অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাওমি ওসাকা
প্রথম জাপানি টেনিস খেলোয়াড় হিসেবে নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার একটি।
মহিলা সিঙ্গেলসের সেমি ফাইনালে ওসাকা আজ চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিস্কোভাকে তিন সেটে পরাজিত করেন।
শনিবার ওসাকা তাঁর পরপর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন। গত বছর তিনি ইউ এস ওপেনে মহিলাদের সিঙ্গেলসে বিজয়ী হন।