জি20’র সাফল্যের জন্য জাপান ও নেদারল্যান্ড একসাথে কাজ করবে

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন যে, জাপান এবং নেদারল্যান্ড জুন মাসে ওসাকা’য় অনুষ্ঠিতব্য জি20’র শীর্ষ বৈঠকের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

আবে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে’র সাথে বুধবার রটরডম’এ বৈঠক করেন।

বৈঠকে, আবে বলেন, নেদারল্যান্ড হচ্ছে জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং দেশ দু’টি স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসনের মত অভিন্ন সার্বজনীন মূল্যবোধ পোষণ করে। তিনি এও বলেন, জাপান ওসাকার জি20 শীর্ষ বৈঠকে যোগ দেয়ার জন্য নেদারল্যান্ডকে আমন্ত্রণ জানায়।

তিনি আরও বলেন, দেশ দু’টি জি20 শীর্ষ বৈঠকের সফলতা নিশ্চিত করার জন্য বৈশ্বিক সমস্যাগুলো সামাল দিতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার ব্যাপারে সম্মত হয়।

এইসব বিষয়ের মধ্যে মুক্ত বাণিজ্য ও উদ্ভাবনকে এগিয়ে নেয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক দুষণের কারণ প্লাস্টিক বর্জ্য সমস্যা সামাল দেয়া অন্তর্ভুক্ত রয়েছে।

আবে এবং রুত্তে আগামী মাসে কার্যকর হতে যাওয়া জাপান-ইইউ বাণিজ্য চুক্তির সাথে সাথে দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করতেও সম্মত হন।

উত্তর কোরিয়া প্রসঙ্গে, আবে বলেন, দেশ দু’টি উত্তর কোরিয়ার ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং সব ধরনের পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তীয় নিস্ক্রিয়করণ অর্জনের জন্য প্রচেষ্টা চালানোর কথা নিশ্চিত করেন।

তিনি এও বলেন, উত্তর কোরিয়া সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ব্যাপারে তাদের মধ্যে মতৈক্য অর্জিত হয়।