জাপানের ২০১১ সালের মহাভূমিকম্প এবং সুনামি সংশ্লিস্ট দুর্যোগে বেঁচে যাওয়া ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা বেড়েছে
জাপানের সরকার বলছে, নিজেদের জীবনে দীর্ঘমেয়াদি বিপর্যয়ের কারণে স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হওয়ায় ২০১১ সালের মহা-ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামি থেকে বেঁচে যাওয়া ৩৭শ’রও বেশি ব্যক্তি পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন।
দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যু নিয়ে প্রতি ছয় মাস অন্তর উপাত্ত সংগ্রহ করে “দি রিকন্সট্রাকশন এজেন্সি” নামক একটি পুনর্গঠন এজেন্সি।
এজেন্সি কর্মকর্তারা বলছেন, উত্তরপূর্ব জাপানে ঐ দুর্যোগ এবং তৎপরবর্তী পরমাণু দুর্ঘটনার সাড়ে সাত বছর পর গত বছরের সেপ্টেম্বর মাস শেষে মোট ৩ হাজার ৭শ ১টি মৃত্যু তারা নথিবদ্ধ করেন।
এটি এর আগের বছরের তুলনায় ৫৬ জন বেশি মৃত্যুর ঘটনা। ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লি অবস্থিত ফুকুশিমা জেলায় মোট ২ হাজার ২শ ৫০ ব্যক্তির মৃত্যু ঘটেছে, এলাকার ভিত্তিতে যা সবচেয়ে বেশি সংখ্যা।
এরপর ৯২৮ মৃত্যু নিয়ে রয়েছে মিয়াগি জেলা। আর ইওয়াতে জেলায় এই সংখ্যা ৪শ ৬৭।
কর্মকর্তারা বলছেন, মোট ৩ হাজার ৪শ ২৪ জন অর্থাৎ ৯৩ শতাংশের মৃত্যু হয়েছে দুর্যোগের ৩ বছরের ভেতর এবং বাকী ২শ ৭৭ জনের মৃত্যু হয়েছে এর পরে।