• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে বন্যা ও ভূমিধসের আশংকা, ৭ লাখ লোককে সরানোর নির্দেশ

    ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের আশংকায় জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমপক্ষে ৭ লাখ লোককে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইতিমধ্যে প্রবল বর্ষণে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে হয়েছে। খবর এএফপি, সিএনএ।

    জাপানের আবহাওয়া সংস্থা কিউশুর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারির পর লোকজন সরিয়ে নেয়ার এ নির্দেশ জারি করা হয়।

    এতে বলা হয়, ব্যাপক মহাবিপর্যয়ের সম্ভাবনা থাকায় লোকজনের জীবন রক্ষার লক্ষ্যে এ নির্দেশ দেয়া হলো। প্রবল বর্ষণের কারণে প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    তবে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ ও সতর্কবার্তা জারি করলেও তা বাধ্যতামূলক নয়। এদিকে সরকারি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন।

    দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সেখানে কাজ করছে।

    বুধবার সকালে জরুরি ভিত্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপান আবহাওয়া সংস্থা বলেছে, ‘আমরা বিভিন্ন নগরীতে নজিরবিহীন পর্যায়ের বর্ষণ হতে দেখছি। এসব নগরীর জন্য আমরা বিশেষ সতর্কবার্তা জারি করেছি।’

    জাপানের প্রধানমন্ত্রী বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সুশৃঙ্খল ব্রেক্সিটের আহ্বান জানিয়েছেন

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ন্যূনতম করার লক্ষ্যে একটি সুশৃঙ্খল ব্রেক্সিট নিশ্চিত করার চেষ্টা চালানোর জন্য বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

    আবে এবং জনসন ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন’এর শীর্ষ সম্মেলনের পাশাপাশি সোমবার বৈঠক করেন।

    তাদের প্রথম শীর্ষ বৈঠকে, আবে জনসন’কে বলেন, তিনি আশা করছেন, বৃটেন তাদের অর্থনীতিতে বিনিয়োগ করতে আগ্রহী জাপানি কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় অবস্থানে থাকবে।

    জনসন প্রত্যুত্তরে বলেন, তার সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে মসৃণভাবে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে এবং জাপানি ব্যবসায়িক কোম্পানিগুলোর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখবে।