জাপানে হামের অস্বাভাবিক মৌসুমি প্রাদুর্ভাব
জাপানে হামের সম্ভাব্য প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বছরের শুরু থেকে এপর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
সংক্রামক ব্যধি বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানিয়েছে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত ঐ সপ্তাহে দেশজুড়ে ২২ জন নতুন রোগীর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এপর্যন্ত ২০টি জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৭ জনে।
ফিলিপাইন জুড়েও হামের প্রাদুর্ভাব ঘটেছে যেখানে চলতি বছর আট হাজার চারশো জনেরও বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং একশো ৩০ জনেরও বেশি মারা গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে যে বিশ্বের বিভিন্ন অংশে গত কয়েক বছর ধরে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার সংক্রমণ প্রধানত এশিয়া এবং উত্তর আমেরিকায় ছড়াচ্ছে।