দুবাই’এর মেলায় প্রদর্শিত হচ্ছে জাপানের হালাল খাদ্য

দুবাই’এ বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য মেলায় জাপানের খাদ্য উৎপাদকরা ইসলামী আইন অনুযায়ী উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন।

রবিবার আরম্ভ হওয়া ৫ দিনের এই মেলায় একশো ২০ টি দেশের ৫ হাজারেরও বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন।

মেলায় হালাল খাদ্যপণ্য প্রদর্শন করা প্রদর্শকদের মধ্যে ৪৪ জন জাপানের। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা মিয়াযাকি’র একটি কোম্পানি দর্শনার্থীদের তাদের মিষ্টি আলু চেখে দেখার সুযোগ করে দিচ্ছে।

কোম্পানিটির একজন বিক্রয় কর্মকর্তা বলেন, “আমি মুসলিম জনগণের খাদ্যের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আরও শিখতে চাই এবং তারা জাপানি সবজি সম্পর্কে কী চিন্তাভাবনা করেন সেটা জানতে চাই।”

তিনি বলেন, দুবাই একটি গুরুত্বপূর্ণ বাজার, কারণ এটি সৌদি আরব, উত্তর আফ্রিকা এবং ভারতের প্রবেশদ্বার হিসেবে কাজ করে।