:প্রাপ্তি দিবস উদ্যাপিত
পশ্চিম জাপানের একদল তরুণ দেশটির সবচেয়ে উঁচু ভবনে সিঁড়ি বেয়ে উঠে বয়ো:প্রাপ্তিতে পদার্পনের আচার অনুষ্ঠান পালন করেছে।
সোমবার বয়ো:প্রাপ্তি দিবসে জাতীয় ছুটির দিনে যেসব নাগরিকের বয়স ২০ বছর হয়েছে তাদের সম্মান জানানো হয়। জাপানে বয়ো:প্রাপ্তির আইনগত বয়স হল ২০ বছর। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জাপানজুড়ে দিনটিকে পালন করা হয়।
ওসাকা শহরে দিবসটি পালন উপলক্ষে ২০ বছর বয়সী একদল তরুণ “চলুন বয়ো:প্রাপ্তিতে পদার্পন করি” মন্ত্র নিয়ে ৩০০ মিটার উঁচু আবেনো হারুকাস ভবনে আরোহণ করে।
১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী কিমোনো বা নতুন স্যুট পড়ে এবং সাদা কাপড়ে তাদের ভবিষ্যতের প্রত্যাশা লিখে নিয়ে এক হাজার ছয়শো’ ৩৭ ধাপ সিঁড়ি পাড়ি দেয়। ৬০ তলা ভবনে আরোহণ তাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।