• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • দক্ষিণ কোরিয়ার বিশেষ সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার

    দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তারা অগ্রাধিকারমূলক রপ্তানি প্রক্রিয়ার সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার করার পরিকল্পনা করেছে।

    দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী সুং ইউন-মো সোমবার বলেন, মন্ত্রণালয় জাপানকে একটি নতুন অবস্থানে রাখবে যাদের জন্য আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে।

    এই পরিকল্পনার অধীনে, জাপানের নাম স’উলের আস্থাভাজন বাণিজ্য অংশীদারের ২৯টি দেশের তালিকা থেকে বাদ দেয়া হবে।

    বিভিন্ন কোম্পানিকে জাপানে পণ্য চালানের জন্য আরও বেশি দলিলাদি পেশ করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ার সময় দীর্ঘায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।

    সুং বলেন, তা্দের একটি রপ্তানি নিয়ন্ত্রণ কাঠামোর সূচনা করা দরকার, কেননা প্রায়ই রপ্তানি নিয়ন্ত্রণের মৌলিক নিয়ম-কানুন লঙ্ঘন করা এবং অনুপযুক্ত ব্যবস্থা পরিচালনা করা একটি দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা কঠিন।

    সুং এও বলেন, আগামী ২০ দিন ধরে সাধারণ জনগণের মতামত সংগ্রহ করার পরে সেপ্টেম্বর মাসে মন্ত্রণালয়ের এই নতুন শ্রেণীবিভাগ চালু করার কথা।

    সুং আরও বলেন, জনগণের মতামত সংগ্রহের পাশাপাশি টোকিও যদি অনুরোধ জানায় তাহলে, স’উল আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

    আগস্টের ২ তারিখে জাপান সরকার সহজ রপ্তানি নিয়ন্ত্রণ প্রক্রিয়াভুক্ত দেশের তালিকা থেকে দক্ষিণ কোরিয়ার নাম প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা অনুমোদন করে।

    একইদিনে স’উল ঘোষণা করে, তারা তাদের নিজস্ব আস্থাভাজন বাণিজ্য অংশীদারদের তালিকা থেকে জাপানের নামও বাদ দিয়ে দেবে।

    ২০২০ অলিম্পিক গেমসের উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ২০২০ টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটি পানির তাপমাত্রা, গুণাগুণ এবং সাধারণ পরিচালনা বিষয়গুলো নিশ্চিত করার জন্য উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করেছে।

    রোববার টোকিওর উপকূলীয় এলাকার ওদাইবা ম্যারিন পার্কে আয়োজিত অলিম্পিক প্রতিযোগিতার অর্ধেক দূরত্ব ৫ কিলোমিটারের এক কোর্সে সারা বিশ্ব থেকে ৩৪ জন পুরুষ ও নারী সাঁতারু অংশ নেন।

    এই ইভেন্টের পুরুষ ও নারী উভয় প্রতিযোগিতাই সকাল ৭টার দিকে শুরু হয়। পুরুষদের প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল, তবে পানির তাপমাত্রা আন্তর্জাতিক সাঁতার সমিতি নির্ধারিত সর্বোচ্চ সীমা ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার এক সম্ভাবনা থেকে খেলাটির সময় এগিয়ে নেয়া হয়।

    কমিটির কর্মকর্তারা বলছেন, এই প্রতিযোগিতার জন্য পানির তাপমাত্রা নির্ধারণের মানদণ্ড হচ্ছে, খেলা শুরুর ২ ঘণ্টা আগে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। তারা বলেন, এবারের খেলায় রোববার পানির তাপমাত্রা ইতোমধ্যেই ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই তারা অলিম্পিক প্রতিযোগিতার ক্ষেত্রে উভয় সাঁতারের খেলার সময় সকাল ৭টার আগে এগিয়ে আনার কথা বিবেচনা করবেন।