জাপান ট্রেঞ্চ’এ ভূমিকম্পের সম্ভাবনা ৯০%-এর উপরে
জাপান সরকারের একটি প্যানেল জানিয়েছে যে, আগামী ৩০ বছরের মধ্যে জাপান ট্রেঞ্চ বরাবর ৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ৯০%।
জাপানের পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জাপান ট্রেঞ্চ হচ্ছে সেই স্থান যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে।
সরকারের ভূমিকম্প গবেষণা প্যানেল এই ট্রেঞ্চ এলাকা সংক্রান্ত নতুন মূল্যায়ন মঙ্গলবার প্রকাশ করে।
এতে বলা হচ্ছে, ২০১১ সালের মার্চ মাসে পূর্ব জাপানে আঘাত হানা ভূমিকম্পের মত ৯ মাত্রার মহাভূমিকম্পের সম্ভাবনা শূন্য শতাংশ বললেই চলে।
তবে, প্রায় সাত বা সাড়ে সাত মাত্রার অসংখ্য ভূমিকম্প হওয়ার ৯০% বা তার চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।