• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে প্রায় ১ লাখ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে

    টাইফুন হাগিবিসের আঘাতে বৃহত্তর টোকিও এবং এর আশেপাশের এলাকাগুলোতে ১ লাখের বেশী বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

    আজ সন্ধ্যা ৬টা নাগাদ পর্যন্ত, চিবা জেলার প্রায় ৭০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উল্লেখ্য, গতমাসের প্রথম নাগাদ টাইফুন ফাক্সাইয়ের আঘাতে জেলাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

    কানাগাওয়া জেলার প্রায় ১৫ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

    আবার টোকিওর পাশাপাশি ইবারাকি, শিযুওকা, তোচিগি, ইয়ামানাশি, গুন্মা এবং সাইতামা জেলার কিছু অংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

    টাইফুনের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিশালী বাতাসের আঘাতে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে গিয়ে থাকতে পারে। বিভিন্ন সাইনবোর্ড এবং গাছগুলো এসকল ঝুলে থাকা তারের সংস্পর্শে আসতে পারে।

    টোকিও বিদ্যুৎ কোম্পানি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় এইধরনের তারের কাছাকাছি যাওয়া বা স্পর্শ করা থেকে বিরত থাকতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছে।

    জাপানের কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে সর্বোচ্চ মাত্রার ভারী বর্ষণের সতর্কতা জারী

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, টাইফুন হাগিবিস শনিবার সন্ধ্যা ৭ টার একটু আগে জাপানের কেন্দ্রাঞ্চলে অবস্থিত শিজুওকা জেলার ইযু উপদ্বীপে ভূমিতে আঘাত হেনেছে।

    হাগিবিস’কে একটি শক্তিশালী ঝড় হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে এবং এটি জাপানের কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের সৃষ্টি করছে।

    আবহাওয়া কর্মকর্তারা লোকজনকে সতর্ক দৃষ্টি রাখার এবং সর্বশেষ তথ্য সম্পর্কে হালনাগাদ থাকার আহ্বান জানাচ্ছেন।

    জাপানের আবহাওয়া এজেন্সি শনিবার বেলা ৩টা ৩০ মিনিটে দেশটির কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে অবস্থিত টোকিও এবং আরও ৬টি জেলার জন্য সর্বোচ্চ মাত্রার ভারী বর্ষণের জরুরি সতর্কতা জারী করেছে।

    যেসব এলাকার জন্য এই সতর্কতা জারী করা হয়েছে সেগুলো হল শিযুওকা জেলা, কানাগাওয়া জেলা, টোকিও, গুনমা জেলা, ইয়ামানাশি জেলা এবং নাগানো জেলা।

    এজেন্সির কর্মকর্তারা লোকজনকে তাদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে আহ্বান জানাচ্ছেন। যদি লোকজন মনে করেন যে আশ্রয়কেন্দ্রে যাওয়া তাদের জন্য খুবই বিপদজনক হবে, সেক্ষেত্রে তারা তাদের উঁচু ফ্লোরে যেতে অথবা কাছের কোন শক্তিশালী ভবনে আশ্রয় নিতে বলছেন এবং যেকোন ধরনের ঢালে থাকা পরিহার করতে বলছেন।

    এজেন্সি জানিয়েছে টাইফুন হাগিবিস’এর ফলে কান্তো এবং তোকাই অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।

    শনিবার বেলা তিনটা পর্যন্ত ৪৮ ঘণ্টা সময়ে কানাগাওয়া জেলার হাকোনে শহরে রেকর্ড পরিমাণ ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    এজেন্সি তাদের পূর্বাভাসে জানিয়েছে, রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে তোকাই অঞ্চলে ৬০০ মিলিমিটার, হোকুরিকুতে ৫০০ মিলিমিটার এবং তোহোকু এবং কান্তো-কোশিন অঞ্চলে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

    টাইফুন হাগিবিস’এর কারণে কিছু কিছু এলাকাতে ভয়ংকর বাতাস বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, তোকাই এবং কান্তো অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১৬২ কিলোমিটার এবং তোহোকু’তে তা ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

    জাপানে আটটি জেলার ৬ লক্ষ ১৯ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

    টাইফুন হাগিবিস জাপানে আঘাত হানার প্রেক্ষিতে দেশটির পূর্বাঞ্চলীয় ও কেন্দ্রাঞ্চলীয় আটটি জেলার কর্তৃপক্ষ এখন সেখানকার কয়েক লক্ষ লোককে অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত গুনমা, সাইতামা, চিবা, টোকিও, কানাগাওয়া, ইয়ামানাশি, শিযুওকা এবং মিয়ে জেলার ৬ লক্ষ ১৯ হাজার বাসিন্দাকে এই নির্দেশ দেয়া হয়েছে।

    নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়ার অর্থ হল কর্তৃপক্ষ মনে করছে যে দুর্যোগ ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে এবং তারা লোকজনকে এই মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

    কেন্দ্রাঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্ব জাপানের ১৩টি জেলার প্রায় ৭৯ লক্ষ ৭০ হাজার লোকের প্রতি নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারী করা হয়েছে।

    পাঁচ মাত্রার স্কেলে এই নির্দেশ এবং সতর্কতা উভয়ের মাত্রা হল চার।

    অবশেষে জাপানে আঘাত হানল শক্তিশালী তাইফুন হাজিবিস

    সুপার টাইফুন হাগিবিস এখন জাপান উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে। এবং ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রচন্ড বাতাসে গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

    আবহাওয়াবীদরা বলছেন, বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ তাইফুন। টানা বর্ষণে ভূমিধসের আশংকা করা হচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। শুক্রবার গভীর রাত থেকে তাইফুন হাজিবিসের তান্ডব শুরুর পর থেকে এখন পর্যন্ত টোকিওর বহু বাড়িতেই বিদ্যুৎ নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

    তাইফুনের কারণে জাপানে অনুষ্ঠিতব্য বাগবি ওয়ার্ল্ডকাপ ও ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। টোকিওর পূর্বঞ্চলীয় শহর চিবায় তাইফুনটি সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালিয়েছে। সেখানকার ঝড়ের তান্ডবে গাড়ি উল্টে একজন নিহত, বহু বাড়িঘর ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

    শক্তিশালী তাইফুন হাগিবিস মোকাবেলায় প্রস্তুত হচ্ছে জাপান

    বছরের সবচেয়ে শক্তিশালী তাইফুনগুলোর একটি এ মুহূর্তে ধেয়ে আসছে সপ্তাহান্তে টোকিও সহ পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে। জাপানের আবহাওয়া এজেন্সির মতে তাইফুন হাগিবিস রেকর্ড পরিমাণ বৃষ্টি বয়ে আনতে পারে। কর্তৃপক্ষ লোকজনকে পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতে এবং সুরক্ষিত থাকার সব ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছে।

    এজেন্সির কর্মকর্তা ইয়াসুশি কাজিহারা বলেন, “তাইফুন সম্ভবত তোকাই বা কান্তো অঞ্চলে শনিবার আঘাত হানবে এবং আসবে মারাত্মক শক্তি নিয়ে । প্রবল বাতাস ও সমুদ্রে উত্তাল ঢেউ ছাড়াও, আমাদের ধারণা কান্তো অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতও হবে”।

    আবহাওয়া কর্মকর্তারা তাইফুন হাগিবিসকে “খুব শক্তিশালী” তাইফুনের শ্রেণীতে ফেলেছেন। ঝড়টি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগিয়ে চলেছে জাপানের প্রধান দ্বীপ হনশু লক্ষ্য করে।

    তাইফুন হাগিবিস ১৯৫৮ সালে কান্তো অঞ্চল ও ইযু দ্বীপপুঞ্জে ১ হাজার ২শো’রও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী একটি তাইফুনের সমমাত্রার শক্তিশালী হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

    একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশংকা করে জরুরি সতর্কীকরণ বার্তা প্রচারের প্রস্তুতি নিচ্ছে আবহাওয়া এজেন্সি।

    হনশুর পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর বরাবর উপকূলীয় এলাকায় শনিবার থেকে রবিবারের মধ্যে মারাত্মক শক্তিশালী এই ঝড় আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। ভারী বর্ষণের পূর্বাভাষ রয়েছে শুক্রবার থেকে রবিবারের মধ্যে যে বর্ষণের দরুন বন্যা ও ভূমিধ্বসের প্রবল আশংকা আছে।

    জাপানে উৎপাদক মূল্য সূচকে অব্যাহত পতন

    যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ জাপানে অনুভূত হওয়া অব্যাহত থাকা অবস্থায় এই বিরোধ অর্থনীতির মুখ্য সূচককে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

    ব্যাংক অব জাপান বলছে সেপ্টেম্বর মাসে ব্যাংকের উৎপাদক মূল্য সূচক এক বছর আগের থেকে ১.১ শতাংশ হ্রাস পেয়েছে। এটা হচ্ছে টানা চার মাসের পতন।

    লৌহ এবং অন্যান্য টুকরো ধাতুর বেলায় ২৭ শতাংশ এবং কয়লা জাতীয় পণ্যে ১২ শতাংশ হ্রাস পায়।

    আরেকটি মুখ্য সূচকও নেতিবাচক ঘরে অবস্থান করে। কেবিনেট অফিস বলছে আগস্ট মাসে যন্ত্রপাতির ক্রয়-আদেশ আগের মাসের চাইতে ২.৪ শতাংশ কমে যায়।

    বড় ধরণের উঠানামার প্রবণতা দেখা যাওয়া জাহাজ নির্মাণ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতকে এই হিসাবের বাইরে রাখা হয়।

    নির্মাণ খাতে যন্ত্রপাতি এবং তথ্য সেবা খাতে কম্পিউটারের জন্য আদেশ কমে যাওয়ায় অনুৎপাদনী খাতের ক্রয় আদেশ হ্রাস পেয়েছে ৮ শতাংশ। উৎপাদনী খাতের ক্রয় আদেশ এক শতাংশ হ্রাস পায়।

    তাইফুন হাগিবিস পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে

    সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিস প্রচণ্ড বেগের দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত নিয়ে এসে শনিবার পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে।

    জাপানের আবহাওয়া এজেন্সি আজ জানায় যে বিশাল ও প্রচণ্ড শক্তিশালী তাইফুন প্রশান্ত মহাসাগরে ওগাসাওয়ারা দ্বীপের কাছে অবস্থান করছিল এবং উত্তর দিকে সেটা সরে আসছে।

    পূর্ব ও পশ্চিম জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের অদূরে শুক্রবার ঝড়ের অবস্থা প্রত্যাশা করা হচ্ছে।

    তাইফুনের গতিপথের উপর নির্ভর করে পূর্ব জাপানে শনিবার থেকে রোববার পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন তাইফুনের সাথে আসা আর্দ্র হাওয়া শুক্রবার বিকেল থেকে বায়ুমণ্ডলের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।

    শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ইযু দ্বীপমালায় ১২০ মিলিমিটার পর্যন্ত এবং কান্তো, তোকাই ও কানসাই অঞ্চলে ১০০ মিলিমিটারের মত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়।

    মার্কিন বিজ্ঞানীদের সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেলেন জাপানি বিজ্ঞানী আকিরা ইয়োশিনো

    জাপানি এক বিজ্ঞানী আকিরা ইয়োশিনো, দুই মার্কিন গবেষকের সাথে মিলে রসায়নে এই বছরের নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের কাজ, পুনরায় চার্জ দিতে সক্ষম লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারে অবদান রাখে। আধুনিক ইলেকট্রনিক্সের মূলে রয়েছে এই আবিষ্কার।

    রয়াল সুইডিশ একাডেমি অব সাইন্স বুধবার এই ঘোষণা দিয়েছে। জাপানি বিজ্ঞানী আকিরা ইয়োশিনোর সাথে তারা যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী জন গুডএনাফ এবং স্টানলি হুইটিংহামের নাম ঘোষণা করে।

    হালকা ওজনের, পুনরায় চার্জ করা সম্ভব শক্তিশালী ব্যাটারি এখন মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ি সহ সব ধরনের পণ্যে ব্যবহার করা হয়।

    উ.কোরিয়ার নিরস্ত্রিকরণ বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দ.কোরিয়ার আলোচনা

    যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার নিরস্ত্রিকরণ বিষয়ে মঙ্গলবার আলোচনা করেছেন। সুইডেনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার মাত্র কয়েক দিন পর তারা এ আলোচনা করলেন। খবর এএফপি’র।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগুন তার দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেন।এতে আরও বলা হয়, সম্পূর্ণ নিরস্ত্রিকরণে উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখার জন্য পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখবেন তারা।সুইডেনে শনিবার যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়া জানায়, শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয়া পর্যন্ত ফের আলোচনায় বসার কোন আগ্রহ তাদের নেই।

    আলোচনা থেকে বেরিয়ে গিয়ে উত্তর কোরিয়া দাবি করে, ওয়াশিংটন প্রস্তাবিত ‘নতুন ও উদ্ভাবনী’ পদক্ষেপের ঘাটতির ব্যাপারে পিয়ংইয়ং অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে, তাদের মধ্যে ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ‘ভালো আলোচনা’ হয়েছে। তারা এ মাসের শেষের দিকে ফের বৈঠকে বসার আগ্রহ ব্যক্ত করছে।

     

    ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হলে করণীয়

    অনেক নিরাপত্তার মধ্য দিয়েও আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হতে পারে। প্রায়ই আমরা শুনে থাকি, অনেকের সাইট হ্যাক হওয়ার খবর। যার সাইটটি হ্যাক হয় সে হয়ত জানে না তখন আসলে কী করা দরকার। বর্তমানে বিশ্ব জুড়ে ৩০%-এর বেশি ওয়েবসাইট চলছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে।

    ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হলে আপনার করণীয় বিষয় তুলে ধরা হলো এ লেখায়—

    ব্যাকআপ রিস্টোর করুন

    হ্যাক হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি আপনার ওয়েবসাইটির ব্যাকআপ ফাইলটি ইন্সটল দিয়ে নিন। যদি আপনি ব্যাকআপের জন্য কোনো প্লাগিন ব্যবহার করেন তাহলে সেই প্লাগিনের ডকুমেন্টারিতেই দেওয়া থাকবে কীভাবে আপনাকে ব্যাকআপ ইন্সটল দিতে হবে। যেটা বিভিন্ন প্লাগিনের বিভিন্ন রকমের হয়ে থাকে। তাই কীভাবে ইন্সটল দিবেন সেটা এখানে বলা সম্ভব না। যদি আপনি ব্যাকআপ না করে থাকেন বা ব্যাকআপের জন্য কোনো প্লাগিন ব্যবহার না করে থাকেন, তবে আপনার হোস্টিং প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন। তাদের কাছে আপনার ওয়েবসাইটের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ব্যাকআপ থাকে। তাদের থেকেই আপনার সাইটের ব্যাকআপ ইন্সটল করে নিন।

    ডাটাবেজ এডিট করুন

    ব্যাকআপ ইন্সটল করার পরেই আপনার সাইটির ডাটাবেজে লগিন করুন। আপনার ডাটাবেজের নাম, প্রিফিক্স সব কিছুই পরিবর্তন করে ফেলুন। আপনার যে ইউজার নেম দেওয়া আছে সেটা পরিবর্তন করুন, সঙ্গে আপনার পাসওয়ার্ডটিও। সঙ্গে দেখে নিন এডমিন হিসাবে অন্য কোনো ইউজার আছে কি না। অনেক সময় হ্যাকার নিজের জন্য আলাদা করে এডমিন একাউন্ট বানিয়ে রাখে, যেন পরবর্তীতে আবার হ্যাক করতে পারে। তাই বিষয়টা অবশ্যই লক্ষ রাখবেন।

    সেফ ব্রাউজার চেক করুন

    আপনার সাইটটি রান করার পরে এবার আপনাকে দেখতে হবে সাইটটি গুগলের কাছে সেফ কি না। অনেক সময় ফিশিং পেজ কোনো এক ফোল্ডারে আপলোড করে রাখতে পারে। এই জন্য আপনি এ ইউআরএলটা কপি করে নিন, example.com আপনার ওয়েব সাইটটি দিন ও ভিজিট করুন।

    ইউজার পারমিশন চেক করুন

    আপনার সাইটে যদি বেশি ইউজার বেশি হয়ে থাকে তাহলে আপনার সব ইউজারের পারমিশনগুলো চেক করে নিন। ইউজার রোলের জন্য অনেক সময় আপনার সাইটটি হ্যাক হয়ে যেতে পারে, তাই এদিকে একটু লক্ষ রাখবেন। আর হ্যাঁ, আপনার ইউজারদের তাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে দেবেন।

    সিক্রেট-কি পরিবর্তন করুন

    সল্ট বা সিক্রেট-কি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এনক্রিপ্ট করে রাখে। যেটা আপনার wp-config.php এই ফোল্ডারে থাকে। অনেক সময় হ্যাকার নিজের বানানো সল্ট wp-config ফাইলের মাঝে বসিয়ে রাখে, যা দিয়ে সে আপনার গোপন ইনফরমেশনগুলো ডিক্রিপ্ট করতে পারে। তাই দ্রুত https://api.wordpress.org/secret-key/1.1/ salt/ এই লিংকে গিয়ে একটি সল্ট বানিয়ে নিন ও সেটা wp-config.php ফাইলে গিয়ে পেস্ট করে দিন।

    অপ্রয়োজনীয় প্লাগিন ও থিম ডিলিট করুন

    যে প্লাগিনগুলো আপনি ব্যবহার করেন না, যত দ্রুত সম্ভব সেগুলো ডিলিট করে দিন। সঙ্গে দেখে নিন আপডেট দেওয়া যাবে এমন কোনো থিম বা প্লাগিন আছে কি না। যদি থেকে থাকে তবে সেগুলো দ্রুত আপডেট করে নিন। মনে রাখবেন ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হওয়ার ৫০ শতাংশ কারণ হচ্ছে এই ব্যাকডেটেড প্লাগিন ও থিমগুলো। বেশির ভাগ সময় থিম ও প্লাগিনের কারণেই সাইট হ্যাক হয়ে থাকে। থিম বা প্লাগইন থেকে ১০০ গজ দূরে অবস্থান করায় ভালো।

    স্ক্যান করুন

    আপনার সাইটে কোনো মালওয়্যার আছে কি না, সেটা জানার জন্য আপনার সাইটি সম্পূর্ণ স্ক্যান করুন। আপনি যদি আগে থেকে কোনো সিকিউরিটি প্লাগিন ব্যবহার করে থাকেন তাহলে সেটা দিয়েই আপনি স্ক্যান করতে পারেন। যদি আপনি কোনো সিকিউরিটি প্লাগিন ব্যবহার না করেন, তবে একটা সিকিউরিটি প্লাগিন ইনস্টল করে নিন। আমার রিকোমেন্ড আপনি ওয়ার্ডফেন্স প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এছাড়া এই ওয়েব সাইটগুলো ব্যবহার করে আপনি স্ক্যান করতে পারেন।

    হোস্টিং ব্যবহারে সচেতন হোন

    আপনার সাইটি যে হোস্টিং কোম্পানির কাছে থেকে নেওয়া তাদের সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন। অনেক সময় সার্ভারের দুর্বলতার জন্য সাইট হ্যাক হয়ে যেতে পারে। যেমন তেমন কোম্পানির কাছে থেকে হোস্টিং কিনবেন না। বিশেষ করে শেয়ার্ড হোস্টিং যারা ব্যবহার করেন তাদের জন্য এই দিকটা লক্ষ রাখা একটু বেশি গুরুত্বপূর্ণ। শেয়ার্ড হোস্টিংয়ের একটা ওয়েব সাইট হ্যাক হয়ে গেলে অনেক সময় সেই সার্ভারের বাকি সাইটগুলো হ্যাক হয়ে যায়। সব থেকে ভালো হয় শেয়ার্ড হোস্টিং ব্যবহার না করলে। ভালো কোম্পানি থেকে হোস্টিং কেনাটাই মনে হয় ভালো।

    আনন্দ মিছিলে সম্রাটকে বহনকারী গাড়ি সংবাদ মাধ্যমকে দেখানো হলো

    চলতি মাসের শেষে সম্রাটের সিংহাসনে আরোহণকে উদ্‌যাপন করতে টোকিওতে অনুষ্ঠিতব্য আনন্দ মিছিলে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোকে বহনকারী উপরিভাগ উন্মুক্ত গাড়ি দেখতে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    গত মাসে টোকিওতে সম্রাটের প্রাসাদে সরবরাহ করা গাড়িটি টয়োটা মোটরের সেঞ্চুরি সেডানের উপর ভিত্তি করে তৈরি। এটি ৫ মিটারের বেশি লম্বা এবং প্রায় ২ মিটার চওড়া।

    রিয়ার সিটগুলো সামনের চেয়ে ৪ সেন্টিমিটার উঁচু এবং এর পৃষ্ঠদেশ ২৫ ডিগ্রি কোণে হেলানো যাতে সম্রাট দম্পতিকে দর্শনার্থীরা ভালভাবে দেখতে সক্ষম হন। বাজারে প্রাপ্ত অন্য গাড়িগুলোর চাইতে বেশি উজ্জ্বল দেখাতে গাড়িটিকে অনেক স্তরে রঙ করা হয়েছে।

    গাড়ির মূল অংশ মজবুত করতে মেঝে এবং অন্যান্য স্থানের শক্তি বৃদ্ধি করা হয়েছে।

    গাড়িটি এখন চালক প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। চলতি মাসের ২২ তারিখে আনন্দ মিছিলে প্রথমবারের মত প্রাসাদের বাইরে জনসাধারণের রাস্তায় গাড়িটি উন্মুক্ত করা হবে।

    দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা

    দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি সৌজন্য সাক্ষাতে এ সুযোগ পেয়ে বেশ আপ্লুত কংগ্রেস সাধারন সম্পাদক। খবর ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর।

    প্রিয়াঙ্কা রবিবার বিকেলে নিজের এক টুইটবার্তায় জানান, এই দিনটির জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যতকিছু হারিয়েছেন এবং সব ব্যথা যেভাবে কাটিয়ে উঠেছেন তা সত্যিই প্রেরণাদায়ক। যে অধ্যাবসায় ও সাহসিকতার সাথে তিনি তার বিশ্বাসের জন্য লড়ছেন এবং পরিশ্রম করছেন তার জন্য তিনি সারাজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবেন।

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শেখ হাসিনাকে নিজের দুপাশে রেখে তোলা একটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কংগ্রেস নেত্রী।

    প্রধানমন্ত্রীর সাথে রবিবার দুপুরে নয়াদিল্লীর হোটেল তাজমহলে একটি সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কংগ্রেসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী। তাদের মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী, তার মেয়ে ও দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্যতম। আধাঘন্টাব্যাপী চলা এই আলোচনায় দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা ও বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত ৩ অক্টোবর চারদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে তার দেশে ফেরার কথা।

    জাপানে রাজকীয় শোভাযাত্রার মহড়া অনুষ্ঠিত

    জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক উপলক্ষে চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিতব্য রাজকীয় শোভাযাত্রার অংশ হিসেবে আয়োজিত মহড়ায় পুলিশ এবং সরকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

    আজ সকালে, টোকিও মহানগর পুলিশ ও মন্ত্রীপরিষদ দপ্তরের সদস্যরা প্রায় ১ ঘণ্টা ব্যাপী নিজেদের ভূমিকায় এই মহড়ায় অংশ নেন। এসময় শোভাযাত্রা যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়।

    মহড়ায়, সাইড কারযুক্ত পুলিশের মটর সাইকেলসহ প্রায় ৫০টি গাড়ির মটর শোভাযাত্রা ধীর গতিতে সড়কের ডান লেন দিয়ে এগিয়ে যায়। উল্লেখ্য, জাপানে সাধারণত গাড়ি সড়কের বাম লেন দিয়ে চলাচল করে।

    চলতি মাসের ২২ তারিখে শোভাযাত্রাটি রাজপ্রাসাদ থেকে রওয়ানা হয়ে প্রায় ৪.৬ কিলোমিটার পথ অতিক্রম করে আকাসাকা এস্টেটে গিয়ে পৌঁছাবে।

    ক্রিসেনথিমাম ফুলের প্রতীক এবং রাজকীয় পতাকা সজ্জিত ছাদ খোলা লিমুজিন মটরগাড়ি যেটিতে সম্রাট ও সম্রাজ্ঞী আরোহণ করবেন সেটি আজকের মহড়ায় ব্যবহার করা হয়নি।

    দর্শকদের পেছনে রাখতে সড়কের পাশে প্রতিবন্ধক স্থাপন করা হয়। আবার নিরাপত্তার জন্য পুলিশ সড়কে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়।

    কর্মকর্তারা, মটর শোভাযাত্রার গতিবেগ এবং প্রত্যেক গাড়ির মধ্যকার দূরত্ব পরীক্ষা করেছেন বলে জানান। পুলিশ, মসৃণভাবে শোভাযাত্রা অনুষ্ঠান নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি অব্যাহত রেখে যাবে বলে উল্লেখ করে।

    সার্জারির আবিষ্কারক ছিলেন একজন মুসলিম চিকিৎসক

    প্রাচীনকাল থেকে বিভিন্ন বিষয়ে মুসলিম বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। মধ্যযুগে সভ্য-পৃথিবী বিনির্মাণে তাদের ভূমিকা অকুণ্ঠভাবে স্বীকৃত। কর্ডোভার সোনালি যুগে বিখ্যাত শল্যচিকিৎসাবিদ আবুল কাসিম আল-জাহরাভির পৃথিবীকে উপহার দেন তার শ্রেষ্ঠ গ্রন্থ ‘আত-তাসরিফ’। শল্যচিকিৎসায় আল-জাহরাভি কেমন পারদর্শী ও অভিজ্ঞ ছিলেন গ্রন্থটি এর প্রকৃষ্ট উদাহরণ।

    আল-জাহরাভির জন্ম ও বেড়ে ওঠা

    পুরো নাম আবুল কাসিম খালাফ ইবনুল আব্বাস আল-জাহরাভি। জাহরাভির জন্ম স্পেনের কর্ডোভার শহরতলীর প্রধান অংশ আল-জাহরায়। কারো মতে তিনি ৯৩৬ খ্রিস্টাব্দে ‘মদিনাতুজ জাহরা’য় জন্মগ্রহণ করেন। প্রসঙ্গত স্পেনের তৃতীয় খলিফা আবদুর রহমান আন-নাসির লিদিনিল্লাহ (৯৮৯-৯৬১ খ্রি) তার প্রিয়তমা ও মহীয়সী আল-জাহরার ইচ্ছানুসারে এই অপূর্ব সুন্দর নগরী নির্মাণ করেন। (আলী আশ-শাতশাত, তারিখুল জারাহা ফি-ত্তিব্বিল আরবি: ১/৭৫ দ্রষ্টব্য)php glass

    ইউরোপে আল-জাহরাভি আল-বুকাসিস (Albucasis), বুকাসিস (Bucasis) ও আল-য়্যারভিয়াস (Alyaharvious) নামে পরিচিত। জাহরাভির পিতা-মাতা স্পেনের অধিবাসী ছিলেন।

    আবুল কাসিম আল-জাহরাভি কর্ডোভার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষা শেষে জাহরায় চিকিৎসাসেবা শুরু করেন।

    শল্যচিকিৎসায় প্রথম থেকেই তিনি আশ্চর্যজনক সফলতা লাভ করেন। ফলে দ্রুত সবদিকে তার সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সফলতার স্বাক্ষর হিসেবে খলিফা আবদুর রহমান ও খলিফা আবুল হাকাম—উভয়েরই চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। কর্ডোভার বিখ্যাত হাসপাতালের প্রধান চিকিৎসক হিসেবেও নিয়োগ পান তিনি। তার ভুবনবিখ্যাত চিকিৎসাগ্রন্থ ‘আত-তাসরিফ’র মতো বিষয়বস্তু ও তত্ত্বনির্ভর এতো চমৎকার গ্রন্থ তৎকালীন যুগে আর কেউ লিখেনি। (ইবনে হাজাম, ফাদায়েলু আহলিল আন্দালুস: ২/১৮৫)

    শল্যচিকিৎসা বিভাগের প্রভূত সংস্কার ও উন্নতি সাধন করেন। শেষ জীবনে আবুল কাসিম সরকারি চাকরি থেকে অবসর নেন। জীবনসায়াহ্নে তিনি চিকিৎসাগ্রন্থ প্রণয়নে মনোনিবেশ করেন। বিভিন্ন মতামত অনুসারে ১০১৩ খ্রিস্টাব্দে আল-জাহরাতে তিনি ইন্তিকাল করেন। তার মৃত্যুর পর তার যশ-খ্যাতি অত্যধিক হারে স্পেন থেকে প্রাচ্যে ছড়িয়ে পড়ে।

    ছবি: সংগৃহীততার ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক ও গবেষকরা বলেছেন, জাহরাভি স্পেনের আরব চিকিৎসাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শল্যবিদ ছিলেন। (ইবনু আবি উসাইবা, উয়ুনুল আনবা ফি তাবাকাতিল আতিব্বা, পৃষ্ঠা: ৫০১; ঐতিহাসিক হিট্টিও জোরালোভাবে এই মত ব্যক্ত করেন।)

    ব্যক্তিজীবনে জাহরাভি ছিলেন সাদাসিধে ও ‘অল্পে তুষ্টি’ প্রকৃতির। চিকিৎসাবিদ্যা ও ঔষধ তৈরি ইত্যাদির প্রতি ভীষণ ঐকান্তিক ছিলেন। গরিব-দুঃখী ও অসুস্থদের সেবায় নিজের অধিকাংশ সময় ব্যয় করতেন। (মুহাম্মদ শাবান আইয়ুব, আবুল কাসিম আল-জাহরাভি, মাজা তারিফু আন আলমি জার্রাহিল হাদারাতিল ইসলামিয়্যা?, আল-জাজিরা অ্যারাবিক, ২৫/০৮/২০১৯)

    আল-জাহরাভির রচনা-সম্ভার

    পদার্থ, রসায়ন ও চিকিৎসা শাস্ত্রের উপর আল-জাহরাভি বিশটি গ্রন্থ রচনা করেন। কিন্তু পদার্থ ও রসায়নের উপর রচিত গ্রন্থ তাকে শ্রেষ্ঠত্বের সোপানে পৌঁছাতে সক্ষম হয় নি। চিকিৎসাবিষয়ক গ্রন্থগুলোই তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকের মর্যাদা দেয়। তার পদার্থ ও রসায়ন সংক্রান্ত গ্রন্থাবলী সম্পর্কে আলোচনা তেমন পাওযা যায় না।

    চিকিৎসাবিষয়ক যে গ্রন্থটি তাকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে সেটি হলো ‘কিতাবুত তাসরিফ লিমান আজিযা আনিত তা’লিফ। এই গ্রন্থটি ৩০টি অধ্যায়ে শিক্ষাগত (Educational) ও কার্যকরী (Effective) বিস্তৃত। প্রথম খণ্ডে এনাটমি (Anatomy), ফিজিওলজি (physiology) ও ডায়াটেটিকস (Dietetics) নিয়ে আলোচনা করা হয়েছে। (বিস্তারিত দেখুন: আবদুল মওদুদ, মুসলিম মনীষা, পৃষ্ঠা: ৭৯)

    আল-জাহরাভির গ্রন্থে চিকিৎসার বিভিন্ন যন্ত্রের ছবি।দ্বিতীয় খণ্ডে বিশেষত সার্জারি (Surgery) সম্বন্ধে আলোচনা করা হয়েছে। গ্রন্থটিকে অধ্যাপক সারটন ‘Medical Encyclopedia’ নামে অভিহিত করেছেন। এর চিকিৎসার অংশের চেয়ে সার্জারীর অংশ সর্বদিক দিয়ে উন্নত ও মৌলিকতার পরিচায়ক হলেও চিকিৎসার অংশেও মৌলিকতার অভাব নেই। ঔষধ তৈরি করতে বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশ্লেষণ অনুসরণে পতন (Distillation) ও ঊর্ধ্বপাতন (sublimation) প্রথা প্রয়োগ করেছেন। (বিস্তারিত দেখুন: আবদুল মওদুদ, মুসলিম মনীষা, পৃষ্ঠা: ৭৯-৮০)

    এসব দিক বিবেচনায় গ্রন্থটিকে অভিনব বলা চলে। এছাড়াও গ্রন্থটির দ্বিতীয় খণ্ডে বা কার্যকরী-সার্জারি অংশে রয়েছে অভূতপূর্ব বৈশিষ্ট্যবলী।

    প্রথম সার্জারির প্রচলন করেন জাহরাভি

    ঐতিহাসিকদের মতে জাহরাভিই সর্বপ্রথম চিকিৎসক যিনি ইউরোপে বৈজ্ঞানিক প্রথায় সার্জারির প্রচলন ও এর বিশদ বিবরণ প্রচার করেন।

    সার্জারি খণ্ডের বিশেষত্ব হলো- এর মধ্যে সাধারণ চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিশেষ কোনো আলোচনা করা হয়নি, ফলে এটা এমনিতেই পরিপূর্ণ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খ-টি পৃথকভাবে চিত্রাদিসহ প্রকাশিত হয়। ডা. ক্যাম্পবেলের মতে, ‘এ হলো এ বিষয়ের সর্বপ্রথম স্বাধীন সচিত্রগ্রন্থ” (The first independent illustrated book on the subject) (আবদুল মওদুদ, মুসলিম মনীষা, পৃষ্ঠা: ৭৮)

    জিরাল্ড কর্তৃক ল্যাটিন ভাষায় অনুবাদ

    ‘আত-তাসরিফ’ গ্রন্থের সার্জারী খণ্ডটি জিরাল্ড ল্যাটিন ভাষায় মূল আরবিসহ প্রকাশ করেন। ল্যাটিন ভাষায় অনুবাদ করে গ্রন্থটির নাম দেন ‘De Chirurgia’। এটি সালার্নো ও মন্টেপেলিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে কয়েক শতাব্দী পর্যন্ত প্রচলিত ছিল। (আকবর আলী, বিজ্ঞানে মুসলমানদের অবদান, পৃষ্ঠা: ৩৩৮)
    এ গ্রন্থে ২০০ প্রকার সার্জারির যন্ত্রপাতির নমুনা হিসেবে ব্যবহৃত হতো। গ্রন্থটি ইউরোপে কি পরিমাণ মর্যাদা লাভ করেছে, তা এর বারবার অনুবাদ থেকেই বোঝা যায়। ডা. ক্যাম্পবেলের মতে, গ্রন্থটি পরপর পাঁচবার ল্যাটিন ভাষায় অনূদিত হয়। আর একথা সর্বসম্মত যে, তার এ গ্রন্থের প্রভাবেই ইউরোপে সার্জারির মান বিশেষভাবে উন্নীত হয়। (আবদুল আজিম আদ-দায়েব, আবুল কাসিম আল-জাহরাভি; আওয়ালু তাবিবিন –জার্রাহ- ফিল আম, পৃষ্ঠা: ৫৭)

    আল-জাহরাভির চিকিৎসা। ছবি: সংগৃহীতজাহরাভির সচিত্র গ্রন্থের যে কয়েকটি পাণ্ডুলিপি পাওয়া যায়, তন্মধ্যে দুইটি রয়েছে অক্সফোর্ডের বডলিয়েন (Bodleian) লাইব্রেরিতে এবং অন্য একটি রয়েছে গোথাতে। জিরাল্ডের ল্যাটিন অনুবাদের একটি পাণ্ডুলিপি রয়েছে প্যারিসে। এতে তিনি গ্রন্থকারের নাম দিয়েছেন Abul Casim। কিছু পাণ্ডুলিপি ফ্লোরেন্স, ব্যামবার্গ, ফ্রাঙ্কয়েস, মন্টেপেলিয়ার, লিডেন ও ডেনিস রক্ষণাগারে সুরক্ষিত আছে।  (আবদুল মওদুদ, মুসলিম মনীষা, পৃষ্ঠা: ৮০)

    মেডিসিন বা ঔষধ বিষয়ে তার অবদান

    সার্জারির ক্ষেত্রে এই মহান মনীষীর অপরিসীম ও অপ্রতিদ্বন্দ্বী সাফল্য হলেও মেডিসিন বা ঔষধ বিষয়েও যথেষ্ট অবদান পাওয়া যায়। তিনি কুষ্ঠরোগ ও এর প্রতিকার সম্বন্ধে তাঁর গ্রন্থে আলোচনা করেছেন। তিনি অবস্থা বুঝে এ রোগের চিকিৎসা করতেন। এ রোগ সম্বন্ধে তার আগে আর কোনো বিজ্ঞানী এমন বিস্তারিতভাবে আলোচনা করেছেন বলে জানা যায় না। (আবদুল আজিম আদ-দায়েব, আবুল কাসিম আল-জাহরাভি; আওয়ালু তাবিবিন –জার্রাহ- ফিল আম, পৃষ্ঠা: ৫৭-৫৮)

    শিশুরোগের চিকিৎসায় জাহরাভি

    জাহরাভি শিশু রোগের চিকিৎসাতেও কিছু কিছু অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি শিশু রোগের চিকিৎসার জন্য মাতৃস্তন থেকে দূষিত দুধ চুষে বের করার পরিবর্তে এর জন্য এক প্রকার যন্ত্র আবিষ্কার করেন। শিশুদের রিকেট হবার কারণ এবং এর প্রতিকারেরও এক অভিনব পন্থা উদ্ভাবন করেছিলেন। তিনি শিশুদের মেরুদণ্ড বাঁকা হওয়ার কারণ সম্বন্ধে পূর্বেকার সব মতের ওপর নতুন মত প্রকাশ করেন। (আকবর আলী, বিজ্ঞানে মুসলমানদের অবদান, পৃষ্ঠা: ৩৩৯)

    বৈদেশিক বিনিয়োগ আইন সংশোধন করবে জাপান

    স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদেশী কোম্পানির বিনিয়োগ সহজ করে নেয়ার প্রস্তুতি জাপান নিচ্ছে, তবে কিছু নিয়মাবলী কঠোর করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে সংসদে উত্থাপিত হতে যাওয়া খসড়া একটি বিলে এইসব পরিবর্তন অন্তর্ভুক্ত আছে।

    জাতীয় নিরাপত্তার উপর বড় ধরণের হুমকি নয় বলে বিবেচিত ঘটনার বেলায় প্রক্রিয়া শিথিল করা হবে। বিদেশী বিনিয়োগকারীদের আগাম নোটিশ দেয়ার প্রয়োজন আর হবে না।

    বিমান চলাচল,পরমাণু ও অন্যান্য শিল্পের তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ১০ শতাংশ মালিকানা গ্রহণের লক্ষ্য ধরে নেয়া জাপানের বাইরের ব্যবসার বেলায় এটা বর্তমানে প্রযোজ্য।

    জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত উচ্চ পর্যায়ের প্রযুক্তির দেশের বাইরে চলে যাওয়া বন্ধ করতে এই প্রয়োজনীয়তা প্রবর্তন করা হয়।

    সরকার একই সাথে সংবেদনশীল ক্ষেত্রে কর্মরত কোম্পানির ব্যবস্থাপনায় অংশগ্রহণে ইচ্ছুক বিনিয়োগকারীদের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে তোলার পরিকল্পনা করছে।

    কমপক্ষে ১ শতাংশ মালিকানা গ্রহণের পরিকল্পনা বিনিয়োগকারীদের থাকলে নোটিশ প্রদানের আহ্বান এদের প্রতি জানানো হয়।