নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়নের বিষয়ে চুপ রয়েছেন আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টকে মনোনীত করেছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা হ্রাসে তার প্রচেষ্টার জন্য আবে তাকে মনোনীত করেছেন।

বিরোধী দলের একজন নেতা সোমবার সংসদীয় কমিটির এক বৈঠকে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে আবে’র কাছে জানতে চান।

আবে বলেন, ট্রাম্প সুনির্দিষ্টভাবে উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে কাজ করছেন। তিনি দেশটির নেতা কিম জং উনের সাথে ২০১৮ সালের ঐতিহাসিক শীর্ষ বৈঠকের উল্লেখ করেন।

তিনি বলেন, ট্রাম্প সেই শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার গুপ্তচর কর্তৃক জাপানি নাগরিকদের অপহরণের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।

আবে বলেন, অপহরণের বিষয়টি সমাধানে হোয়াইট হাউজের কর্মকর্তারা জাপান সরকারের সঙ্গে কাজ করছেন।

আবে এও বলেন যে তিনি ট্রাম্পের নেতৃত্বের উচ্চ মূল্যায়ন করছেন।

তবে, মনোনয়ন প্রদানকারী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তির নাম ৫০ বছরের মধ্যে প্রকাশ করা যাবে না – নোবেল ফাউন্ডেশনের এমন নিয়মের উদ্ধৃতি করে তিনি মনোনয়ন বিষয়ক মন্তব্য স্বীকার কিংবা অস্বীকার কোনটিই করেননি।