• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের কাছ থেকে ৫ গুণ খরচ চায় যুক্তরাষ্ট্র

    জাপানে যেসব মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তাদের জন্য টোকিওকে পাঁচগুণ খরচ বাড়ানোর চাপ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, মার্কিন সেনাদের পেছনে জাপান যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করছে না। ফলে মার্কিন সেনারা এক রকমের অন্যায্য ভার বহন করছে। জাপানের সঙ্গে কয়েক দশক আগে সই হওয়া সামরিক চুক্তিকেও অন্যায্য বলে মন্তব্য করেন ট্রাম্প। গত মাসে তিনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে চুক্তিটি সংশোধন করার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেখুন- যদি কেউ জাপানে হামলা চালায় তা হলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু আমাদের ওপর কেউ আক্রমণ করলে জাপান যুদ্ধ করবে না- এটি অন্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করার পর টোকিও এবং ওয়াশিংটনের মধ্যে একটি সামরিক চুক্তি হয়, যার আওতায় আমেরিকা জাপানে সামরিক ঘাঁটি গড়ে তোলে এবং যুক্তরাষ্ট্র এশিয়ার একেবারে গভীর অভ্যন্তরে প্রবেশের সুযোগ পায়। আসাহি শিম্বুন।

    শেষ বেলায় টোকিও শেয়ার বাজারে সীমিত মূল্য বৃদ্ধির প্রবণতা

    আজ দিনের শুরুতে টোকিও শেয়ার বাজারে দরপতন ঘটলেও শেষ পর্যন্ত দর কিছুটা বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়।

    ২শ ২৫টি নির্বাচিত শেয়ারের নিক্কেই গড় সূচক গতকালের শেষ বেলার মূল্য থেকে ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৫শ ৪০ পয়েন্টে দিন শেষ করে।

    বাজারের ক্রীড়নকরা বলছে, বাজার খোলার অব্যবহিত পরে ঐ সূচক ২শ পয়েন্টেরও বেশি নেমে গেলেও ইয়েনের অবস্থান দুর্বল হওয়ার মাঝে বিনিয়োগকারীরা পুনরায় শেয়ার কেন নেন।

    তাদের ভাষ্যানুযায়ী, দশ বছরের মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারের প্রথম হ্রাস মার্কিন অর্থনীতি এবং আর্থিক নীতিতে কি প্রভাব রাখে, তার উপর লক্ষ্য রেখে অনেক বিনিয়োগকারীই আজ বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক বা দ্বিধান্বিত অবস্থানে ছিল।