জাপানের জীবন বিমা কোম্পানিগুলো মিয়ানমারের বাজারের দিকে দৃষ্টি দিচ্ছে
জাপানের কয়েকটি বিমা কোম্পানি মিয়ানমারে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত উন্নয়নশীল এই দেশটির জনসংখ্যা পাঁচ কোটিরও বেশি এবং সেখানকার জীবন বিমা বাজারের অনেকটাই এখনও কাজে লাগানো হয়নি। মিয়ানমারের আর্থিক কর্তৃপক্ষ চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশি বিমা কোম্পানিগুলোকে সেদেশে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। দাই-ইচি জীবন বিমা কোম্পানি গত সপ্তাহে লাইসেন্সের আবেদনের জন্য কাগজপত্র জমা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার অনুমতি না পেলে তারা স্থানীয় একটি কোম্পানির সাথে কাজ করবেন। নিপ্পন জীবন বিমা এবং তাইয়ো জীবন বিমা কোম্পানি ইতোমধ্যে স্থানীয় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তুতRead More
**-------------**------------**