চাকুরী সংক্রান্ত ভুল পরিসংখ্যান নিয়ে সংসদে বিতর্ক

জাপানের সংসদের নিম্ন ও উচ্চ পরিষদের শ্রম কমিটি, চাকুরী সম্পর্কে ভুল পরিসংখ্যানের বিষয়ে এ মাসের শেষের দিকে বৈঠকে মিলিত হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, বহু বছর ধরে শ্রম মন্ত্রণালয় তার মাসিক শ্রম জরীপ গ্রহণের সময় ভুল পদ্ধতি ব্যবহার করে এসেছে বলে স্বীকার করেছে।

এসব জরীপে, বেতন এবং কাজের সময় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের, কমপক্ষে ৫০০ জন কর্মী রয়েছে এমন সবগুলো বৃহৎ কোম্পানিতে জরীপ চালানোর কথা থাকলেও মন্ত্রণালয় টোকিওর এধরণের মাত্র এক তৃতীয়াংশ কোম্পানির উপর জরীপ চালিয়েছে।

এই ভুল তথ্যের ফলে, বেকার ভাতা এবং দুর্ঘটনা সম্পর্কিত ক্ষতিপূরণ সঠিক পরিমাণের চেয়ে কম দেওয়া হয়।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক দলের সংসদ বিষয়ক প্রধান হিরোশি মোরিয়ামা বলেন যে, এ ধরণের ঘটনা যাতে আর কখনোই না ঘটে তার নিশ্চয়তা বিধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এই ঘটনা যাতে বাজেট বিতর্ক এবং আসন্ন উচ্চ পরিষদ নির্বাচনের উপর প্রভাব না ফেলে ক্ষমতাসীন জোট তার আগেই বিষয়টির সমাধান করতে চায় বলে মনে হয়।

বিরোধী সাংবিধানিক ডেমোক্রেটিক পার্টি”র সহসভাপতি আকিরা নাগাৎসুমা বলেন যে, তাঁর দল বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। তিনি, এই কেলেঙ্কারি জাপানের উপর আস্থার ভিতকে নাড়িয়ে দিতে পারে বলে উল্লেখ করেন।