• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • গত সপ্তাহে জাপান জুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত 

    জাপানের অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা বলছেন, গত রবিবার শেষ হওয়া সপ্তাহটিতে অতি উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

    এজেন্সি জানাচ্ছে যে গতমাসের ২৯ তারিখ থেকে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ১৮ হাজার ৩শ ৪৭ ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হন। এটি এর পূর্ববর্তী সপ্তাহের তুলনায় তিনগুণেরও বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ হাজার ব্যক্তির বয়স ৬৫ বা তার চাইতে বেশি।

    এজেন্সি কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের মধ্যে ৫৭ জনের মৃত্যু ঘটেছে এবং ৭শ ২৯ জন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘসময় ধরে তাদের হাসপাতালে অবস্থানের প্রয়োজন হয়।

    কর্মকর্তারা আরও বলছেন যে টোকিও’তে ১ হাজার ৮শ ৫৭ জন, মধ্য জাপানের আইচি জেলায় ১ হাজার ৩শ ৪২ জন এবং পশ্চিম জাপানের ওসাকা জেলায় মোট ১ হাজার ২শ ১০ জন অসুস্থ হয়ে পড়েন।

    উল্লেখ্য, গত সপ্তাহে জাপানের অনেক অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যায়।

    আণবিক বোমা হামলার ৭৪ বছর পূর্তিতে হিরোশিমায় স্মারক অনুষ্ঠানের আয়োজন

    জাপানের শহর হিরোশিমায় বিশ্বের প্রথমবারের মত আণবিক বোমা হামলার ৭৪তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

    আজ হিরোশিমা শান্তি স্মৃতি উদ্যানে সকাল ৮টায় এক স্মারক অনুষ্ঠান শুরু হয়। জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ও ৯২টি দেশের প্রতিনিধি’সহ প্রায় ৫০ হাজার লোক এতে অংশ নেন।

    সেখানকার একটি স্মৃতিস্তম্ভে ৩ লক্ষ ১৯ হাজার ৮৬ জন নিহত ব্যক্তির নামের একটি তালিকা স্থাপন করা হয়েছে। ঐ তালিকায় গত ১২ মাসে নিহতদের নামও অন্তর্ভুক্ত আছে।

    স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আজ সকাল ৮টা ১৫ মিনিটে অর্থাৎ ১৯৪৫ সালের ৬ই আগস্ট আণবিক বোমা ফেলার মুহূর্তটিতে এক মৌন প্রার্থনায় মিলিত হন।

    উল্লেখ্য, একটি পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জনের সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই এই অনুষ্ঠানটি আয়োজিত হল।

    তিন দশক আগে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি মাইলফলক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি গত শুক্রবার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। মাঝারি পাল্লার পরমাণু অস্ত্র চুক্তি বা আইএনএফ ছিল পরমাণু মুক্তকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

    হিরোশিমার মেয়র কাযুমি মাতসুই ঐ অনুষ্ঠানে একটি শান্তি ঘোষণা পাঠ করেন। এতে তিনি হিবাকুশা নামে পরিচিত আণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া লোকজনের কথায় কর্ণপাতের জন্য জাপান সরকারের কাছে আহ্বান জানান। উল্লেখ্য, তারা দেখতে চাইছেন জাপান যেন পরমাণু অস্ত্র নিষিদ্ধ করা একটি জাতিসংঘ চুক্তিতে অংশগ্রহণ করে।