পাঁচ বছরে সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতির হিসাব দিয়েছে জাপান

চীনে পণ্যের রপ্তানিতে ধ্বস নামায় পরপর চার মাস লোকসানের হিসাব কষতে হওয়ায় জানুয়ারি মাসে জাপান প্রায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতির উল্লেখ করেছে।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের আজ প্রকাশিত হিসাবে দেখা যায় জানুয়ারি মাসে ঘাটতির পরিমাণ ছিল ১ লক্ষ ৪০ হাজার কোটি ইয়েন বা আনুমানিক ১ হাজার ২৭০ কোটি ডলার।

প্রধানত জাহাজ ও সেমি-কন্ডাক্টর তৈরির যন্ত্রপাতির বিক্রি কমে যাওয়ায় সবকয়টি বাজারে রপ্তানি ইয়েনের হিসাবে এক বছর আগের একই সময় থেকে ৮.৪ শতাংশ হ্রাস পেয়েছে।

আমদানি হ্রাস পেয়েছে ০.৬ শতাংশ, যা হচ্ছে অশোধিত জ্বালানি তেলের নিম্ন মূল্যের ফলাফল।

চীনে রপ্তানি হ্রাস পেয়েছে ১৭.৪ শতাংশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন চীনের অর্থনীতি মন্থর হয়ে আসার কারণে তা হতে পারে। তাঁরা বলছেন চন্দ্র পঞ্জিকা নববর্ষের ছুটিও চাহিদা কমিয়ে দিতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত সাত মাস সময়ের মধ্যে প্রথমবারের মত বৃদ্ধি পেয়ে এক বছর আগের চাইতে ৫.১ শতাংশ ঊর্ধ্বমুখী পথে ধাবিত হয়। যুক্তরাষ্ট্র-গামী মোটরগাড়ির রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ।