জাপানে আংশিক সূর্য গ্রহণ
জাপান জুড়ে আকাশ পর্যবেক্ষকরা, গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মত আংশিক সূর্য গ্রহণ প্রত্যক্ষ করেছেন।
আজ সকালে, সূর্য আংশিকভাবে চন্দ্রে ঢাকা পড়ে। ২০১৬ সালের মার্চ মাসের পর জাপানে এই প্রথমবারের মত আংশিক সূর্য গ্রহণ প্রত্যক্ষ করা হয়।
উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরোতে সকাল ১০টা ১৩ মিনিটে, সূর্যের প্রায় ৪০ শতাংশ ঢাকা পড়ে।
টোকিওতে, সকাল ১০টা ৬ মিনিটে সূর্যের প্রায় ৩০ শতাংশ ঢাকা পড়ে।
সূর্য গ্রহণ প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন জায়গায় লোকজন সমবেত হন।
লোকজন, সুরক্ষামূলক চশমা লাগিয়ে সূর্য গ্রহণের দৃশ্য উপভোগ করেন।
সাপ্পোরোর এক সমাবেশে অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের জনৈক ছাত্র, ঢাকা পড়া সূর্যকে চন্দ্রের মত দেখায় বলে উল্লেখ করে। ছাত্রটি, প্রথমবারের মত এই দৃশ্য দেখেছে উল্লেখ করে এটির সৌন্দর্য প্রত্যক্ষ করে বিস্মিত হয় বলে জানায়।
জাপানের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষন কেন্দ্র, দেশের লোকজন আগামী ২৬শে ডিসেম্বর পুনরায় আংশিক সূর্য গ্রহণ প্রত্যক্ষ করতে সক্ষম হবেন বলে জানায়।