• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব

    বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মুফতি তাকি উসমানি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।
    জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০২০ সালের তালিকায় প্রথম স্থান দখল করেছেন এ ইসলামি পন্ডিত। গত বছরের তালিকায় তিনি ছিলেন ষষ্ঠ নাম্বারে।

    ৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। এছাড়া এই বিশিষ্ট ব্যক্তি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। উর্দু, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় তার গ্রন্থাদি রয়েছে।

    ২০১৯ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব সাইয়েদ আয়াতুল্লাহ আলী আল-খোমেনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার। মুসলিম ম্যান অব দ্য ইয়ার-২০২০ মনোনিত হলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তালিকায় মুসলিম উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভ‚ত রাশিদা তালিব।

    জাপানের সরকার বিদেশিদের জন্য কর্ম পরিবেশ উন্নত করবে

    জাপানের অভিবাসন এজেন্সি জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে চালু করা নতুন ধরণের একটি কর্ম-ভিসার প্রচারের জন্য আরও উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে। গত ছয় মাসে মাত্র ৩শ ব্যক্তি এই ভিসা পেয়েছেন।

    গত এপ্রিল মাসে ক্যাটেগরি-১ নামক এই ভিসা কার্যকর হয়। এটি কারিগরি দক্ষতা সম্পন্ন বিদেশীদের নার্সিং সেবা এবং নির্মাণ’সহ মোট ১৪টি খাতে কাজের অনুমোদন দেয়। সরকারের অনুমিত হিসাব অনুযায়ী চলতি অর্থবছর শেষ হওয়ার পূর্বে সর্বোচ্চ ৪৭ হাজার ব্যক্তি ক্যাটেগরি-১ ভিসায় আবেদন করবেন।

    তবে, অভিবাসন পরিষেবা এজেন্সি বলছে যে গতমাসের ২০ তারিখ নাগাদ ২ হাজার ৬২ ব্যক্তি আবেদন করেন এবং তার মধ্যে মাত্র ৩শ জন ঐ ভিসা গ্রহণ করেছেন।

    এজেন্সি বলছে, বিদেশি কর্মী গ্রহণের খাতের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনার পরিকল্পনা তারা করছে।

    আইনমন্ত্রী কাৎসুইউকি কাওয়াই বলেন, জাপানি সমাজের সদস্য হিসেবে বিদেশি কর্মীদের গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে তিনি কাজের পরিবেশ আরও উন্নত করতে চান যাতে ভবিষ্যতে আরও বেশি লোক জাপানে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

    জাপানে ভোগ্যপণ্য কর ১০ শতাংশে উন্নীত

    জাপানে আজ ভোগ্যপণ্য কর ৮ থেকে ১০ শতাংশে উন্নীত হয়েছে। সরকার বলছে, ক্রমবর্ধমান বিপুল সরকারি ঋণ এবং সামাজিক নিরাপত্তা ব্যয় বহনে সহায়তার জন্য এই বৃদ্ধি আবশ্যক ছিল।

    খাদ্য এবং পানীয়ের মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই কর ৮ শতাংশেই বহাল থাকবে। এলকোহল জাতীয় পানীয় এবং বাড়ির বাইরে আহারকৃত খাদ্যপণ্যের উপর এই উচ্চহারের ১০ শতাংশ কর প্রযোজ্য হবে। জাপানে এবারই প্রথম নানা পণ্যের উপর নানান মাত্রার কর আরোপ করা হল।

    এদিকে, এই পরিবর্তনের ধাক্কা প্রশমনের পাশাপাশি নগদ-বিহীন বিনিময়ের প্রসার ঘটানোর জন্য একটি পয়েন্ট-ভিত্তিক প্রণোদনা কর্মসূচিও চালু করা হয়েছে। ক্রেডিট কার্ড এবং ইলেক্ট্রনিক মূল্য পরিশোধ পদ্ধতি ব্যবহার করা ভোক্তারা ভবিষ্যতে ছাড় পাবার জন্য আগামী বছরের জুন মাস পর্যন্ত অতিরিক্ত পয়েন্ট পাবেন।

    টোকিও’র একটি সুপারমার্কেটে দোকান খোলার আগে ক্যাশ রেজিস্টার কর্মীরা বিক্রয় রশিদে নতুন করের হার সঠিকভাবে মুদ্রিত হয় কিনা, সেটি শেষ বারের মত যাচাই করে নেন। দোকান খোলার পর পয়েন্ট ভিত্তিক প্রণোদনা কর্মসূচি নিয়ে প্রশ্ন করা ভোক্তাদের সামাল দিতেও তাদের বেশ ব্যস্ত দেখা গেছে।

    পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি হল প্রথম ভোগ্যপণ্য করের বৃদ্ধি। সর্বশেষ এই বৃদ্ধি জাতীয় বাজেটে প্রায় ৫ লক্ষ ৭০ হাজার কোটি ইয়েন বা ৫ হাজার ২শ কোটি ডলারেরও বেশি রাজস্ব কর বৃদ্ধি করবে।

    অতিরিক্ত এই রাজস্বের অর্ধেকেরও বেশি প্রাক-প্রাথমিক শিক্ষা’সহ বিনামূল্যে শিশু পরিচর্যায় ব্যয় করা হবে যা অন্যান্য অনেক কিছুর মধ্যে উচ্চ শিক্ষার আর্থিক চাপও সহজ করবে। অবশিষ্ট অর্থ ব্যবহার করা হবে দেশের আর্থিক স্বাস্থ্যের পুনর্গঠনে।